Howrah NJP Vande Bharat Express: বড়দিনেই বড় উপহার বাংলার, আগামিকাল হাওড়ায় পৌঁছবে বন্দে ভারত এক্সপ্রেস

Last Updated:

আগামী ৩০ ডিসেম্বর থেকে হাওড়া এবং এনজেপি-র মধ্য়ে ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস।

বাংলাতেও এবার বন্দে ভারত।
বাংলাতেও এবার বন্দে ভারত।
#কলকাতা: বড়দিনেই হাওড়া এসে পৌঁছে যাচ্ছে বন্দেভারত এক্সপ্রেস। ইতিমধ্যেই চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে সেমি হাইস্পিড ট্রেন সেট। আগামিকাল বিকেলেই হাওড়ায় এসে পৌঁছে যাবে এই ট্রেন সেট। এই ট্রেন চালানোর জন্য কর্মীদের প্রশিক্ষন পর্ব শেষ।
বন্দেভারত এক্সপ্রেস চালানোর জন্য বিশেষ প্রশিক্ষণ নিতে ১০ জন মোটরম্যানকে পাঠানো হয়েছিল গাজিয়াবাদে৷ তাঁরা প্রশিক্ষণ শেষে এসে পৌঁছে গিয়েছেন হাওড়ায়। ট্রেনটি রক্ষণাবেক্ষণের জন‌্য ইন্টিগ্রাল কোচ ফ্য়াক্টরিতে গিয়ে প্রশিক্ষণ নিয়ে এসেছেন হাওড়ার ২৫ জন ট্রেন এক্সামিনার। সেমি হাই স্পিড জাতীয় এই ট্রেনের রক্ষণাবেক্ষণের জন‌্য আলাদা শেডও তৈরি করেছে পূর্ব রেল।
advertisement
advertisement
হাওড়া ঝিল সাইডিংয়ে সম্পূর্ণ ঘেরাটোপের মধ্যে এই প্রথম উন্নতমানের ডিপো তৈরি করা হয়েছে ট্রেন রক্ষণাবেক্ষণের জন‌্য। হাওড়ার ডিআরএম মনীশ জৈন বলেন, 'অন‌্য সব ট্রেন যে কারশেডে রক্ষণাবেক্ষণ করা হয়, তার কিছু অংশ শেড দিয়ে ঘেরা, কিছু অংশ খোলা আকাশের নীচে হয়। কিন্তু বন্দে ভারত রক্ষণাবেক্ষণের ডিপোটি পুরোপুরি শেডের মধ্যে। সব মরশুমে যাতে সমান ভাবে রক্ষণাবেক্ষণ হয়, তার জন‌্যই এই ব‌্যবস্থা।'
advertisement
রক্ষণবেক্ষণের সুবিধায় তিনটি স্তরে প্ল‌্যাটফর্ম তৈরি করা হয়েছে ডিপোতে। ট্রেনের একেবারে নীচের অংশ, মাঝে কোচের যেখানে যাত্রী থাকে আর ছাদে এক সঙ্গে যাতে তিন জায়গায় রক্ষণাবেক্ষণের কাজ করা যায় তাই এই তিনটি ধাপের প্ল‌্যাটফর্ম তৈরি করা হয়েছে। সাধারণ ট্রেনগুলির কোচ ও ইঞ্জিন আলাদা। তাই আলাদা আলাদাভাবে রক্ষণাবেক্ষণ করা হয় ওই ট্রেনগুলিকে। কিন্তু এই বন্দে ভারতে কোচের সঙ্গেই লোকোমোটিভ। একেবারে লোকাল ট্রেনের ধাঁচে। তাই লোকোমোটিভ ও কোচ এক সঙ্গে রক্ষণাবেক্ষণ করা হবে।
advertisement
এই যৌথ কাজের জন‌্য রক্ষণাবেক্ষণের জন‌্য আলাদা গ‌্যাং তৈরি করা হয়েছে হাওড়া ডিভিশনে। যাঁদের সম্প্রতি প্রশিক্ষণ নিতে হয়েছে চেন্নাইয়ের আইসিএফ-এ।
আগামী ৩০ ডিসেম্বর থেকে হাওড়া এবং এনজেপি-র মধ্য়ে ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস। তবে বন্দে ভারতের ভাড়া কত হবে তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে ভাড়া শতাব্দীর তুলনায় বেশি হতে চলেছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Howrah NJP Vande Bharat Express: বড়দিনেই বড় উপহার বাংলার, আগামিকাল হাওড়ায় পৌঁছবে বন্দে ভারত এক্সপ্রেস
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement