Vande Bharat Express : দেশের দ্রুততম ট্রেন এবার ছুটবে হাওড়া স্টেশন থেকে, শিলিগুড়ি যেতে লাগবে মাত্র 'এইটুকু' সময়
- Reported by:ABIR GHOSHAL
- Published by:Rachana Majumder
Last Updated:
Vande Bharat Express : ভাড়া বেশি, আরাম বেশি, সময় কম। থামবে শুধু বোলপুর ও মালদহ স্টেশনে৷
#কলকাতা: আগামী বছর থেকে চালু হচ্ছে হাওড়া-শিলিগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। পূর্ব রেলের তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে দেশের ৭৫টি রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। তার মধ্যে একটি রুট জুড়ছে হাওড়ার সঙ্গে। এই ট্রেনের বৈশিষ্ট্য হল, এর আলাদা ইঞ্জিন নেই। তামিলনাড়ুর চেন্নাইয়ে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে তৈরি হয় রেক।
রেল সূত্রে খবর, অত্যাধুনিক এই রেকে যাত্রীদের আসন ৩৬০ ডিগ্রি ঘোরানো যায়। অন বোর্ড ওয়াইফাই-সহ একাধিক সুযোগ সুবিধা রয়েছে এই ট্রেনে। সেই বন্দে ভারতই এবার পেতে চলেছে হাওড়া। দেশের দ্রুততম ট্রেন এবার ছুটবে হাওড়া স্টেশন থেকে। রেলের তরফে জানিয়ে দেওয়া হল, আগামী বছর থেকে হাওড়া-শিলিগুড়ি রুটে চলবে বন্দে ভারত এক্সপ্রেস । এই রুটে ট্রেনের গতি থাকবে ঘণ্টায় প্রায় ১০০ কিমি।
advertisement
আরও পড়ুন- সাড়ে সাতি থেকে ঢাইয়া, শনির অবস্থানে আসছে পরিবর্তন! ভাগ্যে তার কী প্রভাব পড়বে?
রেল আরও জানা গিয়েছে, দ্রুতগতির এই ট্রেনের জন্য হাওড়ার দিকে ট্র্যাক তৈরির কাজ শেষ। কিন্তু শিলিগুড়ির দিকে কিছুটা কাজ বাকি আছে। বন্দে-ভারত এক্সপ্রেসের গতি যেমন বেশি, তেমন ভাড়াও অনেকটাই বেশি। দিল্লি ও বারাণসীর মধ্যে এই ট্রেনের চেয়ারকারের ভাড়া ১৭৯৫ টাকা। যা শতাব্দী এক্সপ্রেসের প্রায় দেড় গুণ। আর এক্সজিগিউটিভ ক্লাসের ভাড়া প্রায় ৩৫২০ টাকা। যা ওই দূরত্বে চলা যে কোনও প্রিমিয়াম ট্রেনের এসি কামরার ভাড়ার প্রায় ১.৪ গুণ। তবে এই ভাড়ার মধ্যে খাবারের দামও ধরা আছে। রেলের দেওয়া হিসাব অনুসারে, এগজিকিউটিভ ক্লাসে সকালের চা, ব্রেকফাস্ট ও লাঞ্চের জন্য যাত্রীদের কাছ থেকে নেওয়া হচ্ছে ৩৯৯ টাকা। যেখানে চেয়ারকারের যাত্রীদের খাবারের জন্য খরচ হচ্ছে ৩৪৪ টাকা।
advertisement
advertisement
আরও পড়ুন- 'মানুষ কি উৎসব পালন করবে না?' গঙ্গাসাগর থেকে বড়দিন পালন নিয়ে 'বড়' বার্তা মমতার
প্রধানমন্ত্রীর সফরে একাধিক রেল প্রকল্প উদ্বোধন হবে। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধন করবেন তিনি। বন্দেভারত এক্সপ্রেস চলবে সপ্তাহে ৬ দিন। বোলপুর ও মালদহ টাউন স্টেশনে দাঁড়াবে। হাওড়া থেকে ছাড়বে সকাল ৫টা ৫০ মিনিটে। নিউ জলপাইগুড়ি পৌঁছবে ১৩টা ৫০ মিনিটে। ওই দিন দুপুর ১৪ টা ৫০-এ এনজেপি ছাড়বে। হাওড়া আসবে রাত ২২টা ৫০ মিনিটে। এমনই প্রস্তাব দেওয়া হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Dec 23, 2022 8:28 AM IST









