‘সোশ্যাল মিডিয়ায় ছবি দিলেই হবে না...,’ বন মহোৎসবের সূচনায় বড় কথা বললেন বনমন্ত্রী, মানি না আমরা অনেকেই

Last Updated:

অনুষ্ঠানে নিজের ভাষনে অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন বীরবাহা হাঁসদা। তিনি বলেন, ‘‘জুলাই এলেই গাছ লাগানোর প্রবণতা বাড়ে। অনেকে শুধুমাত্র ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য গাছ লাগান। কিন্তু পরে ওই গাছটা বাঁচল কি না, সেটা আর দেখেন না। আমরা গাছ লাগাব, কিন্তু গাছ বাঁচবে না—তা হয় না। গাছটা যাতে বাঁচে, সেদিকে নজর দেওয়া উচিত।’’

News18
News18
কলকাতা: বনমন্ত্রীর কথায়, “এখন সামাজিক মাধ্যমের যুগে একদিন গাছ লাগাব উৎসব করব, ছবি তুলব, এটাই রীতি হয়ে দাঁড়িয়েছে।” তিনি আরও বলেন, “শুধু গাছ লাগালেই হবে না, গাছটা বাঁচাতেও হবে। তার জন্য যে পদক্ষেপ করার করতে হবে।” পরিবেশের উত্তাপ বাড়ছে, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে সরকার। প্রথা মেনে রাজ্য বিধানসভায় পালিত হলো বন মহোৎসব। এই বনমহোৎসবের সূচনা করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়, পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, সরকার পক্ষের মুখ্য সচেতক নির্মল ঘোষ, বনমন্ত্রী বীরবাহা হাঁসদা, পরিবেশ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য-সহ একাধিক বিধায়ক।
অনুষ্ঠানে নিজের ভাষনে অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন বীরবাহা হাঁসদা। তিনি বলেন, ‘‘জুলাই এলেই গাছ লাগানোর প্রবণতা বাড়ে। অনেকে শুধুমাত্র ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য গাছ লাগান। কিন্তু পরে ওই গাছটা বাঁচল কি না, সেটা আর দেখেন না। আমরা গাছ লাগাব, কিন্তু গাছ বাঁচবে না—তা হয় না। গাছটা যাতে বাঁচে, সেদিকে নজর দেওয়া উচিত।’’
advertisement
advertisement
পরিবেশ রক্ষায় নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের ডাক দিয়ে তিনি বলেন, ‘‘শুধু সরকারের পক্ষে পরিবেশ বাঁচানো সম্ভব নয়। দফতরের তরফ থেকে সহযোগিতা করা হয়, কিন্তু সবাইকে এগিয়ে আসতে হবে।’’
বন দফতর সম্পর্কে জনমানসে তৈরি হওয়া নানা ধারণা নিয়েও মুখ খোলেন তিনি। বলেন, ‘‘জঙ্গলে কিছু করলেই অভিযোগ ওঠে বন দফতরের দিকে। নগরায়ন বা শিল্পায়নের জন্য যখন গাছ কাটা হয়, তখন অনেকেই পরিবেশ রক্ষার কথা বলেন, কিন্তু গাছ লাগানোর দায়িত্বটা নিতে চান না।’’ রাজ্যের জঙ্গল বাড়ছে বলেও দাবি করেন বীরবাহা। বলেন, ‘‘আমরা পশ্চিমবঙ্গে ২২.৮ শতাংশ জঙ্গল বৃদ্ধির লক্ষ্য পূরণ করেছি। মানুষের মধ্যে বৃক্ষরোপণ নিয়ে সচেতনতা বেড়েছে। এখন সবাই বুঝতে পারছেন, গাছ ছাড়া উপায় নেই।’’
advertisement
প্রসঙ্গত, ২০২৪ সালে দেখা গিয়েছিল একাধিক জনপ্রতিনিধি গাছ নিতে আগ্রহ প্রকাশ করেননি সেই ভাবে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
‘সোশ্যাল মিডিয়ায় ছবি দিলেই হবে না...,’ বন মহোৎসবের সূচনায় বড় কথা বললেন বনমন্ত্রী, মানি না আমরা অনেকেই
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement