এখান থেকেই নাটকে অভিনয় শুরু উত্তম কুমারের, এই ঠাকুরদালান জানে মহানায়ক হয়ে ওঠার গল্প
Last Updated:
এই বাড়ির সঙ্গেই জড়িয়ে উত্তমকুমারের নাম। গিরিশ ভবনের ঠাকুরদালান জানে পাড়ার ছেলে অরুণকুমারের উত্তমকুমার হয়ে ওঠার গল্প।
#কলকাতা: এ বাড়ির ঠাকুরদালান আস্ত এক ইতিহাসের সাক্ষী। যে ইতিহাসের সঙ্গে জড়িয়ে বাঙালির আবেগ। এই ঠাকুরদালান থেকেই নাটকে অভিনয় শুরু উত্তমকুমারের। কেরিয়ারের তুঙ্গে পৌঁছেও পুজোর যাত্রায় অংশ নিতে ভোলেননি বাঙালির মহানায়ক। শুটিং কাটছাঁট করেই মেতে উঠতেন মহড়ায়। বাতাসে আগমনীর সুর ভাসলেই উত্তমকুমারের হাজারও স্মৃতি ভিড় করে আসে ভবানীপুরের গিরিশ ভবনে।
ভবানীপুরের গিরিশ মুখার্জি রোড। মহানায়ক উত্তমকুমারের পাড়া। তাঁর স্মৃতিবিজড়িত বাড়ির পাশেই এখনও হাজার স্মৃতি বুকে নিয়ে দাঁড়িয়ে গিরিশ ভবন। এ পাড়ার রাস্তা যাঁর নামে, সেই বাবু গিরিশ মুখার্জির বাড়ি।
এই বাড়ির সঙ্গেই জড়িয়ে উত্তমকুমারের নাম। গিরিশ ভবনের ঠাকুরদালান জানে পাড়ার ছেলে অরুণকুমারের উত্তমকুমার হয়ে ওঠার গল্প।
advertisement
দুর্গাপুজো মানেই মুখার্জি বাড়িতে যাত্রার মহড়ার শুরু। জগদ্ধাত্রী পুজোয় হত অভিনয়। রাত বারোটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত চলত যাত্রা। বাড়ির মহিলাদের কাপড় দিয়েই তৈরি হত স্টেজ। পালা নির্বাচন থেকে অভিনয়...সবকিছুর দায়িত্বে উত্তমকুমার। ব্রজের কানাই, স্বয়ংসিদ্ধা, গয়াসুরবধ, নটি বিনোদিনী...একের পর এক যাত্রায় অভিনয় করেছেন মহানায়ক।
advertisement
সেসময়ে পরিবারের মহিলারা অভিনয় করতেন না। উত্তমকুমারের নায়িকা হতেন পরিবারের পুরুষরাই।
১৯৭৫ সালে গিরীশ ভবনে শেষ অভিনয় উত্তমকুমারের। তখন সদ্য মুক্তি পেয়েছে ‘সন্ন্যাসী রাজা’ । ভিড় সামাল দিতে বন্ধ করতে হয় অভিনয়।
উত্তমকুমারের অভিনয়ের স্মৃতি মাথায় রেখে আজও নাটক করে মুখোপাধ্যায় পরিবারের বর্তমান প্রজন্ম।
কলকাতায় থাকলে প্রতিবছর অষ্টমীতে এখানে অঞ্জলি দিতে আসতেন উত্তমকুমার। আজও বাঙালির চিরদিনের নস্টালজিয়ায় আষ্টেপৃষ্টে জড়িয়ে গিরিশ ভবনের পুজোর ঠাকুরদালান।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 06, 2019 6:55 PM IST