কলকাতা বিমানবন্দরের কাছে অচেতন অবস্থায় উদ্ধার বিদেশি নাগরিক! ভর্তি করা হয়েছে হাসপাতালে
- Reported by:Sudipta Sen
- news18 bangla
- Published by:Ratnadeep Ray
Last Updated:
বিমানবন্দরের কাছে অচেতন অবস্থায় উদ্ধার করা হল এক বিদেশি নাগরিককেয়। শনিবার ভোর ৪টে নাগাদ দমদম এয়ারপোর্টের বাইরে দুই নম্বর গেটের সামনে এক যুবককে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে দমদম থানাকে খবর দেওয়া হয়।
কলকাতা: বিমানবন্দরের কাছে অচেতন অবস্থায় উদ্ধার করা হল এক বিদেশি নাগরিককে। শনিবার ভোর ৪টে নাগাদ দমদম এয়ারপোর্টের বাইরে দুই নম্বর গেটের সামনে এক যুবককে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে দমদম থানাকে খবর দেওয়া হয়।
advertisement
advertisement
পুলিশ এসে ওই বিদেশি নাগরিককে উদ্ধার করে মিউনিসিপ্যালিটি হাসপাতালে নিয়ে যায় পরে আরজিকর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খোঁজ খবর করে জানা গিয়েছে ওই যুবক বিদেশি নাগরিক। তার নাম কাউমি ডেজবান, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক৷ কাউমির সঙ্গে কোন লাগেজ ছিল না৷ পাসপোর্ট থেকে নাম জানা গিয়েছে ওই ব্যক্তির।
advertisement
পুলিশের অনুমান নেশাদ্রব্য খাইয়ে তাকে লুঠ করা হয়ে থাকতে পারে। অভিযুক্তকে নিয়ে তৎপর হয়েছে পুলিশ। ঘটনার পরেই মার্কিন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। কী কারণে কলকাতায় এলেন ওই বিদেশি নাগরিক তা এখনও জানা যাায়নি। যুবকের বয়স ২৬ বছর, দীর্ঘ সময় কাটলেও ভাল ভাবে তাঁর জ্ঞান ফেরেনি। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Nov 01, 2025 9:06 PM IST








