মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, টেনে নিয়ে গেল পুলিশ

Last Updated:

Teacher: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে চাকরিপ্রার্থীদের বিক্ষোভে এদিন উত্তাল হয়ে রইল কালীঘাট চত্বর৷

#কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে চাকরিপ্রার্থীদের বিক্ষোভে এদিন উত্তাল হয়ে রইল কালীঘাট চত্বর৷ এদিন বেলার দিকে কালীঘাট মেট্রোর ২ নম্বর গেট থেকে প্রচুর সংখ্যক বিক্ষোভকারী রাসবিহারী অ্যাভিনিউয়ের দিকে আসতে থাকেন৷ সেখান থেকে বিক্ষোভকারী ছোট একটি মিছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের দিকেও চলে যায়৷ কিন্তু মাঝ রাস্তাতেই তাঁদের আটকে দেয় পুলিশ৷ মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে কার্যত ঢিল ছোড়া দূরত্বে বিক্ষোভকারীদের আটকে দেয় পুলিশ৷ পুরো বিষয়টি ঘিরে প্রশ্নের মুখে মুখ্যমন্ত্রীর বাসভবনের নিরাপত্তা৷
পরে আরও প্রচুর পুলিশ কর্মীদের নিয়ে আসা হয়৷ বিক্ষোভকারীদের টেনে বাসে তুলে নেয় পুলিশ৷ ধস্তাধস্তিতে অনেক বিক্ষোভকারী জখমও হয়ে যান বলে অভিযোগ৷ পরে তাঁদের জন্য অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয়৷ মোট ৩টি বাসে করে বিক্ষোভকারীদের তুলে নিয়ে যায় পুলিশ৷ বাসে ওঠার সময়েও একপ্রকার ধস্তাধস্তি হয় পুলিশের সঙ্গে৷
আরও পড়ুন, এবার লক্ষ্য কালীঘাট! চাকরিপ্রার্থীদের তুমুল বিক্ষোভ, পরের কাণ্ড মারাত্মক
advertisement
advertisement
জানা গিয়েছে, আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের বিক্ষোভে এদিন উত্তাল হয়ে কালীঘাট মেট্রো স্টেশন চত্বর৷ এদিন মেট্রো স্টেশনের ২ নম্বর গেট থেকে প্রচুর বিক্ষোভকারী রাস্তায় বেরিয়ে আসতে থাকেন৷ তখনই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায়৷ বিক্ষোভকারীদের একপ্রকার জোর করে টেনে বাসে তুলে দেয় পুলিশ৷
advertisement
কয়েকদিন আগেই চাকরিপ্রার্থীদের বিক্ষোভে উত্তাল হয়েছিল এক্সাইড মোড় চত্বর৷ সেই সময়ে এক পুলিশ কর্মীর বিরুদ্ধে কামড়ানোর অভিযোগ ওঠে৷ যা ঘিরে উত্তাল হয় রাজনৈতিক মহল৷ যদিও বিতর্কে পড়ে ওই পুলিশকর্মীর বিরুদ্ধে শুরু হয়েছে বিভাগীয় তদন্ত৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, টেনে নিয়ে গেল পুলিশ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement