দক্ষিণেশ্বরের কালী মাতা বলেছে বাংলায় পরিবর্তনের সময় এসেছে: কেন্দ্রীয় রেলমন্ত্রী
- Published by:Subhapam Saha
- news18 bangla
Last Updated:
নোয়াপাড়া-দক্ষিণেশ্বর (Noapara to Dakshineswar) মেট্রো উদ্বোধনের উপলক্ষ্যে শহরে এসেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল (Piyush Goyal)৷ সোমবার সকালে দক্ষিণেশ্বরে পুজো দিয়েই কালীঘাটেও যান পীযূষ গোয়েল৷
#কলকাতা: নোয়াপাড়া-দক্ষিণেশ্বর (Noapara to Dakshineswar) মেট্রো উদ্বোধনের উপলক্ষ্যে শহরে এসেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল (Piyush Goyal)৷ সোমবার সকালে দক্ষিণেশ্বরে পুজো দিয়ে কালীঘাটেও যান পীযূষ গোয়েল৷ এদিন তিনি বলছেন, যে এই রাজ্যে বাম-তৃণমূল শাসনে কোনও বিকাশ হয়নি৷ তবে এবার পশ্চিমবঙ্গে পরিবর্তন হবে৷
রেলমন্ত্রী এদিন বলেন, " বাংলা বহু বছর ধরে খুঁজে বেড়াচ্ছে এমন কাউকে যে, এই রাজ্যের বিকাশ করবে। বাংলা কমিউনিস্ট দেখেছে, মমতা দিদিকেও দেখেছে। কিন্তু বিকাশ থেকে বাংলা আজও বঞ্চিত৷ এবার পরিবর্তন হবে। পরিবর্তন আমরা করবই করব৷ আজ কালীঘাট-দক্ষিণেশ্বর মেট্রো পথে জুড়ে যাচ্ছে। ৪০ মিনিটে এক মন্দির থেকে অন্য মন্দিরে যাওয়া যাবে৷ আমি দক্ষিণেশ্বর গিয়েছিলাম। কালীমাতা বলেছে বাংলায় পরিবর্তনের সময় এসে গিয়েছে৷ কালীঘাটেও এদিন গিয়েছিলাম আমি।"
advertisement
এবারের বাজেটে রেল পরিষেবায় পশ্চিমবঙ্গের জন্য ঐতিহাসিক বরাদ্দ করা হয়েছে বলেও ট্যুইট করেছিলেন পীযূষ গোয়েল৷ তিনি লিখেছিলেন, "ভারতীয় রেলের ইতিহাসে পশ্চিমবঙ্গের জন্য এক ঐতিহাসিক বরাদ্দ ঘোষণা করা হয়েছে। ২০২১-২২ সালের মধ্যে ৬ হাজার ৬৩৬ কোটি টাকা খরচ করা হবে এখানে। এটা গত বছরের তুলনায় যা ২৬ শতাংশ বেশি। পশ্চিমবঙ্গ সরকারকে বলব ওই সব প্রকল্পের জন্য জমি তৈরি রাখতে যাতে কাজ দ্রুত শেষ করা যায়৷"
advertisement
advertisement
এই ইস্যুতে কেন্দ্রকে সহযোগিতা না করার জন্যও রাজ্যকে বিঁধলেন পীযূষ গোয়েল৷ তিনি বলছেন, "এখানে জমি নেই। জমি দিয়ে কেউ সাহায্য করছে না। অনেক প্রকল্প আটকে আছে এই রাজ্যে। কারণ রাজ্য আমাদের সহযোগিতা করছে না। বারবার বলেও কোনও সহযোগিতা পাচ্ছি না। আরও প্রকল্প আজ উদ্বোধন হবে৷ বাংলায় পরিবর্তন হবে। সোনার বাংলা গড়ব আমরা। বিজেপি এখানে সরকার গঠন করলে নয়া চ্যাপ্টার তৈরি হবে। বাংলার বিকাশ হবে৷"
advertisement
নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রোর ভার্চুয়াল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্প্রসারিত রুটে যাত্রী পরিষেবা শুরু হবে আগামিকাল থেকে। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে এখন সাজো সাজো রব। উদ্বোধনের আগে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে এসে প্রস্তুতি ঘুরে দেখেন পীযূষ গোয়েল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 22, 2021 4:43 PM IST