Union Budget 2025: বাংলার প্রতি বঞ্চনা চলছেই, 'ভোট বলেই বিহার...!' বাজেটের পরেই বিজেপিকে কটাক্ষ অভিষেকের
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Union Budget 2025: সংসদে পেশ হল ২০২৫-২৬ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট। কেন্দ্রীয় বাজেটে একাধিক বড় ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷ যদিও বিহার ছাড়া কোনও রাজ্যের কথা আলাদাভাবে উল্লেখ করেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এবার বাজেট নিয়ে তাঁর প্রতিক্রিয়া দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
নয়াদিল্লি: সংসদে পেশ হল ২০২৫-২৬ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট। কেন্দ্রীয় বাজেটে একাধিক বড় ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷ যদিও বিহার ছাড়া কোনও রাজ্যের কথা আলাদাভাবে উল্লেখ করেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এবার বাজেট নিয়ে তাঁর প্রতিক্রিয়া দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অভিষেক বলেন, “যখন বাংলা ১৮ জন সাংসদ নির্বাচিত করেছিল, তখনও তারা বাংলাকে কিছুই দেয়নি। আজও, বিজেপির ১২ জন সাংসদ আছে, কিন্তু তারা বাংলাকে কিছুই দেয়নি। এই ১২ জন সাংসদ এর বিরুদ্ধে প্রতিবাদও করবে না। বাংলা সবসময় বঞ্চিত ছিল এবং আজও একই ঘটনা ঘটে চলেছে।
advertisement
advertisement
অভিষেক আরও বলেন, “এই বছর বিহার নির্বাচনে যাচ্ছে। আর সেই কারণেই কেন্দ্র বিহারের জন্য সবকিছু করেছে। তারা নির্বাচনের কথা মাথায় রেখে সবকিছু করে, সাধারণ মানুষের কথা মাথায় রেখে নয়।”
অবশ্য একইসঙ্গে অভিষেক বলেন, আমাকে পুরো বাজেট পড়তে হবে। আয়কর ছাড়ের ক্ষেত্রে স্পষ্টতার অভাব রয়েছে। তাই, আমাকে পুরোটা পড়তে হবে এবং তারপর যা বলার তা বলব। বাজেটে সাধারণ মানুষের জন্য কিছুই নেই। বিহারকে সবকিছু দিয়েছে। আগের বাজেটেও, অন্ধ্রপ্রদেশ এবং বিহারের জন্য সবকিছু করা হয়েছিল। এখন, অন্ধ্রপ্রদেশের নির্বাচন শেষ হয়ে গিয়েছে তাই তারা বিহারের দিকে মনোযোগ দিচ্ছে। বিজেপি ক্ষমতায় আসার পর, বাংলা কিছুই পায়নি। এই বছরের বাজেটেও একই ঘটনা ঘটেছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 01, 2025 1:35 PM IST