ফের স্বাস্থ্য পরীক্ষার জন্য বন্ধ থাকবে শহরের এই গুরুত্বপূর্ণ সেতু

Last Updated:
#কলকাতা: রবিবার অর্থাৎ পয়লা ডিসেম্বর বন্ধ থাকবে উত্তর কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ  সেতু, উল্টোডাঙ্গা উড়ালপুল ৷ স্বাস্থ্যপরীক্ষার জন্য সকাল ৬টা-রাত ১০টা পর্যন্ত বন্ধ রাখা হবে এই সেতুর দিয়ে যাতায়াত ৷ স্ল্যাবের ধারণ ক্ষমতা খতিয়ে দেখার কাজ চলবে এই  উড়ালপুলে ৷ উত্তর কলকাতার অন্যতম ব্যস্ত সংযোগকারী সেতু বন্ধ থাকায় দুর্ভোগের আশঙ্কায় সাধারণ মানুষ ৷যানজট এড়াতে বিকল্প রাস্তার ব্যবস্থা করা হয়েছে৷ বাইপাস-সিআইটি রোড হয়ে হাডকো,  লেকটাউন-দুর্গাপুর ব্রিজ হয়ে বাইপাস যাতায়াত করবে যান-বাহন ৷
এর আগে চলতি বছরের জুলাই মাসে ফাটল ধরা পড়ায় মেরামতির জন্য বন্ধ রাখা হয়েছিল উল্টোডাঙ্গা উড়ালপুল ৷ তিনদিন ধরে কাজ চালায় কেমডিএ ৷ যানজট এড়াতে সেবার বিকল্প রুটের ব্যবস্থা করেছিল কলকাতা ট্র্যাফিক পুলিশ৷ ২০১৩ সালের ৩ মার্চ মাসে উল্টোডাঙা উড়ালপুলে ভিআইপির দিক থেকে বাইপাস যাওয়ার দিকের Rampটি ভেঙে পড়েছিল ৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
ফের স্বাস্থ্য পরীক্ষার জন্য বন্ধ থাকবে শহরের এই গুরুত্বপূর্ণ সেতু
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement