দেশের অন্যতম সেরা ই-হেলথ প্ল্যাটফর্মের সঙ্গে গাঁটছড়া, লকডাউনে বাড়ি বাড়ি ওষুধ পৌঁছে দিচ্ছে Uber
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
দেশের অন্যতম বৃহৎ ই-হেলথ প্ল্যাটফর্ম মেডলাইফের সঙ্গে গাঁটছড়া বাঁধল Uber ৷
#কলকাতা: দেশে করোনা পরিস্থিতি ভয়ঙ্কর ৷ প্রায় প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা ৷ দীর্ঘদিন ধরে লকডাউনের জন্য অনেক সমস্যার মধ্যে দিয়েই দিন কাটছে সাধারণ মানুষের ৷ এই অবস্থায় ওষুধের মতো জরুরি সামগ্রী সর্বত্র ঠিকঠাক পৌঁছানোটা অত্যন্ত প্রয়োজন ৷ সেই কাজে এবার দেশের অন্যতম বৃহৎ ই-হেলথ প্ল্যাটফর্ম মেডলাইফের সঙ্গে গাঁটছড়া বাঁধল Uber ৷
We’ve partnered with @medlifecare to ensure that you don't have to step out for any of your medical supplies. We will drop medicines right to your doorstep, while you stay home. #MoveWhatMattershttps://t.co/G30BV7qnNs
— Uber India (@Uber_India) April 17, 2020
advertisement
advertisement
উদ্দেশ্য একটাই, যত দ্রুত সম্ভব ওষুধসামগ্রী গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া ৷ কলকাতা, হায়দরাবাদ, জয়পুর, লখনউ এবং পুণের মতো দেশের বড়-ছোট বিভিন্ন শহরে এই পরিষেবা দিচ্ছে উবের ও মেডলাইফ ৷ লকডাউনের মধ্যে মানুষের বাড়ি বাড়ি ওষুধ পৌঁছে দেওয়ার দায়িত্ব এখন নিজেদের কাঁধে নিয়েছে অ্যাপ ক্যাব সংস্থা উবের ৷ সংস্থার জেনারেল ম্যানেজার (উত্তর ভারত) শিব শৈলেন্দ্রান জানান, ‘‘ মেডলাইফের মতো অনলাইন ফার্মাসির সঙ্গে যুক্ত হতে পেরে আমরা খুশি ৷ এই কঠিন সময়ে আমরা সমাজের প্রতি দায়বদ্ধ ৷ সুস্থ থাকুন প্রত্যেকে সেটাই চাইব ৷ পাশাপাশি এর মাধ্যমে লকডাউনে এতদিন ধরে বাড়িতে বসে থাকা ড্রাইভাররাও কিছু অর্থ উপার্জন করতে পারবেন ৷ ’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 19, 2020 7:19 AM IST