দেশের অন্যতম সেরা ই-হেলথ প্ল্যাটফর্মের সঙ্গে গাঁটছড়া, লকডাউনে বাড়ি বাড়ি ওষুধ পৌঁছে দিচ্ছে Uber

Last Updated:

দেশের অন্যতম বৃহৎ ই-হেলথ প্ল্যাটফর্ম মেডলাইফের সঙ্গে গাঁটছড়া বাঁধল Uber ৷

#কলকাতা: দেশে করোনা পরিস্থিতি ভয়ঙ্কর ৷ প্রায় প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা ৷ দীর্ঘদিন ধরে লকডাউনের জন্য অনেক সমস্যার মধ্যে দিয়েই দিন কাটছে সাধারণ মানুষের ৷ এই অবস্থায় ওষুধের মতো জরুরি সামগ্রী সর্বত্র ঠিকঠাক পৌঁছানোটা অত্যন্ত প্রয়োজন ৷ সেই কাজে এবার দেশের অন্যতম বৃহৎ ই-হেলথ প্ল্যাটফর্ম মেডলাইফের সঙ্গে গাঁটছড়া বাঁধল Uber ৷
advertisement
advertisement
উদ্দেশ্য একটাই, যত দ্রুত সম্ভব ওষুধসামগ্রী গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া ৷ কলকাতা, হায়দরাবাদ, জয়পুর, লখনউ এবং পুণের মতো দেশের বড়-ছোট বিভিন্ন শহরে এই পরিষেবা দিচ্ছে উবের ও মেডলাইফ ৷ লকডাউনের মধ্যে মানুষের বাড়ি বাড়ি ওষুধ পৌঁছে দেওয়ার দায়িত্ব এখন নিজেদের কাঁধে নিয়েছে অ্যাপ ক্যাব সংস্থা উবের ৷ সংস্থার জেনারেল ম্যানেজার (উত্তর ভারত) শিব শৈলেন্দ্রান জানান, ‘‘ মেডলাইফের মতো অনলাইন ফার্মাসির সঙ্গে যুক্ত হতে পেরে আমরা খুশি ৷ এই কঠিন সময়ে আমরা সমাজের প্রতি দায়বদ্ধ ৷ সুস্থ থাকুন প্রত্যেকে সেটাই চাইব ৷ পাশাপাশি এর মাধ্যমে লকডাউনে এতদিন ধরে বাড়িতে বসে থাকা ড্রাইভাররাও কিছু অর্থ উপার্জন করতে পারবেন ৷ ’’
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
দেশের অন্যতম সেরা ই-হেলথ প্ল্যাটফর্মের সঙ্গে গাঁটছড়া, লকডাউনে বাড়ি বাড়ি ওষুধ পৌঁছে দিচ্ছে Uber
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement