'আজও চোখ বুজলে চমকে উঠি', ৮ বছর আগের উত্তরাখণ্ড বিপর্যয়ের অভিজ্ঞতা শোনালেন আশিষ-অজয়

Last Updated:

২০১৩ সালের ১৬ জুনের স্মৃতি উস্কে দিয়েছে ২০২১ সালের ৭ ফ্রেব্রুয়ারির সকাল। সেই গল্পই শোনাচ্ছিলেন আশিস। শোনাচ্ছিলেন স্বপ্নের উত্তরাখন্ডের, দুঃস্বপ্নের কাহিনী।

#কলকাতা: স্মৃতি সতত সুখের। এই প্রবাদ বাক্য অবশ্য সকলের জন্যে নয়। স্মৃতি অনেকের কাছে বেদনারও। গুজরাত থেকে বসে সেই অভিজ্ঞতার কথা শোনাচ্ছিলেন আশিস মণ্ডল। ২০১৩ সালের ১৬ জুনের স্মৃতি উস্কে দিয়েছে ২০২১ সালের ৭ ফ্রেব্রুয়ারির সকাল। সেই গল্পই শোনাচ্ছিলেন আশিস। শোনাচ্ছিলেন স্বপ্নের উত্তরাখন্ডের, দুঃস্বপ্নের কাহিনী।
পেশায় ট্যুরিজম সংস্থার সঙ্গে যুক্ত আশিস। ২০২১-র ৭ ফেব্রুয়ারি তাঁকে এক লহমায় ফিরিয়ে নিয়ে গিয়েছে ৮ বছর আগের সেই ভয়ঙ্কর দিনে। ২০১৩ সালের ১৬ জুন উত্তরাখণ্ড জুড়ে নেমে এসেছিল ভয়ঙ্কর বিপর্যয়। আশিস বলতে শুরু করেন, 'আমরা সেদিন দাঁড়িয়ে ছিলাম নদীর ধারে। চোখের সামনে দেখলাম জলের স্রোত ভাসিয়ে নিয়ে চলে গেল একের পর এক বাস, গাড়ি। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল হোটেল। চোখের নিমেষে চেনা জায়গাটা অচেনা হয়ে গেল।' আশিস বলেন, 'নিজেকে তখন সেনা বাহিনীর জওয়ান মনে হচ্ছিল। আমার সঙ্গে তখন কলকাতা থেকে নিয়ে যাওয়া প্রচুর পর্যটক। তাঁদের মুখের দিকে চেয়ে খালি মনে হচ্ছিল, সকলকে বাড়ি ফিরতে পারব তো!'
advertisement
ঢোক গিলে বলে চলেন, 'আসলে এই ধরণের এতবড় বিপর্যয়ের সম্মুখীন আগে কখনও হইনি। তাই কী করব বুঝে উঠতে পারছিলাম না। যদিও স্থানীয় প্রশাসন আমাদের ভীষণ সাহায্য করেছিল। আমাদের কাছে শুকনো খাবার-সহ অনেক শাক-সবজি ছিল। সেই খাবার খেয়েছি। আমরা ওখানকার অনেক মানুষকে খাবারও দিয়েছি। সবচেয়ে বেশি সমস্যা হয়েছিল পানীয় জল জোগাড় করতে। কারণ, মেঘ ভাঙা বৃষ্টির কারণে যে অবস্থা হয়ে ছিল তাতে প্রয়োজন ছিল জলের। তবে সব মিটিয়ে ফেরত আসতে পেরেছিলাম।'
advertisement
advertisement
একই রকম অভিজ্ঞতার গল্প শোনাচ্ছিলেন অজয় ঘোষ। ২০১৩ সালের ঘটনার সাক্ষী তিনিও। অজয় ঘোষ এ দিন কলকাতার বাড়িতে বসে টিভিতে দেখছিলেন ভয়াবহ ঘটনা। মনে মনে বিড়বিড় করছিলেন, 'ভগবানের কৃপায় বেঁচে ফিরে এসেছি।' আশিসের মতো অজয়ও পর্যটন সংস্থায় চাকরি করেন। ফলে বহুবার এই সমস্ত জায়গা যাওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর৷ এ দিন গল্প করতে করতে শোনালেন সে দিনের ভয়ঙ্কর স্মৃতি... 'ভোরবেলা হোটেল থেকে বেরিয়ে দেখি। চেনা রাস্তা আর কিছুই নেই৷ সবাই মাথায় হাত দিয়ে বসে পড়েছে৷ তার মধ্যে মাঝে মাঝে বৃষ্টি। খরস্রোতা নদীর চেহারাটাই বদলে গেছে। স্বচ্ছ জলটা, ঘোলাটে হয়ে গেছে। স্বজন হারানো মানুষের কান্না। সব শেষ হয়ে যাওয়া মানুষগুলোকে দেখে নিজের মধ্যেই ভয় ধরতে শুরু করে দিয়েছিল। সে দিন না ছিল যোগাযোগ ব্যবস্থা, না ছিল খাবার, জল। সঙ্গে পর্যটক ছিল। ওই দিনটা চোখ বুজলেও আজ দেখতে পাই।'
advertisement
তাঁর কথায়,  'এই সুন্দর প্রকৃতি চোখের সামনে কিভাবে বদলে যেতে পারে। আমি আজ কলকাতায় বসে আছি বটে। আমি জানি ওখানে এখন কী চলছে। আমার মন বলে দেবে ওখানে কি হচ্ছে তা আমি দেখতে পাচ্ছি৷ ভগবানের কাছে প্রার্থনা সবাই যেন ভাল থাকে। ২০১৩ সালের উত্তরাখণ্ড বিপর্যয় দেখে আসা দুই বাঙালি শোনাচ্ছিলেন তাদের অভিজ্ঞতার গল্প। ইতিমধ্যেই পর্যটকদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ জায়গায়। উত্তরাখণ্ড ট্যুরিজম বিভাগ চালু করেছে বিশেষ হেল্প লাইন নম্বর 9557444486 ও 1070 যেখানে ফোন করে তথ্য পাওয়া যাবে।
advertisement
ABIR GHOSHAL
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
'আজও চোখ বুজলে চমকে উঠি', ৮ বছর আগের উত্তরাখণ্ড বিপর্যয়ের অভিজ্ঞতা শোনালেন আশিষ-অজয়
Next Article
advertisement
Mamata In Bankura: আকাশে মহড়া দিচ্ছে কপ্টার, অপেক্ষায় হেলিপ্যাড, আজ বড়জোড়ায় মমতা! কী বার্তা দেবেন বর্ষশেষের সভায়?
আকাশে মহড়া দিচ্ছে কপ্টার, অপেক্ষায় হেলিপ্যাড, আজ বড়জোড়ায় মমতা! কী বার্তা দেবেন বর্ষশেষে?
  • বিধানসভা ভোটের লক্ষ্যে ইতিমধ্যেই প্রচার প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। আগামী ১'লা জানুয়ারি থেকে চলবে সেই প্রচার কর্মসূচী। এরই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফর রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে জায়গা বাছাই করা হয়েছে, সেখানে প্রচার চালালে একাধিক দিকের মানুষের কাছে সহজেই বার্তা চলে যাবে। তাই বাঁকুড়ার এই স্থানই বেছে নিয়েছে তৃণমূল

VIEW MORE
advertisement
advertisement