সংশোধনাগারে থেকেও মাধ্যমিকে সফল সাজাপ্রাপ্ত দুই বন্দি

এবারের মাধ্যমিকের সফল প্রার্থীদের মধ্যে রয়েছে দুই আসামী ৷

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: নতুন মডেলে শনিবার প্রকাশিত হল মাধ্যমিক ফল।  পরীক্ষা শেষের ৮৫ দিনের মাথায় ফল প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ। এবার ব্যাপক হারে বেড়েছে সাফল্যের হার। ২০১৬ সালের ৮২.৭৬ শতাংশকে ছাপিয়ে এবার পাসের হার ৮৫.৬৫ শতাংশ। প্রথম দশে রয়েছেন ৬৮ জন। নতুন পাঠ্যক্রমে পরীক্ষা দিয়েছিল ১০ লক্ষ ৬১ হাজার ১২৩ জন। মেধার টক্করে এবার সেরা বাঁকুড়া। সাফল্যের হার সবচেয়ে বেশি পূর্ব মেদিনীপুরে। সাতশোর মধ্যে ৬৯০ পেয়ে প্রথম হয়েছেন বাঁকুড়ার বিবেকানন্দ শিক্ষা নিকেতনের ছাত্রী অন্বেষা পাইন।

    এবারের মাধ্যমিকের সফল প্রার্থীদের মধ্যে রয়েছে দুই আসামী ৷ সংশোধনাগারে বন্দি থেকেও মাধ্যমিকে সফল হয়েছেন এই দুই আসামী ৷ একজন খুনের আসামী তো অপরজন ধর্ষণের দায়ে জেল খাটছে ৷ ৪০ বছরের মণিরুল ও ২৫ বছরের তপন সর্দার ৷ জেলের থাকা সত্ত্বেও নিজের জীবনে পরিবর্তন আনার চেষ্টা করেছেন মণিরুল ও তপন ৷ জেলে থাকলেও তাঁদের পড়াশোনা চালিয়ে যাওয়ার ইচ্ছেকেই সমর্থন করেছেন সংশোধনাগার কর্তৃপক্ষ। গত বছরও জেল থেকে তিনজন বন্দি মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল ৷ তিনজনেই পাশ করেছিল ৷
    First published:

    Tags: Bengali News, Exam Results, Kolkata, Madhyamik Exam, Madhyamik Examination, Madhyamik Result 2017, Prisoners, Prisoners From Correctional Home Passed In Madhyamik