সংশোধনাগারে থেকেও মাধ্যমিকে সফল সাজাপ্রাপ্ত দুই বন্দি
Last Updated:
এবারের মাধ্যমিকের সফল প্রার্থীদের মধ্যে রয়েছে দুই আসামী ৷
#কলকাতা: নতুন মডেলে শনিবার প্রকাশিত হল মাধ্যমিক ফল। পরীক্ষা শেষের ৮৫ দিনের মাথায় ফল প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ। এবার ব্যাপক হারে বেড়েছে সাফল্যের হার। ২০১৬ সালের ৮২.৭৬ শতাংশকে ছাপিয়ে এবার পাসের হার ৮৫.৬৫ শতাংশ। প্রথম দশে রয়েছেন ৬৮ জন। নতুন পাঠ্যক্রমে পরীক্ষা দিয়েছিল ১০ লক্ষ ৬১ হাজার ১২৩ জন। মেধার টক্করে এবার সেরা বাঁকুড়া। সাফল্যের হার সবচেয়ে বেশি পূর্ব মেদিনীপুরে। সাতশোর মধ্যে ৬৯০ পেয়ে প্রথম হয়েছেন বাঁকুড়ার বিবেকানন্দ শিক্ষা নিকেতনের ছাত্রী অন্বেষা পাইন।
এবারের মাধ্যমিকের সফল প্রার্থীদের মধ্যে রয়েছে দুই আসামী ৷ সংশোধনাগারে বন্দি থেকেও মাধ্যমিকে সফল হয়েছেন এই দুই আসামী ৷ একজন খুনের আসামী তো অপরজন ধর্ষণের দায়ে জেল খাটছে ৷ ৪০ বছরের মণিরুল ও ২৫ বছরের তপন সর্দার ৷ জেলের থাকা সত্ত্বেও নিজের জীবনে পরিবর্তন আনার চেষ্টা করেছেন মণিরুল ও তপন ৷ জেলে থাকলেও তাঁদের পড়াশোনা চালিয়ে যাওয়ার ইচ্ছেকেই সমর্থন করেছেন সংশোধনাগার কর্তৃপক্ষ। গত বছরও জেল থেকে তিনজন বন্দি মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল ৷ তিনজনেই পাশ করেছিল ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 27, 2017 4:05 PM IST