#কলকাতা: সল্টলেকে পার্শ্ব শিক্ষকদের অনশন। দু’জন পার্শ্ব শিক্ষক অসুস্থ হয়ে পড়েন। বিধাননগর হাসপাতালে চিকিৎসাধীন। একজনের অবস্থার অবনতি হওয়ায় তাঁকে এন আর এস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
সোমবার রাতে অনশনকারী ইদ্রিস আলী( নদীয়ার বাসিন্দা) অসুস্থ হয়ে পড়েন। তাকে বিধাননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর চিকিৎসা চলছে।
অনশনকারী আব্দুল ওয়াহব(মুর্শিদাবাদের বাসিন্দা) এদিন সকালে অসুস্থ হয়ে পড়েন। তাঁকে বিধাননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে এন আর এস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বেতনবৃদ্ধি-সহ একাধিক দাবিতে অনশন শুরু করা হয়। বিকাশ ভবনের সামনে অনশন কর্মসূচি চলছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।