• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • বেতনবৃদ্ধি-সহ একাধিক দাবি, সল্টলেকে অনশনে অসুস্থ পার্শ্বশিক্ষকরা

বেতনবৃদ্ধি-সহ একাধিক দাবি, সল্টলেকে অনশনে অসুস্থ পার্শ্বশিক্ষকরা

সোমবার রাতে অনশনকারী ইদ্রিস আলী( নদীয়ার বাসিন্দা) অসুস্থ হয়ে পড়েন। তাকে বিধাননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর চিকিৎসা চলছে।

সোমবার রাতে অনশনকারী ইদ্রিস আলী( নদীয়ার বাসিন্দা) অসুস্থ হয়ে পড়েন। তাকে বিধাননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর চিকিৎসা চলছে।

সোমবার রাতে অনশনকারী ইদ্রিস আলী( নদীয়ার বাসিন্দা) অসুস্থ হয়ে পড়েন। তাকে বিধাননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর চিকিৎসা চলছে।

 • Share this:

  #কলকাতা: সল্টলেকে পার্শ্ব শিক্ষকদের অনশন। দু’জন পার্শ্ব শিক্ষক অসুস্থ হয়ে পড়েন। বিধাননগর হাসপাতালে চিকিৎসাধীন। একজনের অবস্থার অবনতি হওয়ায় তাঁকে এন আর এস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

  সোমবার রাতে অনশনকারী ইদ্রিস আলী( নদীয়ার বাসিন্দা) অসুস্থ হয়ে পড়েন। তাকে বিধাননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর চিকিৎসা চলছে।

  অনশনকারী আব্দুল ওয়াহব(মুর্শিদাবাদের বাসিন্দা) এদিন সকালে অসুস্থ হয়ে পড়েন। তাঁকে বিধাননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে এন আর এস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

  বেতনবৃদ্ধি-সহ একাধিক দাবিতে অনশন শুরু করা হয়। বিকাশ ভবনের সামনে অনশন কর্মসূচি চলছে ৷

  First published: