Bidhannagar Rail Station: এক মৃত্যু দেখতে গিয়ে আর এক মৃত্যু! কয়েক মুহূর্তের ব্যবধানে বিধাননগর স্টেশনে জোড়া দুর্ঘটনা

Last Updated:

এ দিন বেলা দুটো নাগাদ একটি ডাউন লোকাল ট্রেন দমদম থেকে বিধাননগর স্টেশনের দিকে আসছিল৷ বিধাননগর স্টেশনে ঢোকার মুখে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খেয়ে প্রথমে পড়ে যান এক যাত্রী৷

News18
News18
বিধাননগর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা৷ ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হল দু জন যাত্রীর৷ এ দিন বেলা দুটো নাগাদ দমদম এবং বিধাননগর স্টেশনের মাঝামাঝি এই ঘটনা ঘটেছে৷
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ দিন বেলা দুটো নাগাদ একটি ডাউন লোকাল ট্রেন দমদম থেকে বিধাননগর স্টেশনের দিকে আসছিল৷ বিধাননগর স্টেশনে ঢোকার মুখে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খেয়ে প্রথমে পড়ে যান এক যাত্রী৷ ওই যাত্রীর দেহ পড়ে দুই এবং তিন নম্বর লাইনের মাঝে৷
এই দুর্ঘটনার পর পরই ডাউন চার নম্বর লাইন ধরে আরও একটি ট্রেন দমদম থেকে বিধাননগরের দিকে ঢুকছিল৷ সেই ট্রেনের দরজা থেকে শরীর বের করে প্রথম দুর্ঘটনায় কী ঘটেছে তা দেখতে যান এক যাত্রী৷ তখন তিনিও বিধাননগর স্টেশনে ঢোকার মুখে থাকা রেলব্রিজের পিলারে ধাক্কা খেয়ে নীচে খালের জলে গিয়ে পড়েন৷ এর ফলে ওই যাত্রীরও মৃত্যু হয়৷ চার নম্বর লাইনের নীচে খালের জলে ভাসতে থাকে ওই যাত্রীর দেহ৷
advertisement
advertisement
পর পর জোড়া দুর্ঘটনায় রীতিমতো শিউরে ওঠেন অন্যান্য রেলযাত্রী এবং স্থানীয় বাসিন্দারা৷ ঘটনাস্থলে পৌঁছে দেহ দুটি উদ্ধারের কাজ শুরু করে ময়নাতদন্তে পাঠিয়েছে রেল পুলিশ৷ মৃত দু জনের পরিচয় পাওয়া না গেলেও দু জনেই মধ্যবয়স্ক পুরুষ যাত্রী বলে জানা গিয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bidhannagar Rail Station: এক মৃত্যু দেখতে গিয়ে আর এক মৃত্যু! কয়েক মুহূর্তের ব্যবধানে বিধাননগর স্টেশনে জোড়া দুর্ঘটনা
Next Article
advertisement
মানুষের আয়ু হতে চলেছে ১৫০ বছর! বিশ্বজুড়ে চর্চায় চিনের ‘লংজিভিটি পিল’! জেনে নিন এর ক্ষমতা  
মানুষের আয়ু হতে চলেছে ১৫০ বছর! বিশ্বজুড়ে চর্চায় চিনের ‘লংজিভিটি পিল’! জেনে নিন এর ক্ষমতা  
  • Lonvi Biosciences দাবি করেছে তাদের Longevity Pill দিয়ে মানুষ ১৫০ বছর পর্যন্ত বাঁচতে পারে.

  • Longevity Pill-এর প্রধান উপাদান Procyanidin C1 ইঁদুরের আয়ু ৯.৪ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে.

  • বিশেষজ্ঞদের মতে, মানুষের জন্য Longevity Pill-এর কার্যকারিতা নিয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি.

VIEW MORE
advertisement
advertisement