হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ... এ কী কাণ্ড! এন্টালি এলাকায় তুলকালাম
- Published by:Rachana Majumder
- news18 bangla
- Reported by:Rounak Dutta Chowdhury
Last Updated:
বহু বাড়ির সামনেই লেখা থাকে বিপজ্জনক বাড়ি। তাও সব জেনে শুনে বৃষ্টির সময় তার নীচেই আশ্রয় নেন অনেকে। এর পরিণতি হতে পারে ভয়ঙ্কর।
কলকাতা: অনরাইট ফার্স্ট লেনে পুরোনো বাড়ির একাংশ ভেঙে পড়ে আহত দুজন। ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়াল এন্টলি থানা এলাকায়।
এন্টালি থানার অন্তর্গত অনরাইট ফার্স্ট লেনের ১ নম্বর বাড়ির একটি অংশ আচমকা ভেঙে পড়ে। তার জেরেই আহত হন দুজন। তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়িটি দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় ছিল। হঠাৎ করেই একাংশ ভেঙে পড়ায় রাস্তায় চলাচলকারী পথচারীরাও আতঙ্কিত হয়ে পড়েন। পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, টানা বৃষ্টির কারণে বাড়ির কাঠামো আরও দুর্বল হয়ে পড়েছিল, যার ফলে এই বিপত্তি।
advertisement

advertisement
বহু বাড়ির সামনেই লেখা থাকে বিপজ্জনক বাড়ি। তাও সব জেনে শুনে বৃষ্টির সময় তার নীচেই আশ্রয় নেন অনেকে। এর পরিণতি হতে পারে ভয়ঙ্কর। প্রায়শই শোনা যায় লাগাতার বৃষ্টির জেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে প্রাচীন দোতলা বাড়ির একাংশ। আহত এমনকি মৃত্যুর ঘটনাও ঘটে। ও বিপর্যয় মোকাবিলা দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। টানা বৃষ্টির কারণে ঘটনাটি ঘটেছে বলেই মনে করা হচ্ছে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 07, 2025 2:38 PM IST