Home /News /kolkata /
ছয় বন্ধু এক সঙ্গে যায় কদমতলা ঘাটে! সেখানেই দুই বন্ধুর সঙ্গে ঘটল ভয়ঙ্কর ঘটনা!

ছয় বন্ধু এক সঙ্গে যায় কদমতলা ঘাটে! সেখানেই দুই বন্ধুর সঙ্গে ঘটল ভয়ঙ্কর ঘটনা!

বাজা কদমতলা ঘাটে ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা! ছয় বন্ধুই এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। জলেই রহস্য!

  • Share this:

#কলকাতা: গরমে মানুষের জীবনে ত্রাহি ত্রাহি রব। তার মধ্যেই চলছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তবে পরীক্ষা শেষ হতেই গরমের ছুটি নিয়ে বিশেষ ঘোষণাও করা হয়েছে সরকারের পক্ষ থেকে। আর ঠিক এর মাঝেই দুই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থির চরম খবরে শোকের ছায়া নেমেছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর ছয় জন বন্ধু মিলে বাজা কদমতলা ঘাটে স্নান করতে আসে। তখন দুপুর ২টো। গরমে হাসফাস জীবন। একটু স্বস্তির জন্য জলে নেমে পড়ে ছয় বন্ধু। আর ঠিক তারপরেই ঘটে যায় চরম অঘটন। স্নান করতে গিয়ে এক বন্ধুর পা কেটে যায়। সে পা কেটে যাওয়ার কথা বাকি বন্ধুদের বলতেই, সকলে জল থেকে উঠে পড়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু সব ওলোট পালোট হয়ে গেল তার মধ্যেই।

স্নান সেরে জল থেকে উঠতে গিয়েই চোখে পড়ে তাঁদের এক বন্ধু জলে তলিয়ে যাচ্ছে। তা দেখেই ওই ছয় জনের মধ্যে থাকা একটি ছেলে হাত বাড়িয়ে দেয় ডুবে যাওয়া বন্ধুর দিকে। তলিয়ে যাওয়া বন্ধু ওই বাড়িয়ে দেওয়া হাত ধরে টান দেয়। উপরে উঠে আসার চেষ্টা করে। কিন্তু হয় একেবারে অন্য কিছু। হাত টানার ফলে দু'জনেই এক সঙ্গে তলিয়ে যায়। এর পরেই শোরগোল শুরু হয়।

আরও পড়ুন: হঠাৎ রাস্তায় ভিড়ে চিঁড়ে চ্যাপ্টা হলেন জনপ্রিয় বলি নায়িকা! দেখুন কী অবস্থা হল তাঁর! ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

ঘটনাস্থলে পৌঁছয় নর্থ পোর্ট থানার পুলিশ। দীর্ঘক্ষণ ধরে খোঁজ করেও তলিয়ে যাওয়া দুই যুবককে উদ্ধার করতে পারেননি। বাকি চার বন্ধুকে পুলিশ লালবাজার থানায় নিয়ে গিয়েছে। সেখানে তাঁদের ঘটনার বিষয়ে প্রশ্ন করা হচ্ছে। যদিও ওই চার বন্ধু এই ঘটনায় একেবারে ভেঙে পড়েছে। চোখের সামনে প্রিয় দুই বন্ধুকে তলিয়ে যেতে দেখে স্বাভাবিক ভাবেই ট্রমায় তারা। পুলিশ এখনও তল্লাশি চালাচ্ছে লঞ্চে।

Shanku Santra 

Published by:Piya Banerjee
First published:

Tags: Baja kadam tala ghat, Kolkata

পরবর্তী খবর