অশৌচ সত্ত্বেও ক্রিকেট ! বাবার স্বপ্ন পূরণে শ্রাদ্ধের আগেই ব্যাট হাতে তূর্য

Last Updated:

বাবার উপস্থিতি ছাড়া আজ, বুধবার প্রথমবার বিজয় স্পোর্টসের বিরুদ্ধে নামলেন তূর্য।

#কলকাতা:  বাবার স্বপ্ন ছিল ছেলে বড় ক্রিকেটার হবে। সোদপুর থেকে ময়দান। দীর্ঘ ১০ বছর ছেলেকে সঙ্গে করে মাঠে আসতেন তুলসী সাহা। কিন্তু অঘটনটা ঘটে যায় এক সপ্তাহ আগে। ছেলেকে ৮০ রানে আউট হতে দেখে টাউন মাঠেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তুলসীবাবু। বাবার স্বপ্ন পূরণ করতে তাই কাছা ছেড়ে মাঠে নেমে পড়লেন তূর্য সাহা।
ক্রিকেটার তূর্য সাহার বাবা তুলসী সাহা ক্রিকেটার তূর্য সাহার বাবা তুলসী সাহা
বাবার উপস্থিতি ছাড়া আজ, বুধবার প্রথমবার বিজয় স্পোর্টসের বিরুদ্ধে নামলেন তূর্য। গুরুত্বপূর্ণ ৩৭ রানের ইনিংসও এল তূর্যর ব্যাট থেকে। জানুয়ারির ২ ও ৩ তারিখ বাবার শ্রাদ্ধের কাজ। তাই ইচ্ছে থাকলেও লিগের পরবর্তী ম্যাচে নামা হবে না তূর্যর। তবে বাবার শ্রাদ্ধানুষ্ঠান সেরে ফের ২২ গজ দাপাতে চান সুবার্বণের এই ক্রিকেটার। ছেলের সেঞ্চুরি দেখতে পারেননি বাবা ৷ সেদিন তূর্যর ইনিংস ৮০-তেই থেমে যাওয়ার পর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তুলসীবাবুর ৷  কিন্তু বাবার স্বপ্নপূরণে এখন আরও জোরকদমে নেমে পড়লেন তূর্য ৷
advertisement
advertisement
রিপোর্টার:  ঈরণ রায় বর্মন
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
অশৌচ সত্ত্বেও ক্রিকেট ! বাবার স্বপ্ন পূরণে শ্রাদ্ধের আগেই ব্যাট হাতে তূর্য
Next Article
advertisement
হাসপাতালে আসছে বড় বদল! আইডি ইউনিফর্ম ছাড়া ঢোকা যাবে না, আর কী কী? কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
হাসপাতালে আসছে বড় বদল! আইডি ইউনিফর্ম ছাড়া ঢোকা যাবে না, আর কী কী? জেনে নিন
  • নবান্নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে জরুরি বৈঠকে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে.

  • সরকারি ও বেসরকারি হাসপাতালের নিরাপত্তা পরিকাঠামো পর্যালোচনা ও সংশোধনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী.

  • হাসপাতালের নিরাপত্তারক্ষীদের ইউনিফর্ম ও আইডি কার্ড পরা বাধ্যতামূলক এবং সিসিটিভি নজরদারি নিশ্চিত করতে হবে.

VIEW MORE
advertisement
advertisement