হাতে পোস্টার, গলায় ব্যাজ! বাংলার অস্তিত্ব রক্ষায় সংসদ চত্বরে বিক্ষোভ তৃণমূলের! এলেন অভিষেকও

Last Updated:

Abhishek Banerjee: শুক্রবার তৃণমূল সাংসদরা বাংলা ভাষা ও বাঙালি অস্তিত্ব রক্ষার দাবিতে সংসদ চত্বরে বিক্ষোভ করেন। বিজেপির অমিত মালব্যের বিতর্কিত মন্তব্যে রাজ্য বিজেপি চাপে। কেন্দ্রীয় বিজেপি তিন দফা কর্মসূচি দিয়েছে।

News18
News18
শুক্রবার ফের সংসদ চত্বরে বিক্ষোভে তৃণমূল সাংসদরা, ‘বাংলা’ ভাষা ও বাঙালি অস্তিত্ব রক্ষার দাবিতে। হাতে বাংলা পোস্টার, গলায় বিশেষ ব্যাজ—এ ভাবেই বিক্ষোভে সামিল হন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের অন্যান্য সাংসদরা। ইন্ডিয়া জোটের তরফেও এসআইআর (Special Investigation Request) ইস্যুতে সরব প্রতিবাদ।
বাংলা বাঙালি ইস্যুতে সংসদ চত্বরে বিক্ষোভ প্রদর্শন তৃণমূল কংগ্রেস সাংসদদের। SIR নিয়ে ইন্ডিয়া জোটের বিক্ষোভ। সেই বিক্ষোভে সামিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। শুক্রবার বিশেষ ব্যাজ নিয়ে সংসদে তৃণমূল কংগ্রেস সাংসদরা।
advertisement
advertisement
বাংলা ভাষা ইস্যুতে উত্তাল রাজনীতি, চাপে বঙ্গ বিজেপি
অন্যদিকে, প্রবল চাপে পশ্চিমবঙ্গ বিজেপি। বাংলা ভাষা নিয়ে বিতর্কিত মন্তব্য করেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য, যিনি আবার রাজ্যের কেন্দ্রীয় পর্যবেক্ষকও। তাঁর মন্তব্য— “বাংলা নামে কোনও ভাষা নেই”—বঙ্গে রীতিমতো আগুন ধরিয়েছে। বিজেপির অন্দরেই গুঞ্জন, এর ফলে দল ‘বাংলা-বিরোধী’ তকমায় আরও জর্জরিত।
advertisement
উপরন্তু, বিজেপির বিরুদ্ধে ‘বাঙালি-বিরোধী’ চিত্র তুলে ধরতে উঠে পড়ে লেগেছে তৃণমূল ও সিপিএম। বাঙালিদের অপমান করে ভিন রাজ্যের বিজেপি নেতারাই বঙ্গ বিজেপিকে অস্বস্তিতে ফেলেছেন বলে মনে করছে রাজ্য বিজেপির একাংশ।
এই পরিস্থিতি সামাল দিতে তিন দফা কর্মসূচি দিয়েছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব:
advertisement
  1. আগস্টের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই ‘তিরঙ্গা যাত্রা’ জেলা স্তরে।
  2. ১৪ অগাস্ট: ‘বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস’ পালন।
  3. রাজ্যজুড়ে যুবদের টানতে ফুটবল টুর্নামেন্ট আয়োজন।
দলের বহু নেতা চাইছেন, রাজ্য নেতৃত্ব যেন কেন্দ্রীয় নেতাদের কাছে বাংলা ভাষা ও বাঙালি গর্বের বিষয়ে স্পষ্ট বার্তা দেয়। কারণ ২০২৬ সালের বিধানসভা নির্বাচন যতই এগোচ্ছে, ততই ‘বাংলা’ অস্ত্র হয়ে উঠছে বিজেপির বিরুদ্ধে এক ভয়ঙ্কর রাজনৈতিক কামান
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
হাতে পোস্টার, গলায় ব্যাজ! বাংলার অস্তিত্ব রক্ষায় সংসদ চত্বরে বিক্ষোভ তৃণমূলের! এলেন অভিষেকও
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement