Trinamool Bhavan: ক্যানাল সাউথ রোডে গৃহপ্রবেশ হল তৃণমূলের নয়া দফতরের

Last Updated:

পুরোহিত শোভনদেব চট্টোপাধ্যায়। হাজির পার্থ--অভিষেক-সহ একাধিক নেতা-কর্মী। 

ক্যানাল সাউথ রোডে গৃহপ্রবেশ হল তৃণমূলের নয়া দফতরের
ক্যানাল সাউথ রোডে গৃহপ্রবেশ হল তৃণমূলের নয়া দফতরের
আবীর ঘোষাল, কলকাতা: আজ থেকে আগামী কয়েক বছরের জন্য বদলে গেল তৃণমূল ভবনের ঠিকানা। ৩৬জি তপসিয়া রোড থেকে ভবন সরে এল এ/পি-১/এ ক্যানাল সাউথ রোডে। আর এটাই হল তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে নয়া ভবনের ঠিকানা। ইএম বাইপাস ধরে সায়েন্স সিটির দিক থেকে চিংড়িঘাটা যাওয়ার সময় বাঁ--দিকে পড়বে মেট্রোপলিটন। আর এই মেট্রোপলিটন দুর্গা বাড়ি ছাড়িয়ে অল্প এগোলেই নয়া তৃণমূল ভবন।
সবুজ রঙের চার তলা এই বাড়িতেই এদিন গৃহপ্রবেশ হল। পুজো সারলেন বর্ষীয়ান রাজনীতিবিদ তথা রাজ্যের কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।  আর এই নয়া ভবনে আজ, মঙ্গলবার হাজির ছিলেন তৃণমূলের প্রায় সমস্ত সারির নেতা-কর্মীরা। নয়া ভবনে নজির কাড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা ১৩'টি ছবি। নীচের তলায় রাজ্য সভাপতির ঘর ছেড়ে এগোলেই লিফট ও সিঁড়ি ৷ আর সেই সিঁড়ির প্রতিটি ধাপে ধাপেই রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা ছবি ৷ সূত্রের খবর, ২০০৪ সালে একটি প্রদর্শনীর জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় এই ছবিগুলি এঁকেছিলেন।
advertisement
advertisement
সেখান থেকেই বেশ কিছু ছবি সংগ্রহ করে প্রদর্শনীর জন্যে রাখা হয়েছে ৷ কালীঘাটের কালীপ্রতিমার একটি ছবি রাখা হয়েছে একতলায় রাজ্য সভাপতির ঘরে৷ এই নয়া অস্থায়ী ভবনের একতলার ডানদিকে রিসেপশন৷ বাঁ দিকে রাজ্য সভাপতির ঘর৷ এর পর প্রতিটি তলায় আছে একাধিক ঘর, কনফারেন্স রুম, মিটিং রুম। তবে কোন তলায়, কোন ঘরে কে কে বসবেন তা ঠিক করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
এদিন বেলা দু’টো নাগাদ নয়া ভবনে আসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাজির ছিলেন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সী, অরুপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য -সহ একাধিক নেতা-কর্মী। এদিন পুরোহিত ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। অফিসের নীচের তলায় রাজ্য সভাপতির অফিসে এদিন পুজো পাঠ করা হয়। সিনিয়র-জুনিয়র নেতারা সবাই একসাথে বসে এদিন পুজোর অনুষ্ঠানে যোগ দেন। এই নয়া ভবনেই আগামী ৫ তারিখ রাজ্য কমিটির বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Trinamool Bhavan: ক্যানাল সাউথ রোডে গৃহপ্রবেশ হল তৃণমূলের নয়া দফতরের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement