কলেজে তোলাবাজির অভিযোগে সরানো হল টিএমসিপি সভানেত্রী জয়া দত্ত-কে

Last Updated:

সরানো হল টিএসসিপির রাজ্য সভানেত্রী জয়া দত্তকে ৷ বেশ কয়েকদিন ধরেই কলেজ পড়ুয়াদের হেনস্থায় সরগরম রাজ্য রাজনীতি ৷

#কলকাতা: সরানো হল টিএসসিপির রাজ্য সভানেত্রী জয়া দত্তকে ৷ বেশ কয়েকদিন ধরেই কলেজ পড়ুয়াদের হেনস্থায় সরগরম রাজ্য রাজনীতি ৷ কলেজে ভর্তি হতে গিয়ে জুলুমবাজির শিকার হতে হয়েছে নিরীহ পড়ুয়াদের ৷ সম্মুখীন হতে হয়েছে চাঁদা বা অনুদানের নামে তোলাবাজির ৷
ইদানিং মণীন্দ্রচন্দ্র কলেজ, জয়পুরিয়া কলেজ সহ রাজ্যের অকাধিক কলেজ থেকে একাধিক বার তোলাবাজি ও ছাত্র ভোগান্তির খবর প্রকাশ্যে এসেছে ৷ এই নিয়ে বারংবার মুখ্যমন্ত্রী সতর্ক করেছিলেন, শিক্ষামন্ত্রীর আসরে নেমে চরম হুঁশিয়ারি দিয়েছিলেন ৷ বারবাং মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন কোনও ভাবেই যেন পড়ুয়াদের ভবিষ্যত নষ্ট না হয় ৷ কোনও কিছুতেই কিছু হয়নি অগত্যা টিএসসিপির রাজ্য সভানেত্রী জয়া দত্তকে সরানোর সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ৷
advertisement
শিক্ষা দফতর তথা রাজ্য সরকারের ভাবমূর্তি স্বচ্ছ রাখতে একাধিক পদক্ষেপ নিয়েছিল যার অন্যতম ৷ উচ্চ শিক্ষা দফতর ভর্তির আগে পড়ুয়া ও অভিভাবকদের হয়রানি ঠেকাতে কাউন্সেলিং প্রথাই তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা দফতর। পড়ুয়ার উপস্থিতি ছাড়াই হবে ভর্তি প্রক্রিয়া ৷ ভর্তির জন্য কাউন্সেলিং হবে না ৷
advertisement
ভর্তির পরেই হবে ভেরিফিকেশন ৷ মেধার ভিত্তিতেই কলেজে কলেজে চলবে পড়ুয়াদের অ্যাডমিশন ৷ অনলাইনেই ভর্তির টাকা জমা নেওয়া হবে এবং কলেজের ওয়েবসাইটেই প্রকাশিত হবে মেধাতালিকা ৷ মেধা তালিকায় নাম উঠলে পড়ুয়াকে জানাবে কলেজ ৷’ তাতেও কিছু হয়নি, তাই শেষ পর্যন্ত সরানো হল জয়া দত্তকে ৷
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
কলেজে তোলাবাজির অভিযোগে সরানো হল টিএমসিপি সভানেত্রী জয়া দত্ত-কে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement