TMC: বিধানসভার বুথ ধরে ধরে এবার কর্মসূচি স্থির করে এগোবে শাসক দল, শীঘ্রই শুরু হতে পারে বুথ ভিত্তিক কর্মী সম্মেলন

Last Updated:

উত্তর থেকে দক্ষিণ, বুথে নজর দিতে তৎপর শাসক দল। ২০২১ সালের বিধানসভা ভোটের আগে বুথ ভিত্তিক কর্মী সম্মেলন শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথেই পুনরায় এগোতে পারে তৃণমূল কংগ্রেস।

বিধানসভার বুথ ধরে ধরে কর্মসূচি স্থির করে এগোবে তৃণমূল কংগ্রেস
বিধানসভার বুথ ধরে ধরে কর্মসূচি স্থির করে এগোবে তৃণমূল কংগ্রেস
আবীর ঘোষাল, কলকাতা: বুথ যার, জয় তার। বুথ শক্তিশালী করতে প্রয়োজন সংগঠন শক্তিশালী করা। তাই রাজ্যের ৮০৪৯৯ বুথেই নজর তৃণমূলের। তৃণমূল কংগ্রেস সূত্রের খবর, এর মধ্যে প্রায় ১৫-২০ হাজার বুথে বিশেষ নজর দিতে জেলার নেতাদের সতর্ক করল শীর্ষ নেতৃত্ব। উত্তর থেকে দক্ষিণ, বুথে নজর দিতে তৎপর শাসক দল। ২০২১ সালের বিধানসভা ভোটের আগে বুথ ভিত্তিক কর্মী সম্মেলন শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথেই পুনরায় এগোতে পারে তৃণমূল কংগ্রেস।
বিধানসভা ভিত্তিক বুথ হারের হিসেব
advertisement
আলিপুরদুয়ার-১৮২
বাঁকুড়া ১৯২
সোনামুখী ১৭৯
সিউড়ি ১২৯
রামপুরহাট ১৩৪
বালুরঘাট ১৮১
গঙ্গারামপুর ১৪১
আরামবাগ ১৪৯
advertisement
গোঘাট ১৪৩
খানাকুল ২০৪
ডাবগ্রাম-ফুলবাড়ি ২৭৭
খড়গপুর ২০৭
চন্দ্রকোণা ১৩০
মেদিনীপুর ১৩০
পূর্বস্থলী উত্তর ১৪৭
কাটোয়া ১২৪
তমলুক ১৮৭
ভগবানপুর ১২২
কাঁথি উত্তর ১৪৪
চন্ডীপুর ১২১
advertisement
এগরা ১৫৭
পুরুলিয়া ১৬২
পারা ১৩৮
গোয়ালপোখর ১৩২
চাকুলিয়া ১৪৩
করণদিঘী ১৮৭
কালিয়াগঞ্জ ২১২
রায়গঞ্জ ১৬৮
বনগাঁ দক্ষিণ ১৫২
হাবরা ১৭০
বারাসাত ১৬৬
advertisement
২০২৪ সালের লোকসভা ভোটে হেরে যাওয়া আসনে বিশেষ করে জোর দিচ্ছে শাসক দল। বিশেষ করে মালদহ, আলিপুরদুয়ার, পুরুলিয়া, রানাঘাট, পূর্ব মেদিনীপুর আসনের অন্তর্ভুক্ত বিধানসভায় জোর।
আবার লোকসভা জিতলেও তার মধ্যে থাকা বেশ কিছু বিধানসভার ফল নিয়েও পর্যালোচনা শুরু হয়েছে। যার মধ্যে বীরভূম, আরামবাগের মতো আসনের অন্তর্ভুক্ত বিধানসভা আছে। আবার শহর কলকাতার জোড়াসাঁকো ও চৌরঙ্গী আসনের বুথেও বাড়তি নজর দেওয়া শুরু করছে তৃণমূল কংগ্রেস।রাজনৈতিক মহলের মতে বুথে বুথে ভোট ম্যানেজমেন্ট একটা গুরুত্বপূর্ণ কাজ। সেই কাজে মনোযোগী হলে জয় পাওয়া অনেক সহজ হয়। তাই বুথ রক্ষায় সতর্ক করা হল সমস্ত স্তরের নেতা ও জনপ্রতিনিধিদের। ভার্চুয়াল বৈঠকে ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বিধানসভা ধরে ধরে বুথ ভিত্তিক রিপোর্টের কথা উল্লেখ করেছেন। তার প্রেক্ষিতেই বুথ শক্ত করার প্রক্রিয়া শুরু হচ্ছে তৃণমূলে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC: বিধানসভার বুথ ধরে ধরে এবার কর্মসূচি স্থির করে এগোবে শাসক দল, শীঘ্রই শুরু হতে পারে বুথ ভিত্তিক কর্মী সম্মেলন
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement