TMC: দক্ষিণের মাটিতে ভোটে লড়াই করতে চলেছে তৃণমূল কংগ্রেস! প্রিয়াঙ্কার লোকসভা কেন্দ্রে প্রার্থী দিয়ে কী বার্তা দলের?
- Published by:Rachana Majumder
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
এমন রাজনৈতিক চাপানউতোরের মাঝে, প্রিয়াঙ্কার লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের প্রতীকে লড়াই গুরুত্বপূর্ণ।
কলকাতা: প্রিয়াঙ্কা গান্ধীর লোকসভা কেন্দ্রে বিধানসভা উপনির্বাচনে প্রার্থী দিয়ে কংগ্রেসকে কি বার্তা পাঠাল তৃণমূল কংগ্রেস? শরিকে সামিল থাকলেও কংগ্রেস বা বাম কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নয় তৃণমূল কংগ্রেস। রাজ্য হোক বা ভিন রাজ্য সংগঠনকে পাখির চোখ করে এগোতে চাইছে তৃণমূল।পাশাপাশি জাতীয় দলের মর্যাদা ফেরাতে দক্ষিণের রাজনীতিতেও প্রবেশ করেছে তৃণমূল।
এই রাজ্যে তৃণমূলকে বারবার বিঁধেছে বাম কংগ্রেস জোট। স্থানীয় থেকে বিধানসভা হয়ে লোকসভা সব ভোটেই তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেছে তারা। কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনেও তার ব্যতিক্রম হচ্ছে না। তৃণমূল বারবার বলে আসছে ত্রিমুখী লড়াই তাদের লড়তে হয়। পাশাপাশি বাম-কংগ্রেস জোটকে বিজেপির বি টিম বলেও আক্রমণ করা হয়েছে। অন্যদিকে কংগ্রেসের পাল্টা অভিযোগ গোয়া, মেঘালয়, ত্রিপুরার মতো রাজ্য তাদের সংগঠন অনেক শক্তিশালী তৃণমূলের চেয়ে। সেখানে প্রার্থী দিয়ে বিজেপিকে সুবিধা করে দিয়েছে তৃণমূল। এমন রাজনৈতিক চাপানউতোরের মাঝে, প্রিয়াঙ্কার লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের প্রতীকে লড়াই গুরুত্বপূর্ণ। পি ভি আনবরকে যোগ দেওয়ানোর পরেই জোর চর্চা শুরু হয়।এবার প্রাক্তন এলডিএফ জোটের নেতার হাত ধরেই খাতা খুলতে চাইছে তৃণমূল কংগ্রেস। তবে লক্ষ্যণীয় প্রিয়াঙ্কার কেন্দ্রে এই লড়তে যাওয়া।সম্প্রতি জানা যাচ্ছে, বাংলায় সফর করতে পারেন প্রিয়াঙ্কা গান্ধী।মালদা, মুর্শিদাবাদের মতো জেলায় হতে পারে সেই সফর।অতীতে রাহুলও ভারত জোড়ো যাত্রায় এই সব জেলাকে বাছাই করেছেন।
advertisement
advertisement
লোকসভায় মালদহে একটি আসনও পেয়েছে কংগ্রেস। এই অবস্থায় লড়াই যে হবে সংগঠনকে সামনে রেখে, তা বুঝিয়ে দিতে নীলাম্বুরে লড়তে চলেছে বাংলার শাসক দল। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ জানান, প্রতিটি নির্বাচনী কেন্দ্রের আলাদা আলাদা প্রেক্ষিত থাকে। সেই অনুযায়ী লড়াই করা হয়। সব জায়গার স্বতন্ত্রতা আছে। সেই হিসাবেই লড়াই করা হয়। শীর্ষ নেতৃত্ব সেই সব দেখেই নির্বাচনে লড়াই করছেন ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 04, 2025 9:37 AM IST