Tram Line in Kolkata: খানা-খন্দে ভরা ট্রাম লাইনে যেন 'মরণফাঁদ'! বাড়ছে ঝুঁকি-দুর্ঘটনা, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

Last Updated:

Tram Line in Kolkata: উত্তর থেকে দক্ষিণ বন্ধ ট্রাম রুটে একই ছবি। দিন দিন কলকাতা রাস্তায় যানজটের সমস্যা বেড়ে যাওয়া দু’কামরার ট্রাম চালানো নিয়ে আপত্তি জানায় কলকাতা পুলিশ। শহরের যানজট কমানোর জন্য তুলে দেওয়া হয় বেশ কিছু ট্রামের রুট।

খানা-খন্দে ভরা ট্রাম লাইনে যেন 'মরণফাঁদ'! বাড়ছে ঝুঁকি-দুর্ঘটনা
খানা-খন্দে ভরা ট্রাম লাইনে যেন 'মরণফাঁদ'! বাড়ছে ঝুঁকি-দুর্ঘটনা
কলকাতা: দিন দিন কলকাতা রাস্তায় যানজটের সমস্যা বেড়ে যাওয়া দু’কামরার ট্রাম চালানো নিয়ে আপত্তি জানায় কলকাতা পুলিশ। শহরের যানজট কমানোর জন্য তুলে দেওয়া হয় বেশ কিছু ট্রামের রুট। আবার কিছু ট্রামের রুট বন্ধ হয়েছে উড়ালপুল নির্মাণের স্বার্থে, আবার কোনও ট্রাম রুট উঠে গিয়েছে মেট্রো রেলের নির্মাণকার্যের জন্য। তবে বন্ধ হয়ে যাওয়া এমন কিছু রুট রয়েছে, যেখানে এখনও পরিষেবা শুরু করার মতো পরিকাঠামো রয়েছে। তাই পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে ট্রাম পরিষেবা চালু করার পক্ষপাতী ছিল পরিবহণ দফতরের একাংশ।
কলকাতা শহরে ট্রাম পরিষেবার বর্তমান অবস্থা নিয়ে কলকাতা হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিল ‘পিপল ইউনাইটেড ফর বেটার লিভিং ইন ক্যালকাটা’ নামে একটি সংগঠন। রাজ্য সরকার কি কলকাতা শহর থেকে ট্রাম তুলে দিতে চাইছে? ট্রাম নিয়ে সরকার কী নীতি নিয়েছে? এই সব প্রশ্নের উত্তর জানতে এ বার বিস্তারিত রিপোর্ট তলব করেছিল কলকাতা হাইকোর্ট। বর্তমানে মাত্র তিনটি রুটে চলছে ট্রাম পরিষেবা। বালিগঞ্জ–টালিগঞ্জ, ধর্মতলা-গড়িয়াহাট ও ধর্মতলা-শ্যামবাজার রুটের মধ্যেই চলাচল করে হাতেগোনা কয়েকটি ট্রাম।
advertisement
advertisement
আগামী দিনে আরও দুয়েকটি রুটে ট্রাম চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। যার মধ্যে অন্যতম হচ্ছে ধর্মতলা-খিদিরপুর রুট।এর আগে কলকাতা পুলিশের তরফে চিঠিতে জানানো হয়েছে, মূল রাস্তায় এবং ব্রিজের ওপর ট্রাম লাইন থাকার কারণে গাড়ির গতি কমছে, দুর্ঘটনা বাড়ছে এবং যানজট দেখা দিচ্ছে। চিঠিতে যে সমস্ত এলাকায় ট্রাম লাইন তুলে দেওয়ার কথা বলা হয়েছে, সেগুলি হল শিয়ালদহ ফ্লাইওভার, এপিসি রোড, এমজি রোড, বিবি গাঙ্গুলি স্ট্রিট,সিআইটি রোড, মানিকতলা মেন রোড প্রভৃতি জায়গায়।
advertisement
খন্দে ভরা ট্রামলাইন, চলছে ঝুঁকির যাতায়াত শিয়ালদহ উড়ালপুল ও সূর্যসেন স্ট্রিটে ট্রাম লাইনের বেহাল দশা। এর জন্য বেশ কয়েক বার ছোট-বড় দুর্ঘটনাও ঘটে গিয়েছে। এতে গাড়ি চলাচলেও অসুবিধা হচ্ছে। দীর্ঘ দিন ধরে এই বেহাল অবস্থার জন্য ক্ষোভ বাড়ছে নিত্য যাত্রীদের। অভিযোগ স্বীকারও করে নিয়েছেন কলকাতা ট্রাম কোম্পানির (সিটিসি) বেশ কয়েক জন কর্তা। ট্রাম লাইনের পাশের পিচ উঠে গিয়েছে। বেরিয়ে পড়েছে নীচে থাকা পাথর, ইট। লাইনের দু’পাশে কয়েক ফুটের গর্ত হয়ে গিয়েছে। জমে রয়েছে জলও। এই ধরনের রাস্তায় মোটরবাইক ও অটো চালানো খুবই বিপজ্জনক বলে জানালেন নিত্যযাত্রীরা।
advertisement
গর্তে চাকা পড়লে যে কোনও মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে।বিষয়টি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন বাইক ও স্কুটার চালকরা ৷ তাঁদের বক্তব্য, ট্রাম যদি চলত, তাহলেও না হয় ঠিক ছিল ৷ কিন্তু, যে সমস্ত রুটে ট্রাম চলছে না, সেখানে কেন এখনও ট্রাম লাইন রেখে দেওয়া হচ্ছে? রাস্তা ব্যবহারকারীদের দাবি, এই বিষয়ে দ্রুত পদক্ষেপ করা দরকার ৷ অব্যবহৃত ট্রাম লাইনগুলি তুলে দেওয়া হোক ৷ অথবা, সেগুলির উপর পিচের প্রলেপ দেওয়া হোক ৷ সেটা কর্পোরেশন করুক, কিংবা ট্রাম সংস্থা করুক ৷ তবে, কেউ তো করুক।।প্রসঙ্গত, এই মুহূর্তে শহর কলকাতার ৩০টি রুটে ট্রাম চলাচল সম্পূর্ণ বন্ধ ৷ এর মধ্যে কিছু জায়গায় ট্রাম লাইনের উপর পিচ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে ৷ কিছু রুটের উপর ট্রাম চলাচলের জন্য ব্যবহৃত বিদ্যুতের তারও খুলে দেওয়া হয়েছে ৷ বর্তমানে শহরের মাত্র দু’টি রুটে ট্রাম চলছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Tram Line in Kolkata: খানা-খন্দে ভরা ট্রাম লাইনে যেন 'মরণফাঁদ'! বাড়ছে ঝুঁকি-দুর্ঘটনা, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement