কলকাতা: ট্রেন পরিচালনার উন্নয়নের প্রতি লক্ষ রেখে ফেব্রুয়ারি, ২০২৩ থেকে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের কিছু স্টেশনে কিছু মেইল ও এক্সপ্রেস ট্রেনের সময়সূচি সংশোধন করা হয়েছে। এছাড়াও কিছু ট্রেনের যাত্রার সময় হ্রাস করতে গতি বৃদ্ধি করা হয়েছে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের অধিক্ষেত্রের অধীনে ৭টি ট্রেনের যাত্রার সময় ৫ মিনিট থেকে ৬০ মিনিট পর্যন্ত পরিসরে হ্রাস করা হয়েছে।
সেই অনুযায়ী, ০১.০২.২০২৩ তারিখ থেকে ১৫৯৫৯নং (হাওড়া-ডিব্রুগড়) কামরূপ এক্সপ্রেস ট্রেনের সময়সূচি লামডিং, ডিফু, ডিমাপুর, সরুপথার, বরপথার, ফরকাটিং জং, মরিয়নি জং, আমগুড়ি, সিমলুগুড়ি জং, ভজো, নামরূপ, নাহরকটিয়া, দুলিয়াজান, নিউ তিনসুকিয়া ও ডিব্রুগড় স্টেশনে সংশোধন করা হয়েছে। যাত্রার সময় ১৫ মিনিট বাঁচানোর জন্য এই ট্রেনটি নিজের গন্তব্যস্থল ডিব্রুগড়ে পৌঁছবে ০৪.০০ ঘণ্টায়।
আরও পড়ুন: আজ থেকে শুরু বইমেলা, কোথায় আসর, কতদিন চলবে, রইল সব খুঁটিনাটি
০১.০২.২০২৩ তারিখ থেকে ১৫৯১০ (লালগড়-ডিব্রুগড়) অবধ অসম এক্সপ্রেস ট্রেনের সময়সূচি ফরকাটিং জং, মরিয়নি জং, সিমলুগুড়ি জং, ভজো, নিউ তিনসুকিয়া ও ডিব্রুগড় স্টেশনে সংশোধন করা হয়েছে। যাত্রার সময় ৩০ মিনিট বাঁচাতে এই ট্রেনটি নিজের গন্তব্যস্থল ডিব্রুগড় স্টেশনে ১৪.০৫ ঘণ্টায় পৌঁছবে।
০১.০২.২০২৩ তারিখ থেকে ১৩১৪১নং (শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার) তিস্তা তোর্সা এক্সপ্রেস ট্রেনের সময়সূচি আলুয়াবাড়ি রোড, নিউ জলপাইগুড়ি, জলপাইগুড়ি রোড, নিউ ময়নাগুড়ি, ধুপগুড়ি, ফালাকাটা, ঘোকসাডাঙ্গা, নিউ কোচবিহার ও নিউ আলিপুরদুয়ার স্টেশনে সংশোধন করা হয়েছে। ০১ ঘণ্টায় সময় বাঁচাতে এই ট্রেনটি নিজের গন্তব্যস্থল নিউ আলিপুরদুয়ার স্টেশনে ০৫.৩৫ ঘণ্টায় পৌঁছবে।
০৩.০২.২০২৩ তারিখ থেকে ১৫৯৩৪নং (অমৃতসর-নিউ তিনসুকিয়া এক্সপ্রেস) ট্রেনের সময়সূচি লামডিং, ডিফু, ডিমাপুর, ফরকাটিং জং, মরিয়নি জং, সিমলুগুড়ি জং ও নিউ তিনসুকিয়া স্টেশনে সংশোধন করা হয়েছে। ৩৫ মিনিট বাঁচাতে এই ট্রেনটি নিজের গন্তব্যস্থল নিউ তিনসুকিয়া স্টেশনে ০৩.০০ ঘণ্টায় পৌঁছবে।
আরও পড়ুন - ভারতের বিশ্বজয়ী দলে হাওড়ার মেয়ে ঋষিতা বসু, বেড়ে উঠেছেন লক্ষীর রতনের অ্যাকাডেমিতে
০১.০২.২০২৩ তারিখ থেকে ১৫৯০২নং (তিনসুকিয়া-লামডিং এক্সপ্রেস) ট্রেনের সময় সূচি লামডিং স্টেশনে সংশোধন করা হয়েছে। ০৫ মিনিট সময় বাঁচানোর জন্য এই ট্রেনটি নিজের গন্তব্যস্থল লামডিং স্টেশনে ১৯.০০ ঘণ্টায় পৌঁছবে।
১৫৮১৩নং (ডেকারগাঁও-মুর্কংসেলেক এক্সপ্রেস) ট্রেনের সময়সূচি মুর্কংসেলেক স্টেশনে সংশোধন করা হয়েছে। ১০ মিনিট সময় বাঁচানোর জন্য এই ট্রেনটি ০১.০২.২০২৩ তারিখ থেকে নিজের গন্তব্যস্থল মুর্কংসেলেক স্টেশনে ১৩.৩৫ ঘণ্টায় পৌঁছবে।
০১.০২.২০২৩ তারিখ থেকে ১৫৬০৪নং (লিডু-গুয়াহাটি ইন্টারসিটি এক্সপ্রেস) ট্রেনের সময়সূচি গুয়াহাটি স্টেশনে সংশোধন করা হয়েছে। ১০ মিনিট সময় বাঁচানোর জন্য এই ট্রেনটি নিজের গন্তব্যস্থল গুয়াহাটি স্টেশনে ০৪.৫০ ঘণ্টায় পৌঁছবে।
এছাড়াও ০১.০২.২০২৩ তারিখ থেকে ১৫৯৬০নং (ডিব্রুগড়-হাওড়া) কামরূপ এক্সপ্রেস ট্রেনটির সময়সূচি মরিয়নি জং স্টেশনে সংশোধন করা হয়েছে।
০২.০২.২০২৩ তারিখ থেকে ১৫৯৬২নং (ডিব্রুগড়-হাওড়া) কামরূপ এক্সপ্রেসের সময়সূচি রাঙ্গাপাড়া নর্থ, ওদালগুড়ি ও টংলা স্টেশনে সংশোধন করা হয়েছে।
আশা করা হচ্ছে যে সংশোধিত সময়সূচি উত্তর পূর্ব সীমান্ত রেলওয়েতে উন্নত ট্রেন পরিচালনার ক্ষেত্রে সাহায্য করবে। যাত্রা করার আগে যাত্রীদের ন্যাশনাল ট্রেন এনকোয়ারি সিস্টেম (এনটিইএস)-এ রিয়াল টাইমের ভিত্তিতে ট্রেন চলাচলের স্থিতি ও সময়সূচির বিশদ বিবরণ যাচাই করে নেওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Train timetable