ভারতের বিশ্বজয়ী দলে হাওড়ার মেয়ে ঋষিতা বসু, বেড়ে উঠেছেন লক্ষীর রতনের অ্যাকাডেমিতে
- Published by:Rohan Chowdhury
Last Updated:
Under 19 World Cup women team wicketkeeper Hrishita Basu developed her skills at LRS Cricket academy. লক্ষীর রতনের একাডেমিতেই বেড়ে উঠেছিলেন বিশ্বকাপ জয়ী বাংলার মেয়ে
#কেপ টাউন: মধ্যবিত্ত পরিবারের মেয়ে। হাওড়ার সেন্ট থমাস চার্চ স্কুলের নবম শ্রেণী পর্যন্ত লেখাপড়া। এরপর খেলার চাপে বেশিরভাগ সময়টা দিতে হতো ক্রিকেটকেই। ঋষিতা যে ভুল করেননি ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখে সেটা আজ প্রমাণিত। হাওড়ার বকুলতলা বিবেকানন্দ পল্লীর বাড়িতে উৎসব শুরু হয়ে গিয়েছিল ভারত বিশ্বকাপ জয়ের কিছুটা আগে থেকেই।
কারণ ঘরের মেয়ে ভারতের বিশ্বকাপ জয়ী দলের সদস্য হতে পেরেছে। এই গর্ব সব পরিবারের হয় না। টাকা দিয়েও কেনা যায় না। বাবা নীলাদ্রি বসু ব্যবসায়ী এবং মা মালবিকা বসু হাউস ওয়াইফ। ছোটবেলা থেকেই ঋষিতা পাড়ার ছেলেদের সঙ্গে ক্রিকেট খেলতেন। ২০১৬ সালে লক্ষ্মীরতন শুক্লার স্পোর্টস একাডেমিতে ভর্তি হয়ে যান।
advertisement
advertisement
কিছুদিন আগে ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতায় নজরে পড়েন। ঋষিতা স্বাভাবিক অ্যাথলিট। শরীর ছুড়ে ডাইভ মারতে পারেন। উইকেট রক্ষক হিসেবে মহেন্দ্র সিং ধোনি তার আদর্শ। মাহির মত দ্রুত গ্লাভ ওয়ার্ক শিখতে চান। প্রয়োজনে ব্যাট হাতে কিছু রান করার ক্ষমতা রাখেন। আজ অবশ্য ভারতের বিশ্বজয়ের ম্যাচে বাংলার মেয়েকে ব্যাট হাতে নামতে হলেও কিছুই করতে হয়নি।
advertisement
ম্যাচ শেষে দেখা গিয়েছে দলের অন্যান্য সদস্যদের সঙ্গে ঋষিতা সেলিব্রেট করছেন কালা চশমা গানে। তবে বাংলার মেয়ে জানেন এটা সবে শুরু। বড় জায়গায় যেতে গেলে এবং ধারাবাহিক হতে গেলে অনেক পরিশ্রম করতে হবে। তাই বিশ্ব চ্যাম্পিয়ন হলেও গা ভাসিয়ে দিতে নারাজ।
Rakesh Maity
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 29, 2023 11:37 PM IST