সোদপুর স্টেশনে রেল অবরোধ-বিক্ষোভ, শিয়ালদহ মেন লাইনে ট্রেন চলাচল বন্ধ
Last Updated:
সোদপুর স্টেশনে রেল অবরোধ-বিক্ষোভ, শিয়ালদহ মেন লাইনে ট্রেন চলাচল বন্ধ
#কলকাতা: দেরিতে ট্রেন চলা এবং রেলের ভুল ঘোষণা । এই দুয়ের জেরে ধুন্ধুমার সোদপুর স্টেশনে। চলল রেল অবরোধ, ট্রেন ভাঙচুর। দু' নম্বর প্ল্যটফর্মে ডাউন লালগোলা প্যাসেঞ্জার দাঁড়ানোর ঘোষণা সত্ত্বেও, তা না দাঁড়ানোয় ক্ষিপ্ত হয়ে ওঠেন যাত্রীরা। ট্রেন না থেমে বেরিয়ে যেতেই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। রেল লাইনে নেমে চলে বিক্ষোভ। লাইনে দাঁড়িয়ে থাকা ট্রেন লক্ষ করে পাথর ছোঁড়া হয়। বন্ধ মেন লাইনে ট্রেন চলাচল ৷ বাতিল ১৫টি লোকাল ট্রেন ৷
যাত্রীদের অভিযোগ, সকাল থেকেই ধীরে চলছিল ট্রেন। অফিস টাইমের ব্যস্ত সময়ে লালগোলা প্যাসেঞ্জারের জন্য অপেক্ষা করছিলেন তাঁরা। এই স্টেশনে দীর্ঘদিন শিয়ালদহ-গেদে লোকাল দাঁড়ানোর দাবি যাত্রীদের। সেই দাবি এখনও পূরণ হয়নি। ৯টা ৫০ থেকে চলছে রেল অবরোধ ৷
অবরোধের জেরে বাতিল ১৫ জোড়া ইএমইউ লোকাল ৷ ২১ টি ইএমইউ লোকাল দেরিতে চলছে ৷ ৩টি এক্সপ্রেস ট্রেন দেরিতে চলছে ৷ কিছু ট্রেনকে অন্য রুটে ঘোরানো হয়েছে ৷
advertisement
advertisement
রেলের দাবি, গতকাল রাত থেকে হালিশহরে নন-ইন্টার লকিং সিস্টেমের কাজ চলছে। তার জেরে সকাল থেকে দেরিতে চলছে রানাঘাট-শিয়ালদহ শাখার ট্রেন। ট্রেনের ভুল ঘোষণা হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন পূর্ব রেলের সিপিআরও রবি মহাপাত্র।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 04, 2018 11:55 AM IST