Train Cancel List: ট্রেনে শিলচর বা আগরতলা যাবেন? দেখে নিন আপনার ট্রেন বাতিল নয় তো?
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
ট্রেনের বাতিলকরণ ও সময় পুনর্নির্ধারণ তালিকা দেখে নিন।
আবীর ঘোষাল, কলকাতা: বহু মানুষ শিলচর বা আগরতলা যান ট্রেনে চেপে। অনেকে আবার শিলিগুড়ি, আলিপুরদুয়ার বা কোচবিহার যেতে ব্যবহার করেন অসম বা ত্রিপুরাগামী ট্রেন। দেখে নিন আপনার ট্রেন বাতিল কিনা ?
পূর্ব রেলওয়ের গুমানি-নিউ ফারাক্কা জং-মালদহ টাউন সেকশনের জামিরঘাটা স্টেশনে পরিকাঠামোমূলক উন্নয়নের জন্য দু’দিনের মেগা পাওয়ার ও ট্র্যাফিক ব্লকের পরিপ্রেক্ষিতে নীচের বিবরণ অনুযায়ী কিছু ট্রেন বাতিল করা হয়েছে অথবা সময় পুনর্নির্ধারণ করা হয়েছে। যে কয়েকটি ট্রেন বাতিল করা হল তার তালিকা দেখে নিন।
২৭ জুন, ২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ১২৩৬৩ নং (কলকাতা-হলদিবাড়ি) এক্সপ্রেস
advertisement
advertisement
২৭ জুন, ২০২৩ তারিখে আগরতলা থেকে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ১৩১৭৪নং (আগরতলা-শিয়ালদহ) কাঞ্চনজংঘা এক্সপ্রেসের সময় ০৮.০৫ ঘণ্টার পরিবর্তে ১৪.০৫ ঘণ্টায় পুনর্নির্ধারণ করা হয়েছে।
২৮ জুন, ২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ১২৩৬৪ নং (হলদিবাড়ি-কলকাতা) এক্সপ্রেস, ১৩০৬৩নং (হাওড়া-বালুরঘাট) এক্সপ্রেস ও ১৩০৬৪নং (বালুরঘাট-হাওড়া) এক্সপ্রেস বাতিল ৷
advertisement
২৮ জুন, ২০২৩ তারিখে শিয়ালদহ থেকে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ১৩১৭৫নং (শিয়ালদহ-শিলচর) কাঞ্চনজংঘা এক্সপ্রেসের সময় ০৬.৩৫ ঘণ্টার পরিবর্তে ১২.৩৫ ঘণ্টায় পুনর্নির্ধারণ করা হয়েছে।
২৮ জুন, ২০২৩ তারিখে হাওড়া থেকে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ১৩০৫৩নং (হাওড়া-রাধিকাপুর) কুলিক এক্সপ্রেসের সময় ০৮.৫৫ ঘণ্টার পরিবর্তে ১২.২৫ ঘণ্টায় পুনর্নির্ধারণ করা হয়েছে।
২৮ জুন, ২০২৩ তারিখে কলকাতা থেকে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ১৩১৬১নং (কলকাতা-বালুরঘাট)এক্সপ্রেসের সময় ১২.৫৫ ঘণ্টার পরিবর্তে ১৩.৫৫ ঘণ্টায় পুনর্নির্ধারণ করা হয়েছে।
advertisement
২৮ জুন, ২০২৩ তারিখে বালুরঘাট থেকে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ১৩৪৩২নং (বালুরঘাট-নবদ্বীপ ধাম)এক্সপ্রেসের সময় ১৪.৩০ ঘণ্টার পরিবর্তে ১৮.০০ ঘণ্টায় পুনর্নির্ধারণ করা হয়েছে।
৩০ জুন, ২০২৩ তারিখে শিলচর থেকে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ১৩১৭৬নং (শিলচর-শিয়ালদহ) কাঞ্চনজংঘা এক্সপ্রেসের সময় ১১.৩৫ ঘণ্টার পরিবর্তে ১৪.৩৫ ঘণ্টায় পুনর্নির্ধারণ করা হয়েছে।
advertisement
এছাড়াও, ১ জুলাই থেকে ৩১ জুলাই, ২০২৩ তারিখ পর্যন্ত রওনা দেওয়ার জন্য নির্ধারিত ৫২৫৩৯ নং (নিউ জলপাইগুড়ি-দার্জিলিং) এসি প্যাসেঞ্জার এবং ৪ জুলাই থেকে ১ অগাস্ট, ২০২৩ তারিখ পর্যন্ত রওনা দেওয়ার জন্য নির্ধারিত ৫২৫৩৮নং (দার্জিলিং-নিউ জলপাইগুড়ি) এসি প্যাসেঞ্জার ট্রেন বাতিল থাকবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
June 26, 2023 8:36 AM IST