Train Cancellation: ঘন কুয়াশায় একাধিক ট্রেনের যাত্রাপথ বাতিল, একবার তালিকায় চোখ বুলিয়ে নিন

Last Updated:

কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার পরিপ্রেক্ষিতে ট্রেন বাতিল ও চলাচলের ফ্রিকোয়েন্সি হ্রাস ৷

ঘন কুয়াশায় একাধিক ট্রেনের যাত্রাপথ বাতিল
ঘন কুয়াশায় একাধিক ট্রেনের যাত্রাপথ বাতিল
আবীর ঘোষাল, কলকাতা: আসন্ন কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার পরিপ্রেক্ষিতে যাত্রীদের সুরক্ষা ও পরিচালনামূলক দক্ষতা নিশ্চিত করতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ট্রেন বাতিল ও চলাচলের ফ্রিকোয়েন্সি হ্রাস করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। শীতকালীন মাসগুলিতে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার ফলে প্রায়ই দৃশ্যমানতা কমে যায়, ট্রেন পরিচালনে সমস্যার সৃষ্টি হয়, যার ফলে গতিবেগে সীমাবদ্ধতা প্রয়োগ ও সম্ভাব্য সুরক্ষামূলক ঝুঁকির জন্য ট্রেনের বিলম্ব ঘটে।
এই সমস্ত সমস্যা কম করতে এবং সুরক্ষার মানদণ্ড বজায় রাখতে রেলওয়ে নীচের বর্ণনা অনুযায়ী নিম্নলিখিত ট্রেনগুলি নিয়ন্ত্রণ করা হবে:
advertisement
ট্রেন পরিষেবা বাতিল:​
১। প্রত্যেক সোমবার ও শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত ট্রেন নং. ১৫৯০৩ (ডিব্রুগড়-চণ্ডীগড়) এক্সপ্রেস বাতিল থাকবে।
advertisement
২।​ প্রত্যেক বুধবার ও রবিবার, ০২ মার্চ, ২০২৫ পর্যন্ত ট্রেন নং. ১৫৯০৪ (চণ্ডীগড়-ডিব্রুগড়) এক্সপ্রেস বাতিল থাকবে।
৩।​ প্রত্যেক সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত ট্রেন নং. ১৫৬২০ (কামাখ্যা-গয়া) এক্সপ্রেস বাতিল থাকবে।
৪।​ প্রত্যেক মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত ট্রেন নং. ১৫৬১৯ (গয়া-কামাখ্যা) এক্সপ্রেস বাতিল থাকবে।
৫।​ প্রত্যেক বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত ট্রেন নং. ১৫৬২১ (কামাখ্যা-আনন্দ বিহার টার্মিনাল) এক্সপ্রেস বাতিল থাকবে।৬।​প্রত্যেক শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত ট্রেন নং. ১৫৬২২ (আনন্দ বিহার টার্মিনাল-কামাখ্যা) এক্সপ্রেস বাতিল থাকবে।
advertisement
ট্রেন পরিষেবার ফ্রিকোয়েন্সি হ্রাস:
১। প্রত্যেক রবিবার ও বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫ পর্যন্ত ট্রেন নং. ১২৫০৫ (কামাখ্যা-আনন্দ বিহার টার্মিনাল) নর্থইস্ট এক্সপ্রেস বাতিল থাকবে। একইভাবে প্রত্যেক মঙ্গলবার ও শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ পর্যন্ত ট্রেন নং. ১২৫০৬ (আনন্দ বিহার টার্মিনাল-কামাখ্যা) নর্থইস্ট এক্সপ্রেস বাতিল থাকবে।
advertisement
২। প্রত্যেক বুধবার ও শনিবার, ০৮ জানুয়ারি, ২০২৫ পর্যন্ত ট্রেন নং. ১৫৪৮৩ (আলিপুরদুয়ার-দিল্লি) সিকিম মহানন্দা এক্সপ্রেস বাতিল থাকবে। একইভাবে প্রত্যেক শুক্রবার ও সোমবার, ১০ জানুয়ারি, ২০২৫ পর্যন্ত ট্রেন নং. ১৫৪৮৪ (দিল্লি-আলিপুরদুয়ার) সিকিম মহানন্দা এক্সপ্রেস বাতিল থাকবে।
৩। প্রত্যেক মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত ট্রেন নং. ১২৫২৩ (নিউ জলপাইগুড়ি-নিউ দিল্লি) এক্সপ্রেস বাতিল থাকবে। একইভাবে প্রত্যেক বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত ট্রেন নং. ১২৫২৪ (নিউ দিল্লি-নিউ জলপাইগুড়ি) এক্সপ্রেস বাতিল থাকবে।
advertisement
৪। প্রত্যেক শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত ট্রেন নং. ১৫৯০৯ (ডিব্রুগড়-লালগড় জং.) অবধ অসম এক্সপ্রেস বাতিল থাকবে। একইভাবে প্রত্যেক মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত ট্রেন নং. ১৫৯১০ (লালগড় জং.-ডিব্রুগড়) অবধ অসম এক্সপ্রেস বাতিল থাকবে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Train Cancellation: ঘন কুয়াশায় একাধিক ট্রেনের যাত্রাপথ বাতিল, একবার তালিকায় চোখ বুলিয়ে নিন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement