পুজো মিটলেই দ্বিতীয় হুগলি সেতুতে টানা ৬ মাস যান নিয়ন্ত্রণ! বিরাট ভোগান্তির আশঙ্কা
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:Sourav Tewari
Last Updated:
দ্বিতীয় হুগলি সেতু রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা হুগলি রিভার ব্রিজ কমিশনের পক্ষ থেকেই সেতুর সংস্কার কাজের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
কলকাতা: দুর্গাপুজো মিটলেই বড়সড় সংস্কার কাজ শুরু হতে চলেছে দ্বিতীয় হুগলি সেতুতে৷ যার ফলে প্রায় ছ মাসের জন্য যান চলাচল নিয়ন্ত্রিত হবে কলকাতা এবং হাওড়ার মধ্যে সংযোগকারী অন্যতম গুরুত্বপূর্ণ এই সেতুতে৷
দ্বিতীয় হুগলি সেতু রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা হুগলি রিভার ব্রিজ কমিশনের পক্ষ থেকেই সেতুর সংস্কার কাজের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ আগামী ১ নভেম্বর থেকে এই কাজ শুরু হতে চলেছে৷ কাজ শেষ হতে প্রায় ৬ মাস সময় লাগবে৷
advertisement
advertisement
জানা গিয়েছে, যতদিন এই সংস্কার কাজ চলবে, দ্বিতীয় হুগলি সেতুতে যান নিয়ন্ত্রিত করা হবে৷ সেতুর ছটি েলনের মধ্যে মাত্র দুটি লেন যান চলাচলের জন্য খোলা থাকবে৷ রক্ষণাবেক্ষণের কাজ চলাকালীন ভারী যানবাহনগুলিকেও দ্বিতীয় হুগলি সেতু ব্যবহার করতে দেওয়া হবে না৷
কলকাতা পুলিশ সূত্রে খবর, যে ভারী যানবাহনগুলি দ্বিতীয় হুগলি সেতু ব্যবহার করত, সেগুলিকে সেন্ট্রাল অ্যাভিনিউ, ভিআইপি রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে৷ হাওড়া হয়ে কলকাতায় আসা বা বেরিয়ে যাওয়ার জন্য ভারী যানবাহনগুলিকে দক্ষিণেশ্বরের নিবেদিতা েসতু ব্যবহার করতে হবে৷
advertisement
দুর্গাপুজো শেষ হয়ে গেলেও তার পর কালীপুজো রয়েছে৷ কলকাতায় ক্রিকেট বিশ্বকাপের খেলাও থাকছে৷ ফলে দ্বিতীয় হুগলি সেতুতে দীর্ঘ সময় ধরে যান চলাচল নিয়ন্ত্রিত হলে সাধারণ মানুষের ভোগান্তির আশঙ্কা থাকছেই৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 03, 2023 4:52 PM IST