১. JNU- ক্যাম্পাসে মোদির ছবি দেওয়া রাবণের কুশপুতুল দাহফের বিতর্কে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ৷ দশেরা উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি দেওয়া রাবণ-এর কুশপুতুল পোড়ানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷ কংগ্রেসের ছাত্র-শাখা সংগঠন এনএসইউআই-র কাছে এর জবাব চাওয়া হয়েছে ৷২. ভারতের পাশে আমেরিকা, সার্জিক্যাল স্ট্রাইককে সমর্থন হোয়াইট হাউসেরফের ভারতের পাশে আমেরিকা ৷ উরি হামলার পর পাক অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইককে সমর্থন জানাল হোয়াইট হাউস ৷ ‘সীমান্ত পেরিয়ে সন্ত্রাস হয়েছে ৷ এধরনের সন্ত্রাস ভয়ঙ্কর ও নিন্দনীয় ৷ প্রতিটি দেশেরই আত্মরক্ষার অধিকার আছে ৷ আফগানিস্তানের পরিস্থিতির সঙ্গে কাশ্মীরের যোগ নেই’, বার্তা হোয়াইট হাউসের ৷৩. সার্জিক্যাল স্ট্রাইক হয়নি, দাবি হাই কমিশনার আব্দুল বসিতের
পাক জঙ্গি ঘাঁটি ধ্বংসে ভারতের করা সার্জিক্যাল অ্যাটাককে প্রথম থেকেই অস্বীকার করে আসছে পাকিস্তান ৷ বুধবার ফের একবার পাক অধিকৃত কাশ্মীরে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের কথা অস্বীকার করলেন পাকিস্তানের হাই কমিশনার আব্দুল বসিত ৷ তিনি জানান সীমান্তে কেবল গুলি বর্ষণ হয়েছে ৷৪. বিমানবন্দরে আত্মঘাতী কর্তব্যরত মহিলা কনস্টেবলআত্মঘাতী কর্তব্যরত মহিলা কনস্টেবল ৷ নিজের সার্ভিস রিভলবার দিতে আত্মহত্যা করেন তিনি বলে জানা গিয়েছে ৷ বিমানবন্দরের ৩ নম্বর গেটের ঘটনা ৷ মৃতের নাম লক্ষ্মী বিশ্বাস ৷ লক্ষী অসমের বাসিন্দা ৷ বুধবার রাত সাড়ে ১২টা নাগাদ নিজের রিভলবার দিয়ে মাথায় গুলি করেন তিনি ৷ গুলির আওয়াজ শুনে আতঙ্ক ছড়ায় বিমানবন্দর চত্বরে ৷ সেখানে উপস্থিত বাকি নিরাপত্তরক্ষীরা ছুটে এলে লক্ষীকে রক্তাত্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন ৷ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা ৷৫. প্রবল বৃষ্টিতে বন্যা পরিস্থিতি শিলিগুড়িতে, ব্যাহত বাংলা-সিকিম যোগাযোগপ্রবল বৃষ্টিতে জলমগ্ন শিলিগুড়ির বিভিন্ন এলাকা ৷ টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি শুরু হয়েছে শিলিগুড়ি মহকুমায় ৷ টানা বৃষ্টিতে বুধবার ক্ষতিগ্রস্ত হয়েছে জাতীয় সড়ক ৷ ব্যহাত যানচলাচল ৷ বাংলা-সিকিমের লাইফ লাইন এই জাতীয় সড়ক ৷ জলমগ্ন থাকায় ব্যাহত বাংলা-সিকিম যোগাযোগ ৷ একমুখী উপায়ে চলছে গাড়ি ৷৬. শান্তিপুরে তালা ভেঙে বাড়িতে চুরি, উধাও লক্ষাধিক টাকা ও গয়নাশান্তিপুরের ১১ নং ওয়ার্ডে বাড়িতে চুরি ৷ ফাঁকা বাড়িতে চলে অবাধে লুঠপাট ৷ তালা ভেঙে বাড়ির ভিতরে ঢুকে লুঠপাঠ চালায় দুষ্কৃতিরা ৷ নগদ টাকা, সোনার গয়না নিয়ে চম্পট দেয় ৷৭. আজ ফের প্রতিমা নিরঞ্জন, কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ঘাটগুলিবৃহস্পতিবার ফের শুরু হবে প্রতিমা বিসর্জন ৷ বাজে কদমতলা ঘাট, বাবুঘাট, জাজেস ঘাট, আর্মেনিয়াম ঘাট, নিমতলা ঘাট-সহ মোট ২২টি ঘাটে প্রতিমা নিরঞ্জন হবে। ক্রেনের সাহায্যে তোলা হবে কাঠামো ৷ নিরঞ্জন প্রক্রিয়ায় যাতে ঠিক ভাবে হয় তাই ঘাটগুলিতে মোতায়ন করা হয়েছে পুলিশ ৷ ব্যবস্থা রাখা হয়েছে অ্যাম্বুলেন্সেরও ৷ প্রতিমা জলে পড়তেই ক্রেনের সাহায্যে তোলা হবে কাঠামো ৷ লরিতে চাপিয়ে নিয়ে যাওয়া হবে ধাপায় ৷ পুরসভার উদ্যোগে চলছে ঘাট চত্বর সাফাই ৷৮. ভিআইপি রোডে বহুতলে আগুন !ভিআইপি রোডে বহুতলে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ৷ বৃহস্পতিবার অনুপমা অ্যাপার্টমেন্টের ফেজ ১-এর ৪ তলায় আগুন লাগে ৷ বহুতলের দুটি ফ্ল্যাটে আগুন লাগে ৷ ফ্ল্যাট থেকে কালো ধোঁয়া বেরোতে দেখে আতঙ্ক ছড়ায় বহুতলে ৷ তড়িঘড়ি সবাই নেমে আসে ৷৯. ১ জিবি-র মূল্যে মিলবে ১৫ জিবি ৪জি ডেটারিল্যায়েন্সকে টক্কর দিতে একের পর এক নতুন প্ল্যান বাজারে নিয়ে আসছে মোবাইল ও ইন্টারনেট নেটওয়ার্ক প্রদানকারী সংস্থাগুলি ৷ জিও লঞ্চ হওয়ার পর থেকেই রীতিমতো নড়ে-চড়ে বসেছে দেশের অন্যান্য মোবাই সংস্থাগুলি ৷ ৩১ ডিসেম্বর পর্যন্ত আনলিমিটেড ৪জি ডেটা ঘোষণা করার পর থেকেই গ্রাহকদের মধ্যে উৎসাহ তুঙ্গে ৷ প্রতিযোগিতায় টিকে থাকতে শুরু হয়ে গিয়েছে ট্যারিফ যুদ্ধে ৷ এবার গ্রাহকদের জন্য নতুন অফার নিয়ে এল এয়ারটেল ৷১০. হাবাসদের হারিয়ে ফের শীর্ষে নর্থ ইস্ট ইউনাইটেডঘরের মাঠে টানা তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের দিকে এগিয়ে যেতে চেয়েছিলেন আন্তোনিও আবাস। কিন্তু, যা চাইবেন তা-ই পেলে আর ফুটবল কেন! তাই এই তিনের প্রথম ম্যাচেই হোঁচট! ঘরের মাঠে মুম্বইয়ের পর এফসি পুনে সিটি আবার হারল নর্থইস্টের কাছেও। আর, এই তিন পয়েন্ট মিলিয়ে চার ম্যাচে ৯ পয়েন্ট-সহ তৃতীয় হিরো ইন্ডিয়ান সুপার লিগের শীর্ষে উঠে এল জন আব্রাহামের নর্থইস্ট ইউনাইটেড।
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।