১. চুড়ান্ত অভিযান চালাতে পাম্পোরের সরকারি ভবনে ঢুকল সেনাপাম্পোরে টানা তৃতীয় দিনেও অব্যাহত সেনা জঙ্গি গুলির লড়াই ৷ ৫২ ঘণ্টা পর পাম্পোরের সরকারি ভবনে ঢুকল সেনা ৷ ভবন জুড়ে চলছে সেনার ‘ফাইনাল অ্যাসল্ট’ ৷ দীর্ঘ ৫২ ঘণ্টা গুলির লড়াইয়ের পর বুধবার সরকারি ইডিআই ভবনে ঢুকতে সফল হয়েছে সেনা বাহিনী ৷ ভবনের ৭ তলায় ১ জঙ্গির লুকিয়ে থাকার সম্ভাবনা রয়েছে ৷ ইতিমধ্যেই ২ জঙ্গিকে গুলি করে মেরেছে সেনা ৷ শ্রীনগর থেকে ১৫ কিলোমিটার ধুরে পাম্পোরের একটি সরকারি ভবনে সোমবার আচমকা হামলা চালায় জঙ্গিরা ৷২. পাম্পোরে অব্যাহত সেনা-জঙ্গি গুলির লড়াই, খতম ১ জঙ্গিপাম্পোরে টানা তৃতীয় দিনেও গুলির লড়াই অব্যাহত ৷ ৪৮ ঘণ্টা ধরে শ্রীনগর থেকে ১৫ কিলোমিটার ধুরে পাম্পোরের একটি সরকারি ভবনে লুকিয়ে রয়েছে জঙ্গিরা ৷ এখনও ২ জঙ্গি লুকিয়ে রয়েছে বলে অনুমান ৷ ইডিআই ভবনে চলছে সেনা-জঙ্গি গুলির লড়াই ৷ ১ জঙ্গিকে গুলি করে খতম করেছে সেনা বাহিনী বলে জানিয়েছে এক পুলিশ আধিকারিক ৷৩. লাক্ষাদ্বীপে ভূমিকম্প, রিখটার স্কেলে কম্পনমাত্রা ৫.৩
ভূমিকম্পে কেঁপে উঠল লাক্ষাদ্বীপ ৷ রিখটার স্কেলে কম্পনমাত্রা ৫.৩ ৷ বুধবার ভোরে সমুদ্র উপকূল এলাকায় কম্পন অনুভূত হয় ৷ এখনও পর্যন্ত প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি। জানা গিয়েছে, এদিন সকালে ৪.০১ নাগাদ মাঝারি মাপের ভূকম্পনে কেঁপে উঠে লাক্ষাদ্বীপ ৷আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসে বহু মানুষ ৷৪. কাবুলের মসজিদে জঙ্গি হানা, মৃত ১৪কাবুলের মসজিদে বন্দুবাজের হামলা ৷ মঙ্গলবার কাবুলের একটি মসজিদে হামলা চালায় জঙ্গিদের একটি দল ৷ ঘটনায় মৃত্যু হয়েছে ১৪ জনের ৷ শিয়া জাতির মানুষের উপর হামলা চালায় জঙ্গিরা ৷ জখম হয়েছেন প্রায় ২৬ জন ৷ মৃতদের মধ্যে ১৩ জন সাধারণ নাগরিক ও একজন পুলিশ আধিকারিক। পুলিশ-জঙ্গি গুলির লড়াইয়ে হামলাকারীদের মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে ৷ তবে এখনও একজন সমজিদের ভিতরে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে ৷৫. মাঝ আকাশে নগ্ন হয়ে বিমান সেবিকার সঙ্গে অশালীন আচরণ, গ্রেফতার ১মাঝ আকাশে বিমান সেবিকার সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগ উঠল এক যাত্রীর বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে ইন্ডিগোর ভুবেনেশ্বর-দিল্লিগামী 6E-256 বিমানে ৷৬. রামলীলায় অভিনয় করার সময় মৃত ৬১ বছরের প্রবীণশুভকামনার দশেরায় চলে অশুভের নাশ ৷ অশুভের প্রতীক রাবণকে পুড়িয়ে অশুভ শক্তির উপর শুভ শক্তির জয়ের আনন্দে মেতে উঠেছে গোটা দেশ ৷ দশেরায় রাবণ বধের অনুষ্ঠান পালিত হয়েছে দেশজুড়ে ৷ রামলীলায় হনুমানের চরিত্রে অভিনয় করতে গিয়ে মৃত্যু হল বছর ৬১-এর এক ব্যক্তির। রাজস্থানের লানকরনসরের ঘটনা।৭. উপহার পাওয়া BMW ফিরিয়ে দিলেন দীপাপ্রথম ভারতীয় মহিলা জিমন্যাস্ট হিসেবে রিও অলিম্পিকে অসাধারণ পারফর্ম করার পর উপহার পাওয়া BMW ফিরিয়ে দিতে চান দীপা কর্মকার ৷ যে গাড়ির চাবি নিজে হাতে তুলে দিয়েছিলেন সচিন তেন্ডুলকর, সেই বিলাসবহুল গাড়ির চাবি আর নিজের কাছে রাখতে চাইছেন না দীপা ৷৮. BSNL-র নতুন উপহার, একই খরচে মিলবে ডবল ডেটা প্যাকপুজো, দশেরা ও মহরম উপলক্ষে গ্রাহকদের জন্য নতুন অফার নিয়ে হাজির মোবাইল নেটওয়ার্ক প্রদানকারী সংস্থা বিএসএনএল ৷ নতুন অফারে গ্রাহকরা একই খরচে পাবেন ডবল ডেটা প্যাক। সংস্থার তরফে জানানো হয়েছে চারটি নতুন ডেটা প্যাকে এই সুবিধা পাবেন গ্রাহকরা ৷৯. উৎসবের কলকাতায় তরুণীর শ্লীলতাহানির অভিযোগউৎসবের কলকাতাতেও উঠল শ্লীলতাহানির অভিযোগ ৷ বুধবার ভোররাতে শহরের এক অভিজাত নাইটক্লাবে বহিরাগত কয়েকজন যুবক এক তরুণীর সঙ্গে অভব্য আচরণ করে বলে অভিযোগ ৷ তরুণীর সঙ্গীরা এর প্রতিবাদ জানালে ক্লাবের বাউন্সাররা সাহায্যের বদলে তরুণীর সঙ্গীদের মারধর করে বলে অভিযোগ ৷১০. তমলুক শহরে ফের চুরির ঘটনাতমলুক শহরে ফের চুরির ঘটনা ৷ ফাঁকা বাড়িতে দরজা ভেঙে চুরি ৷ সেনার গয়না ও নগদ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতিরা ৷ এক সিভিল ইঞ্জিনিয়ারের বাড়িতে চুরি ৷ পুজোর চারদিনে তমলুকে পাঁচটি চুরির ঘটনা ঘটেছে ৷এখনও পর্যন্ত কোনও চুরির কিনারা হয়নি ৷ পুলিশের ভূমিকায় ক্ষোভ বাসিন্দাদের ৷
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।