১. সোপিয়ানে CRPF কনভয়ে গ্রেনেড হামলা, জখম ৮গত ২৪ ঘণ্টার উপরে পাম্পোরে চলছে সেনা- জঙ্গির গুলির লড়াই ৷ তারই মাঝে সোপিয়ানে CRPF কনভয়ে গ্রেনেড হামলা চালাল জঙ্গিরা ৷ ঘটনায় আহত হয়েছেন ৮ জন ৷ তাদের মধ্যে ৩ CRPF জওয়ান ও পাঁচজন সাধারণ নাগরিক ৷ টহলদারি দেওয়ার সময় আচমকা CRPF-দের লক্ষ্য করে গ্রেনেড ছোঁড়া হয় ৷ আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ এখনও পর্যন্ত কোনও হামলাকারী ধরা পড়েনি ৷২. কাশ্মীর উপত্যকায় ঢুকে পড়েছে ২৫০ জঙ্গি, হামলা করতে পারে যেকোনও সময়কাশ্মীরে উপত্যকায় ঢুকে পড়েছে ২৫০ জঙ্গি ! পাকিস্তানের তিনটি জঙ্গি গোষ্ঠীর মোট ২৫০ জন জঙ্গি এই মুহূর্তে সক্রিয় রয়েছে জম্মু-কাশ্মীর উপত্যকায় ৷ ভারতীয় গোয়েন্দা সংস্থার কাছে এমনই খবর রয়েছে ৷ পাক অধিকৃত কাশ্মীরে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের প্রতিশোধ নিতে মরিয়া জঙ্গিরা ৷৩. জখম সেনাকর্মীদের প্রতিবন্ধী ভাতা কমেনি বরং বেড়েছে, মিডিয়া রিপোর্টকে খারিজ করে জানাল কেন্দ্র
সম্প্রতি একটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানানো হয় যে যুদ্ধে জখম সেনাকর্মীদের পেনশন বা প্রতিবন্ধী ভাতা কমাচ্ছে কেন্দ্রীয় সরকার ৷ মিডিয়ায় এই রিপোর্ট প্রকাশ হওয়ার পর থেকেই দেশ জুড়ে সমালোচনার ঝড় উঠেছে ৷ তবে সোমবার মিডিয়া রিপোর্টকে খারিজ করে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে যে জখম সেনাদের পেনশন কমানো হয়নি বরং বাড়ানো হয়েছে ৷ মিডিয়ায় প্রকাশিত খবরের কোনও সত্যতা নেই ৷৪. পাক সরকার ও পাক সেনার মতবিরোধের খবর লিখে ফতোয়ার মুখে পাক সাংবাদিকপাক সরকারের সঙ্গে সেনাবাহিনীর বৈঠকের খবর করে ফতোয়ার মুখে পড়লেন এক পাক সাংবাদিক ৷ পাক সরকার ও পাক সেনার মতবিরোধের খবর করায় পাক সাংবাদিক সিরিল আলমেইডাকে দেশ না ছাড়ার ফতোয়া জারি করল পাক সরকার ৷ করাচির প্রথম সারির দৈনিক ডন-এর হয়ে সাংবাদিকতা করেন সিরিল আলমেইডা ৷ এই পত্রিকার সহ-সম্পাদকও তিনি ৷৫. দমদমে বন্ধ জেসপ কারখানায় আগুন !সোমবার গভীর রাতে দমদমে বন্ধ জেসপ কারখানায় ভয়াবহ আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় ৷ প্রথমে আগুন লাগে একটি মিনিবাসে ৷ কিছুক্ষণের মধ্যে তা ছড়িয়ে পরে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৫টি ইঞ্জিন ৷ দীর্ঘ তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷৬. ১২০ জিবি ৪জি ডেটা একেবারে বিনামূল্যে !প্রতিযোগিতায় টিকে থাকতে একের পর এক অফার দিয়ে গ্রাহকদের চমকে দিচ্ছে মোবাইল প্রদানকারী সংস্থাগুলি ৷ ইন্টারনেটের দুনিয়ায় জিও-এর ইন্ট্রোডাক্টরি অফার বিপ্লব সৃষ্টি করেছে ৷ তার পর থেকেই নড়েচড়ে বসেছে য়ারটেল, আইডিয়া, ভোডাফোনের মতো ভারতের শীর্ষস্থানীয় টেলিকম সার্ভিস অপারেটররা। গ্রাহকদের জন্য নতুন ইনফিনিটি পোস্ট পেড অফার নিয়ে এল এয়ারটেল ৷ নতুন এই অফারে এয়ারটেল গ্রাহকরা আইফোন ৭ বা আইফোন ৭ প্লাস কিনলে প্রতি মাসে ১০ জিবি ফ্রি ৪জি বা ৩জি ডেটা পাবেন একেবারে বিনামূল্যে৷ অফারটি গ্রাহকরা পাবেন এক বছরের জন্য ৷ অথার্ৎ মোট ১২০ জিবি ডেটা পাবেন গ্রাহকরা ৷ এয়ারটেল রিটেল স্টোর বা ওয়েবসাইট থেকে এই অফারটি পাওয়া যাবে ৷৭. আজ বিজয়া দশমী, উৎসব শেষে বিষাদের সুরআজ ঊমা বিদায়ের পালা ৷ আজ প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব ৷ উৎসব শেষে বিষাদের সুর ৷ মণ্ডপে-মণ্ডপে চলছে সিঁদুরখেলা, মিষ্টিমুখ ৷ চলছে শুভেচ্ছা বিনিময় ৷ কৈলাসে ফিরবেন উমা। অপেক্ষা আরও এক বছরের ৷ বিশুদ্ধ পঞ্জিকামতে, দেবী দুর্গা এবার ঘোড়ায় চড়ে পৃথিবীতে এসেছেন এবং ঘোড়ায় চড়েই কৈলাসে ফিরবেন।৮. ২৭ ঘণ্টা পার, সেনা-জঙ্গি গুলির লড়াই অব্যাহত পাম্পোরে২৭ ঘণ্টা পার হয়েও গুলির লড়াই অব্যাহত ৷ পাম্পোরের একটি সরকারি ভবনে লুকিয়ে রয়েছে দুই জঙ্গি বলে আশঙ্কা করা হচ্ছে ৷ এখনও চলছে গুলির লড়াই ৷ ইডিআই ভবনে লুকিয়ে রয়েছে জঙ্গিরা ৷ সেখান থেকে সেনা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাচ্ছে তারা ৷ জঙ্গিদের খতম করতে ইডিআই ভবন গুঁড়িয়ে দেওয়ার হুমকি সেনার ৷ ঝিলম নদী পেরিয়ে ভারতে ঢোকে জঙ্গিরা বলে জানা গিয়েছে ৷ সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে জখম হয়েছে ২ জওয়ানের ৷সোমবার সকালে পাম্পোরের সেমপোরার এন্টাপ্রেনিয়ারশিপ ডেভেলপমেন্ট ইন্সটিউটে হামলা চালায় জঙ্গি৯. ফের শহরে আক্রান্ত প্রতিবাদীফের শহরে আক্রান্ত প্রতিবাদী ৷ এবার বেদম মার সত্তরোর্ধ বৃদ্ধকে ৷ প্রকাশ্যে রাস্তায় দাঁড়িতে মদ খাওয়ায় প্রতিবাদ ৷মদ খেয়ে রাস্তাতেই বোতল ভাঙছিল মদ্যপরা ৷ বৃদ্ধ প্রতিবাদ করায় তাঁকে বেদম মারধর ৷ মারধর করে ৩ মদ্যপ যুবক ৷ সিঁথি থানার সেভেন ট্যাঙ্কস এলাকার ঘটনা ৷ ৩ মদ্যপকে আটক করেছে পুলিশ ৷১০. ইন্দোরে নিউজিল্যান্ডের টার্গেট ৪৭৪ রানইন্দোরে নিউজিল্যান্ডের টার্গেট ৪৭৪ রান ৷ তৃতীয় টেস্টে ৩ উইকেটে ২১৬ রান ভারতের ৷ দ্বিতীয় ইনিংসের সমাপ্তি ঘোষণা কোহলির ৷ ১০১ রানে অপরাজিত পূজারা ৷ টেস্টে পূজারার অষ্টম শতরান ৷ দ্বিতীয় ইনিংসে রান পেলেন গম্ভীর ৷ ৫০ রানে আউট হন তিনি ৷
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।