আগামিকাল রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
Last Updated:
আগামীকাল রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন ৷ বহু প্রতীক্ষিত এই পঞ্চায়েত নির্বাচন-কে ঘিরে একদিকে যেমন নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে, ঠিক তেমনই খতিয়ে দেখা হচ্ছে আদৌ কোনও ফাংক ফোকড় থেকে গেল কিন ?
#কলকাতা: আগামিকাল রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন ৷ বহু প্রতীক্ষিত এই পঞ্চায়েত নির্বাচন-কে ঘিরে একদিকে যেমন নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে, ঠিক তেমনই খতিয়ে দেখা হচ্ছে আদৌ কোনও ফাঁক ফোকড় থেকে গেল কি না ? প্রথমবার ভোট দিতে যাওয়া ভোটারদের মধ্যেও উন্মাদনা ধরা পড়েছে ৷
নিশ্চ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে জেলায় জেলায় চলছে রুটমার্চ ৷ বিভিন্ন জায়গায় চলছে নাকা চেকিংও ৷ বিশেষত সীমান্তের জেলাগুলিতে নিরাপত্তা নজরদারি চোখে পড়ার মত ৷ এবারের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে গ্রাম পঞ্চায়েতের মোট আসন ৪৮,৬৫০, ১৬,৮১৪ আসনে ভোট হবে না ৷ পঞ্চায়েত সমিতির মোট আসন ৯,২১৭, পঞ্চায়েত সমিতিতে ৬,১৫৭টি আসনে ভোট হবে ৷ জেলা পরিষদের মোট আসন ৮২৫, ভোট হবে ৬২১ আসনে ৷
advertisement
advertisement
নির্বাচন কমিশন সূত্রে খবর শেষ মুহূর্তের মহড়া চলছে ৷ ইতিমধ্যেই বেশিরভাগ নির্বাচন কেন্দ্রেই পৌঁছেছেন ভোটকর্মীরা ৷ ভোটারদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়টির ওপর সব থেকে বেশি নজর দিচ্ছে নির্বাচন কমিশন ৷ বহিরাগত উপদ্রব ঠেকাতে সারা রাজ্যজুড়ে চিরুণি তল্লাশি চলছে ৷ রাজ্যবাসীও অপেক্ষায়, রাত পোহালেই শুরু হবে বৃহত্তম গণতান্ত্রিক উৎসব ৷ তাই অপেক্ষার আর মাত্র কয়েক ঘণ্টা ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
May 13, 2018 12:07 PM IST