ডেঙ্গি, ম্যালেরিয়া নিয়ে বাড়ছে উদ্বেগ! জেলাশাসকদের কী বার্তা দিলেন মুখ্যসচিব?
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
"আমাদের পাড়া আমাদের সমাধান" ক্যাম্প গুলিতে ডেঙ্গি, ম্যালেরিয়া নিয়ে সচেতনতামূলক শিবির করতে হবে। ডেঙ্গি নিয়ে জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এমনই নির্দেশ মুখ্যসচিবের। রাজ্যের বেশ কয়েকটি জায়গায় ডেঙ্গি সংক্রমণ বাড়তে থাকায় উদ্বিগ্ন নবান্ন।
কলকাতা: “আমাদের পাড়া আমাদের সমাধান” ক্যাম্প গুলিতে ডেঙ্গি, ম্যালেরিয়া নিয়ে সচেতনতামূলক শিবির করতে হবে। ডেঙ্গি নিয়ে জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এমনই নির্দেশ মুখ্যসচিবের। রাজ্যের বেশ কয়েকটি জায়গায় ডেঙ্গি সংক্রমণ বাড়তে থাকায় উদ্বিগ্ন নবান্ন।
রাজ্যের মুর্শিদাবাদ,জলপাইগুড়ির নাগরাকাটা,উত্তর ২৪ পরগনা,মালদা, বীরভূম, হাওড়া, হুগলি এই জেলাগুলিতে ডেঙ্গি সংক্রমণ বাড়ছে। স্বাস্থ্য দফতরের রিপোর্টেই এমন তথ্য উঠে এসেছে।
আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন,বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশন এলাকাতেও বাড়ছে ডেঙ্গি সংক্রমণ। পুজোর আগেই প্রয়োজনীয় সব পদক্ষেপ সেরে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য বিশেষ ড্রাইভ করতে হবে বলে বার্তা দেওয়া হয় এই বৈঠকে। প্রয়োজনে পায়ে হেঁটে পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের প্রত্যেক জেলাশাসকদের এমনই নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব।
advertisement
বৈঠকে মুখ্যসচিব জানান, যে অঞ্চল গুলিতে ডেঙ্গি সংক্রমণ বাড়ছে সেই অঞ্চল গুলিকে চিহ্নিত করতে হবে। তাহলেই ডেঙ্গি মোকাবিলা আরও সহজ হবে।এই দিনের বৈঠকে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরেরর আধিকারিকদের এমনই নির্দেশ দেন মুখ্যসচিব।
এ দিন বিকেল পাঁচটা থেকে বিভিন্ন জেলার জেলাশাসক ও কয়েকটি দফতরের সচিবদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্য সচিব। সেই বৈঠকেই এই নির্দেশ দেওয়া হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 23, 2025 9:51 PM IST