টেটে পাশ করলেও নিশ্চিত নয় শিক্ষকপদে নিয়োগ, আবার ‘ডাক না পেয়েও’ পেতে পারেন চাকরি

Last Updated:

টেটে পাশ করলেও নিশ্চিত নয় শিক্ষকপদে নিয়োগ, আবার ‘ডাক না পেয়েও’ পেতে পারেন চাকরি

#কলকাতা: বহু প্রতীক্ষার পর আইনি জট পেরিয়ে অবশেষে প্রকাশিত হয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল ৷ নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক পদে টেট উত্তীর্ণদের চাকরিপ্রার্থীদের জন্য এটি সুখবর হলেও এর সঙ্গেই রয়েছে আশঙ্কা ৷ টেট উত্তীর্ণ হলেও চাকরি পাওয়া নিশ্চিত নয় বলেই জানাচ্ছে কমিশন ৷
এখনি নিয়োগ শুরু না হলেও তথ্য যাচাইয়ের প্রক্রিয়া শুরু করে দিয়েছে কমিশন ৷ তিনটি বিভাগে একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলপ্রকাশ করেছে কমিশন ৷ মূলত তথ্য যাচাই এর জন্য ডাকা হয়েছে,তথ্য যাচাই এর জন্য ডাকা হয়নি এবং প্রার্থীরা বাতিল- এই তিনভাগে ফলপ্রকাশ করেছে কমিশন ৷
1:1.4 অনুপাতে ডাকা হচ্ছে উত্তীর্ণ প্রার্থীদের ৷ অর্থাৎ ১০টি শূন্যপদের জন্য ১৪জন পরীক্ষার্থীকে ডাকা হবে ৷ তথ্য যাচাইয়ের জন্য ডাকা সব পরীক্ষার্থীদের ইন্টারভিউ সম্পূর্ণ হওয়ার পরও যদি শূন্যপদ থাকে তাহলে ‘তথ্য যাচাই এর জন্য ডাকা হয়নি’ বিভাগ থেকে পরীক্ষার্থীদের ডেকে পাঠানো হবে ৷
advertisement
advertisement
এখানেই যোগ্যতামান সংক্রান্ত মাপকাঠিতে বাতিল হয়ে যেতে পারেন অনেক পরীক্ষার্থী ৷ কমিশন সূত্রে খবর, শিক্ষক পদে নিয়োগের জন্য থাকতে হবে নূন্যতম ৫০ শতাংশ নম্বর ৷ টেট পরীক্ষায় পাশ করলেও অনেকেরই নূন্যতম নম্বর না থাকায় নথি যাচাই পর্বে বাতিল করে দেওয়া হচ্ছে আবেদনপত্র ৷
এছাড়াও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষক পদে যোগদানের প্রাথমিক যোগ্যতামানই হল বিএড বা তার সমতুল্য কোনও ডিগ্রি ৷ অনেক টেট উত্তীর্ণ পরীক্ষার্থী চাকরি পেতে অবৈধ উপায় অবলম্বন করছেন ৷ প্রশিক্ষণের জাল সার্টিফিকেট বানিয়ে তা নিয়ে হাজির হচ্ছেন কমিশনের কাছে ৷ কিন্তু যোগ্য প্রার্থীদের বেছে নিতে সাবধানী কমিশন সমস্ত নথি খুঁটিয়ে যাচাই করছেন ৷ তাতেই ধরা পড়ছে জালিয়াতি ৷
advertisement
এসব কারণে প্রথম পর্যায়ে নাম চুড়ান্ত হওয়া প্রার্থীদের মধ্যে অনেকে বাতিল হয়ে যাওয়ার ফলে ‘তথ্য যাচাই এর জন্য ডাকা হয়নি’ বিভাগ থেকেও পরীক্ষার্থীদের ডাক পাওয়ার আশা থাকছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
টেটে পাশ করলেও নিশ্চিত নয় শিক্ষকপদে নিয়োগ, আবার ‘ডাক না পেয়েও’ পেতে পারেন চাকরি
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement