#কলকাতা: এফআরডিআই বিলের প্রতিবাদে পথে নামবে শাসকদল। সংসদেও এ নিয়ে সরব হওয়ার নির্দেশ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিলের প্রতিবাদে বুথস্তর পর্যন্ত আন্দোলন চলবে। গতকাল তৃণমূলের কোর কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। মিড ডে মিলের চালের বরাদ্দ এফসিআই না দিলে রাজ্য নিজেই তার ব্যবস্থা করবে বলেও বৈঠকে সিদ্ধান্ত হয়।
এফআরডিআই বিল নিয়ে দেশজুড়ে বিতর্ক। এই বিলের প্রতিবাদে ইতিমধ্যেই সরব হয়েছেন ব্যাঙ্ককর্মীরা। কোটি কোটি গ্রাহকদের কথা ভেবে এবার এই বিলের প্রতিবাদে পথে নামার সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস। বিলের প্রতিবাদে বুথস্তর পর্যন্ত আন্দোলন হবে। কালা বিলের প্রতিবাদে কেন্দ্রকে চিঠিও দেওয়া হবে বলে শুক্রবার কোর কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।
মিড ডে মিলের জন্য বরাদ্দ চালের পরিমাণ এফসিআই কমিয়ে দেওয়া নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। এদিনের বৈঠকেও এ নিয়ে ক্ষোভপ্রকাশ করেন তৃণমূলনেত্রী। বৈঠকে সিদ্ধান্ত হয় রাজ্য সরকার চাল দিয়ে মিড ডে মিল চালু রাখবে।
এফডিআই নিয়ে সংসদেও দলীয় নেতৃত্বকে সরব হওয়ার নির্দেশ দেন তৃণমূলনেত্রী।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: FDDI, Mamata Banerjee, Parliament, TMC, TMC Supremo