TMC on India alliance: উত্তর প্রদেশের মতো শেষ পর্যন্ত বাংলায় হবে জোট? তৃণমূলের অবস্থান জানালেন ডেরেক

Last Updated:

বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের একা লড়াইয়ের ঘোষণা, নীতীশ কুমারের ফের বিজেপির হাত ধরার সিদ্ধান্তে জোর ধাক্কা খেয়েছিল ইন্ডিয়া জোট৷

জোট নিয়ে অবস্থান জানিয়ে দিল তৃণমূল৷
জোট নিয়ে অবস্থান জানিয়ে দিল তৃণমূল৷
কলকাতা : অন্য রাজ্যে যাই হোক না কেন, বাংলায় একলা লড়াইয়ের সিদ্ধান্ত থেকে সরে আসবে না তৃণমূল কংগ্রেস৷ উত্তর প্রদেশ সহ বেশ কয়েকটি রাজ্যে কংগ্রেসের সঙ্গে সমাজবাদী পার্টি, আম আদমি পার্টির আসন রফা চূড়ান্ত হয়ে গিয়েছে৷ এর পরই বাংলায় ফের তৃণমূলের সঙ্গে কংগ্রেসের আসন বণ্টন নিয়ে আলোচনা শুরু হবে কি না, তা নিয়ে নতুন করে জল্পনা ছড়ায়৷
সেই জল্পনায় জল ঢেলে দিয়ে তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন এক্স হ্যান্ডেলে জানিয়ে দিলেন, বাংলায় একলা লড়াই করার যে ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন, সেই অবস্থান বদল করছে না তৃণমূল৷ বরং অসমের বেশ কয়েকটি আসন এবং মেঘালয়ের তুরা লোকসভা কেন্দ্রটিতে তৃণমূল প্রার্থী দেওয়ার কথা বিবেচনা করছে বলেও জানিয়ে দিয়েছেন ডেরেক৷
advertisement
advertisement
ডেরেকের এই বক্তব্য থেকে স্পষ্ট, এই মুহুর্তে অন্তত কংগ্রেসের সঙ্গে কোনও সন্ধির পথে হাঁটছে না তৃণমূল৷ ফলে বাংলায় নতুন করে জোট আলোচনা শুরুর যে জল্পনা ছড়িয়েছিল, তাতেও জল ঢেলে দিল রাজ্যের শাসক দল৷
advertisement
বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের একা লড়াইয়ের ঘোষণা, নীতীশ কুমারের ফের বিজেপির হাত ধরার সিদ্ধান্তে জোর ধাক্কা খেয়েছিল ইন্ডিয়া জোট৷ কিন্তু গত কয়েকদিনে সেই ধাক্কা অনেকটাই সামলে উঠেছে কংগ্রেস৷ উত্তর প্রদেশে সমাজবাদী পার্টির সঙ্গে কংগ্রেসের আসন রফা আগেই চূড়ান্ত হয়েছিল৷ সূত্রের খবর, পঞ্জাবে আপ একা লড়ার সিদ্ধান্ত নিলেও দিল্লি, গুজরাত, গোয়া এবং হরিয়ানায় আপ- কংগ্রেস বোঝাপড়া চূড়ান্ত হয়ে গিয়েছে৷ এর পরই বাংলা নিয়ে ফের আশাবাদী হয়ে উঠেছিল কংগ্রেস হাইকম্যান্ড৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC on India alliance: উত্তর প্রদেশের মতো শেষ পর্যন্ত বাংলায় হবে জোট? তৃণমূলের অবস্থান জানালেন ডেরেক
Next Article
advertisement
২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
২২ গজের পর ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
  • ২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা

  • ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের

  • দেশের মহিলা ক্রিকেটের উত্থানের অন্যতম প্রতীকী মুহুর্ত

VIEW MORE
advertisement
advertisement