TMC on India alliance: উত্তর প্রদেশের মতো শেষ পর্যন্ত বাংলায় হবে জোট? তৃণমূলের অবস্থান জানালেন ডেরেক

Last Updated:

বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের একা লড়াইয়ের ঘোষণা, নীতীশ কুমারের ফের বিজেপির হাত ধরার সিদ্ধান্তে জোর ধাক্কা খেয়েছিল ইন্ডিয়া জোট৷

জোট নিয়ে অবস্থান জানিয়ে দিল তৃণমূল৷
জোট নিয়ে অবস্থান জানিয়ে দিল তৃণমূল৷
কলকাতা : অন্য রাজ্যে যাই হোক না কেন, বাংলায় একলা লড়াইয়ের সিদ্ধান্ত থেকে সরে আসবে না তৃণমূল কংগ্রেস৷ উত্তর প্রদেশ সহ বেশ কয়েকটি রাজ্যে কংগ্রেসের সঙ্গে সমাজবাদী পার্টি, আম আদমি পার্টির আসন রফা চূড়ান্ত হয়ে গিয়েছে৷ এর পরই বাংলায় ফের তৃণমূলের সঙ্গে কংগ্রেসের আসন বণ্টন নিয়ে আলোচনা শুরু হবে কি না, তা নিয়ে নতুন করে জল্পনা ছড়ায়৷
সেই জল্পনায় জল ঢেলে দিয়ে তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন এক্স হ্যান্ডেলে জানিয়ে দিলেন, বাংলায় একলা লড়াই করার যে ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন, সেই অবস্থান বদল করছে না তৃণমূল৷ বরং অসমের বেশ কয়েকটি আসন এবং মেঘালয়ের তুরা লোকসভা কেন্দ্রটিতে তৃণমূল প্রার্থী দেওয়ার কথা বিবেচনা করছে বলেও জানিয়ে দিয়েছেন ডেরেক৷
advertisement
advertisement
ডেরেকের এই বক্তব্য থেকে স্পষ্ট, এই মুহুর্তে অন্তত কংগ্রেসের সঙ্গে কোনও সন্ধির পথে হাঁটছে না তৃণমূল৷ ফলে বাংলায় নতুন করে জোট আলোচনা শুরুর যে জল্পনা ছড়িয়েছিল, তাতেও জল ঢেলে দিল রাজ্যের শাসক দল৷
advertisement
বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের একা লড়াইয়ের ঘোষণা, নীতীশ কুমারের ফের বিজেপির হাত ধরার সিদ্ধান্তে জোর ধাক্কা খেয়েছিল ইন্ডিয়া জোট৷ কিন্তু গত কয়েকদিনে সেই ধাক্কা অনেকটাই সামলে উঠেছে কংগ্রেস৷ উত্তর প্রদেশে সমাজবাদী পার্টির সঙ্গে কংগ্রেসের আসন রফা আগেই চূড়ান্ত হয়েছিল৷ সূত্রের খবর, পঞ্জাবে আপ একা লড়ার সিদ্ধান্ত নিলেও দিল্লি, গুজরাত, গোয়া এবং হরিয়ানায় আপ- কংগ্রেস বোঝাপড়া চূড়ান্ত হয়ে গিয়েছে৷ এর পরই বাংলা নিয়ে ফের আশাবাদী হয়ে উঠেছিল কংগ্রেস হাইকম্যান্ড৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC on India alliance: উত্তর প্রদেশের মতো শেষ পর্যন্ত বাংলায় হবে জোট? তৃণমূলের অবস্থান জানালেন ডেরেক
Next Article
advertisement
Raihan Vadra Engagement: বাগদান হয়ে গেল প্রিয়াঙ্কা গান্ধির পুত্র রাইহানের! কে এই আভিভা বেগ? চিনে নিন
বাগদান হয়ে গেল প্রিয়াঙ্কা গান্ধির পুত্র রাইহানের! কে এই আভিভা বেগ? চিনে নিন
  • বাগদান হয়ে গেল রাইহান বঢরার৷

  • প্রিয়াঙ্কা এবং রবার্ট বঢরার পুত্র রাইহান৷

  • বান্ধবী আভিভা বেগের সঙ্গে বাগদান সম্পন্ন৷

VIEW MORE
advertisement
advertisement