#কলকাতা: রবিবার ভোট৷ তার আগে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে উত্তাল কলকাতা-সহ গোটা রাজ্য৷ মঙ্গলবার রাতের ওই ঘটনার আজ অর্থাত্ বুধবার শহরে ধিক্কার মিছিল করবে তৃণমূল কংগ্রেস৷ সেই মিছিলে বাংলার মনীষীদের ছবি থাকবে সকলের হাতে৷ মিছিলে থাকবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
মূর্তি ভাঙার ঘটনার পর থেকেই তীব্র প্রতিবাদ শুরু করেছে তৃণমূল কংগ্রেস৷ সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রোফাইল ছবি বিদ্যাসাগর করেছেন৷ তৃমমূলের অন্যান্য নেতারাও সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল ছবি বিদ্যাসাগর করেছেন৷
বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রতিক্রিয়ায় মমতা বলেন, 'বাংলায় মণীষীদের মূর্তি ভাঙা সমর্থন করবে না মানুষ ৷ প্রতি ইঞ্চিতে ইঞ্চিতে এর জবাব দেওয়া হবে৷'
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।