‘দিল্লির লড়াইটা আমি দেখে নেব,পঞ্চায়েত ভোট আপনারা সামলান’, তৃণমূলের কোর কমিটির বৈঠকে বার্তা মমতার

Last Updated:

‘দিল্লির লড়াইটা আমি দেখে নেব,পঞ্চায়েত ভোট আপনারা সামলান’, তৃণমূলের কোর কমিটির বৈঠক থেকে বার্তা মমতার

 #কলকাতা: পঞ্চায়েত ভোটের আগে রণকৌশল নিয়ে বৈঠক ৷ তৃণমূলের বর্ধিত কোর কমিটির সভা থেকে দলীয় কর্মীদের উদ্দেশ্যে বার্তার সঙ্গে সঙ্গে বিজেপির দিকেও ছুঁড়ে দিলেন চ্যালেঞ্জ ৷ পঞ্চায়েত ভোটে টিকিট দেওয়া নিয়ে কোনও দলীয় কর্মী যাতে ঠিকাদারী না নেন সেই নিয়ে সতর্ক করলেন তৃণমূল সুপ্রিমো ৷
এদিনের বৈঠক থেকে দলীয় কর্মীদের উদ্দেশ্যে তাঁর বার্তা,
‘দলের জন্য যা ভাল সেটাই করতে হবে ৷ জেলার নেতা যা বলবেন সেটাই হবে না ৷ কোনও ব্যক্তির কথামতো দল চলবে না৷ প‍ঞ্চায়েতে ঠিকাদারি করা চলবে না৷ সেদিকে নজর রাখতে হবে ৷ কোনও পুরোন কর্মীকে যেন বঞ্চিত না করা হয় ৷’
advertisement
advertisement
একইসঙ্গে আসন্ন পঞ্চায়েত ভোটকে মাথায় রেখে দলের নেতা-কর্মীদের তৃণমূলনেত্রীর নির্দেশ, ‘সরকারের উন্নয়নমূলক কাজের প্রচার করুন ৷অপপ্রচার বন্ধে হাতিয়ার করুন সোশাল মিডিয়াকে ৷ কন্যাশ্রী, সবুজশ্রী, শিক্ষাশ্রী কত প্রকল্প করেছে সরকার ৷ ৩ লক্ষ লোককে জমির পাট্টা দেওয়া হয়েছে৷ বাংলায় ৩০ লক্ষ লোককে বাড়ি করে দিয়েছি ৷’একইসঙ্গে পার্শ্বশিক্ষকদের ষাট বছর পর্যন্ত চাকরির স্থায়ীকরনের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী ৷
advertisement
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সহ বোর্ড পরীক্ষার্থীদের সুবিধা অসুবিধার কথা মাথায় রেখে মাইক ব্যবহারের ক্ষেত্রে কিছু বিধিনিষেধও জারি করেছেন তৃণমূল সুপ্রিমো ৷
কোর কমিঠির বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায ছিলেন গেরুয়া বাহিনীও ৷ বিজেপির উদ্দেশ্যে তিনি বলেন, ‘বিজেপির জন্মের আগেই হিন্দু ধর্মের জন্ম ৷ কেউ কেউ দাবি করে হিন্দু ধর্ম তাঁদের ৷ দিল্লির লড়াইটা আমি দেখে নেব ৷ পঞ্চায়েত ভোট আপনারা সামলান ৷ তোমার টার্গেট বাংলা হলে আমাদের লালকেল্লা৷ দেশে এখন সম্পূর্ণ অরাজকতা চলছে ৷ তৃণমূল কারও কাছে মাথা বিক্রি করেনি ৷ কেউ কেউ বাংলায় আবার কুদৃষ্টি দিচ্ছে ৷ তৃণমূল সবথেকে স্বচ্ছ রাজনৈতিক দল৷ সারদা-নারদা আমাদের সময় তৈরি হয়নি৷ ব্যাঙ্কের থেকেও বড় দুর্নীতি নোটবন্দি ৷’
advertisement
পরোক্ষে ফেডারেল ফ্রন্টের সওয়াল করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,‘যেখানে যে শক্তিশালী তারই জেতা উচিত৷ ভারতের সব আঞ্চলিক দলের পাশে আছি৷২০১৯-এ বিজেপি ফিনিশ ৷ সব জোটসঙ্গীরা বিজেপিকে ছেড়ে যাচ্ছে ৷’
এদিনের সভা থেকে মুকুল রায়কেও কটাক্ষ করতে ছাড়েননি নেত্রী ৷ তিনি বলেন,
‘কিছু লোক গদ্দারি না করলে আমরাই জিততাম ৷ ত্রিপুরায় টাকা ঢেলে জিতেছে বিজেপি ৷ ত্রিপুরায় ০.৩% ভোটে জিতে নাচছে বিজেপি ৷’
advertisement
রাজ্যসভার প্রার্থীতেও বিজেপি বিরোধিতার জোটবার্তা ৷ কংগ্রেস প্রার্থী অভিষেক মনু সিংভিকে সমর্থন জানাল তৃণমূল কংগ্রেস ৷ আগামীকাল কলকাতায় আসছেন সিংভি ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাদ্যায়ের সঙ্গে দেখা করবেন সিংভি ৷ তারপর মনোনয়ন জমা দেবেন ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
‘দিল্লির লড়াইটা আমি দেখে নেব,পঞ্চায়েত ভোট আপনারা সামলান’, তৃণমূলের কোর কমিটির বৈঠকে বার্তা মমতার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement