‘দিল্লির লড়াইটা আমি দেখে নেব,পঞ্চায়েত ভোট আপনারা সামলান’, তৃণমূলের কোর কমিটির বৈঠকে বার্তা মমতার

Last Updated:

‘দিল্লির লড়াইটা আমি দেখে নেব,পঞ্চায়েত ভোট আপনারা সামলান’, তৃণমূলের কোর কমিটির বৈঠক থেকে বার্তা মমতার

 #কলকাতা: পঞ্চায়েত ভোটের আগে রণকৌশল নিয়ে বৈঠক ৷ তৃণমূলের বর্ধিত কোর কমিটির সভা থেকে দলীয় কর্মীদের উদ্দেশ্যে বার্তার সঙ্গে সঙ্গে বিজেপির দিকেও ছুঁড়ে দিলেন চ্যালেঞ্জ ৷ পঞ্চায়েত ভোটে টিকিট দেওয়া নিয়ে কোনও দলীয় কর্মী যাতে ঠিকাদারী না নেন সেই নিয়ে সতর্ক করলেন তৃণমূল সুপ্রিমো ৷
এদিনের বৈঠক থেকে দলীয় কর্মীদের উদ্দেশ্যে তাঁর বার্তা,
‘দলের জন্য যা ভাল সেটাই করতে হবে ৷ জেলার নেতা যা বলবেন সেটাই হবে না ৷ কোনও ব্যক্তির কথামতো দল চলবে না৷ প‍ঞ্চায়েতে ঠিকাদারি করা চলবে না৷ সেদিকে নজর রাখতে হবে ৷ কোনও পুরোন কর্মীকে যেন বঞ্চিত না করা হয় ৷’
advertisement
advertisement
একইসঙ্গে আসন্ন পঞ্চায়েত ভোটকে মাথায় রেখে দলের নেতা-কর্মীদের তৃণমূলনেত্রীর নির্দেশ, ‘সরকারের উন্নয়নমূলক কাজের প্রচার করুন ৷অপপ্রচার বন্ধে হাতিয়ার করুন সোশাল মিডিয়াকে ৷ কন্যাশ্রী, সবুজশ্রী, শিক্ষাশ্রী কত প্রকল্প করেছে সরকার ৷ ৩ লক্ষ লোককে জমির পাট্টা দেওয়া হয়েছে৷ বাংলায় ৩০ লক্ষ লোককে বাড়ি করে দিয়েছি ৷’একইসঙ্গে পার্শ্বশিক্ষকদের ষাট বছর পর্যন্ত চাকরির স্থায়ীকরনের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী ৷
advertisement
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সহ বোর্ড পরীক্ষার্থীদের সুবিধা অসুবিধার কথা মাথায় রেখে মাইক ব্যবহারের ক্ষেত্রে কিছু বিধিনিষেধও জারি করেছেন তৃণমূল সুপ্রিমো ৷
কোর কমিঠির বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায ছিলেন গেরুয়া বাহিনীও ৷ বিজেপির উদ্দেশ্যে তিনি বলেন, ‘বিজেপির জন্মের আগেই হিন্দু ধর্মের জন্ম ৷ কেউ কেউ দাবি করে হিন্দু ধর্ম তাঁদের ৷ দিল্লির লড়াইটা আমি দেখে নেব ৷ পঞ্চায়েত ভোট আপনারা সামলান ৷ তোমার টার্গেট বাংলা হলে আমাদের লালকেল্লা৷ দেশে এখন সম্পূর্ণ অরাজকতা চলছে ৷ তৃণমূল কারও কাছে মাথা বিক্রি করেনি ৷ কেউ কেউ বাংলায় আবার কুদৃষ্টি দিচ্ছে ৷ তৃণমূল সবথেকে স্বচ্ছ রাজনৈতিক দল৷ সারদা-নারদা আমাদের সময় তৈরি হয়নি৷ ব্যাঙ্কের থেকেও বড় দুর্নীতি নোটবন্দি ৷’
advertisement
পরোক্ষে ফেডারেল ফ্রন্টের সওয়াল করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,‘যেখানে যে শক্তিশালী তারই জেতা উচিত৷ ভারতের সব আঞ্চলিক দলের পাশে আছি৷২০১৯-এ বিজেপি ফিনিশ ৷ সব জোটসঙ্গীরা বিজেপিকে ছেড়ে যাচ্ছে ৷’
এদিনের সভা থেকে মুকুল রায়কেও কটাক্ষ করতে ছাড়েননি নেত্রী ৷ তিনি বলেন,
‘কিছু লোক গদ্দারি না করলে আমরাই জিততাম ৷ ত্রিপুরায় টাকা ঢেলে জিতেছে বিজেপি ৷ ত্রিপুরায় ০.৩% ভোটে জিতে নাচছে বিজেপি ৷’
advertisement
রাজ্যসভার প্রার্থীতেও বিজেপি বিরোধিতার জোটবার্তা ৷ কংগ্রেস প্রার্থী অভিষেক মনু সিংভিকে সমর্থন জানাল তৃণমূল কংগ্রেস ৷ আগামীকাল কলকাতায় আসছেন সিংভি ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাদ্যায়ের সঙ্গে দেখা করবেন সিংভি ৷ তারপর মনোনয়ন জমা দেবেন ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
‘দিল্লির লড়াইটা আমি দেখে নেব,পঞ্চায়েত ভোট আপনারা সামলান’, তৃণমূলের কোর কমিটির বৈঠকে বার্তা মমতার
Next Article
advertisement
সঞ্জীব কুমারকে ভালবেসেছিলেন, কিন্তু বিয়ে হয়নি, নিয়তির আশ্চর্য সমাপতন, নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা সুলক্ষণা পণ্ডিত
সঞ্জীব কুমারকে ভালবেসেও বিয়ে হয়নি,নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা
  • সঞ্জীব কুমারকে ভালবেসেছিলেন, কিন্তু বিয়ে হয়নি

  • নিয়তির আশ্চর্য সমাপতন

  • নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা

VIEW MORE
advertisement
advertisement