Tmc: সামনে সেই মহিলারা, পঞ্চায়েতের আগে বিরাট প্ল্যান তৃণমূলের! তুঙ্গে আলোড়ন
- Published by:Suman Biswas
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Tmc: টার্গেট মহিলা ভোট। আবাস, শৌচালয় ও সড়ক নিয়ে তাদের মত গুরুত্ব দিতে চায় তৃণমূল।
কলকাতা: টার্গেট মহিলা ভোট।বিধানসভা ভোটের ধারা বজায় রাখতে চায় তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েত ভোটে মহিলাদের মন বুঝতে 'চলো গ্রামে যাই' কর্মসূচী নিয়েছিল তৃণমূল মহিলা কংগ্রেস গত ৭৫ দিনের রিপোর্ট তৈরি করে জমা দেওয়া হল দলের শীর্ষ নেতৃত্বের কাছে।জনসংযোগ কর্মসূচীতে উঠে এসেছে আবাস, শৌচালয় ও সড়ক প্রসঙ্গ।আবাস ইস্যুতে মহিলাদের বোঝানো হচ্ছে ২০১৮ সালের আবাস তালিকা নিয়ে কেন্দ্র রাজনীতি করছে।তবে প্রকৃত প্রাপকদের বোঝানো হচ্ছে সরকার পাশে আছে।শৌচালয় ও সড়ক নিয়ে প্রশাসনের কাছে পাঠানো হচ্ছে রিপোর্ট। ৭৫ দিনের কর্মসূচীতে লক্ষ্মীর ভান্ডার নিয়ে আগ্রহ পাওয়া গেছে রাজ্য জুড়ে।
৩৬ সাংগঠনিক জেলার রিপোর্ট নিয়ে আগামীকাল বৈঠকে বসছে তৃণমূল মহিলা কংগ্রেস। পঞ্চায়েতের আগে মহিলাদের জনসংযোগে পরবর্তী পরিকল্পনা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে আগামী কাল।।তৃণমূল ভবনে মেগা বৈঠকে রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেস । আগামীকাল ১ ফেব্রুয়ারি হবে এই বৈঠক । চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে অনুষ্ঠিত হবে এই বৈঠক আবাস নিয়ে রাজ্যের মহিলাদের ক্ষোভ প্রশমনে কি এবার বিশেষ উদ্যোগ তৃণমূল মহিলা কংগ্রেসের ? গ্রামে চলো যাই কর্মসূচি শেষে এবার ফের রাজ্য দফতরে বিশেষ বৈঠক ডাকলো মহিলা তৃণমূল ।
advertisement
advertisement
আগামী ১ ফেব্রুয়ারি তৃণমূল ভবনে ডাকা হয়েছে ওই বৈঠক। চলো গ্রামে যাই কর্মসূচিতে আবাস , শৌচাগার আর রাস্তা নিয়ে অভিযোগ জানিয়েছিল রাজ্যের মহিলারা । সেই রিপোর্টও দলের কাছে জমা করেছে তৃণমূল মহিলা শাখা । এবার পরবর্তী কর্মসূচি ঠিক করতেই কি মেগা বৈঠকে রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেস ? গত নভেম্বর মাসে শাসক দলের এই মহিলা শাখা শুরু করে মহিলাদের সঙ্গে জনসংযোগ কর্মসূচি চলো গ্রামে যাই ।
advertisement
গত ১২ জানুয়ারি শেষ হয়েছে এই অভিযানের ৭৫ দিন । তিন দফা রিপোর্ট জমা পড়েছে মহিলা তৃণমূলের রাজ্য নেতৃত্বের কাছে । এই রিপোর্ট জুড়ে উল্লেখ, মহিলারা সব চেয়ে বেশি অভিযোগ জানিয়েছেন আবাস নিয়ে । মহিলাদের মুখে আবাস নিয়ে অভিযোগ শুনতে হয়েছে খোদ মহিলা তৃণমূল সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকেও । দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে আবাস দুর্নীতি নিয়ে সব চেয়ে বেশি অভিযোগ শুনতে হচ্ছে । এবার পঞ্চায়েতের আগে আবাস দুর্নীতি নিয়ে রাজ্যের মহিলাদের বোঝাতেই কি বিশেষ উদ্যোগ তৃণমূল মহিলা শাখার । তাই কি জেলা এবং রাজ্য মহিলা নেতৃত্ব কে নিয়ে বিশেষ বৈঠক ? চলছে জল্পনা ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 31, 2023 9:42 AM IST