Suvendu Adhikari: 'ওর ধারে কাছে কেউ ভিড়তে পারবে না', অভিষেককে কেন এমন নিশানা শুভেন্দুর? জোর জল্পনা
- Published by:Suman Biswas
Last Updated:
Suvendu Adhikari: শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়ার পাল্টা প্রতিক্রিয়া দিলেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের কো অর্ডিনেটর অজিত মাইতি।
শোভন দাস, পশ্চিম মেদিনীপুর: তৃণমূলের ঢোল না বাজালেই বাংলায় শিল্পীদের কুরুচিকর আক্রমনের মুখে পড়তে হবে। সোমবার সন্ধ্যায় মেদিনীপুরে দাঁড়িয়ে শাসকদল তৃণমূলকে এমনই কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
তিনি বলেন, খেলোয়াড় হোক, চিত্রকার হোক, আর্টিস্ট হোক বা কার্টুনিস্ট হোক, যেই হোক, তৃণমূলের বশংবাদ না হলে তৃণমূলের নেতাদের কুরুচিকর মন্তব্যের সামনে পড়তে হবে। হিরণ চট্টোপাধ্যায়কে শাসকদলের মন্তব্যের পরিপ্রেক্ষিতে মেদিনীপুরে এমনই প্রতিক্রিয়া দিলেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি কেশপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা প্রসঙ্গে তিনি বলেন, ''ওর ধারে কাছে কেউ ভিড়তে পারবে না। আট হাজার পুলিশ থাকবে। যুবরাজ আসবে, রাজতন্ত্র। পরিবারতন্ত্র বদলে গেছে, এখন পশ্চিমবঙ্গে রাজতন্ত্র চলছে। এসব করে কিচ্ছু হবে না।''
advertisement
আরও পড়ুন: গিরগিটির মতো রং বদল আবহাওয়ার! ২ দিনে হু হু হাওয়ায় ভর করে শীত ফিরবে বঙ্গে, পূর্বাভাসে বিরাট চমক
advertisement
অন্যদিকে শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়ার পাল্টা প্রতিক্রিয়া দিলেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের কো অর্ডিনেটর অজিত মাইতি। তিনি বলেন, ''কেউ নিজেকে বিরাট রাজা উজির ভাবতে পারেন। অন্যদের কর্মচারী ভাবতে পারেন। আমরা মেনে নিচ্ছি, আমরা কর্মচারী। আপনি দিল্লির মালিক তো, নাকি আপনি দিল্লির মুনসবদারদের তোষামোদ করছেন, নাকি মুনসবদারটাই হতে পারছেন না। সেটা আগে ভাবুন।''
advertisement
অজিত মাইতির সংযোজন, ''অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় দু লক্ষ লোক হবে। আট হাজার পুলিশ থাকাটা তো স্বাভাবিক। ডবল ডেকার রাস্তা দিয়ে গেলে মারুতিকে রাস্তা ছেড়ে দিতে হয়, সেটা কি বিরোধী দলনেতার মাথায় নেই?''
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 31, 2023 9:14 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Suvendu Adhikari: 'ওর ধারে কাছে কেউ ভিড়তে পারবে না', অভিষেককে কেন এমন নিশানা শুভেন্দুর? জোর জল্পনা