TMC show cause Kunal Ghosh: তাঁকে বোঝাতে গেলেন কুণাল, তখনই এল শো কজ নোটিস! তাপস বললেন, 'এটাই তো দল'

Last Updated:

কুণালকে শো কজের কথা এ দিন সংবাদমাধ্যমের সামনে জানিয়েছেন তাপস রায়ই৷

তাপসকে বোঝানোর মধ্যেই কুণালকে শো কজ৷
তাপসকে বোঝানোর মধ্যেই কুণালকে শো কজ৷
কলকাতা: তাপস রায়কে দল না ছাড়ার অনুরোধ করতে সোমবার সকালে তাঁর বাড়িতে গিয়েছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ৷ কুণালের সঙ্গে ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও৷ কিন্তু তিনি যখন তাপস রায়কে সিদ্ধান্ত বদলের অনুরোধ করছেন, তখনই কুণালের কাছে এল দলের শো কজ নোটিস৷ আর এই ঘটনা দেখে তাপস রায়ের কটাক্ষ,  ‘এটাই তো দল৷ এখানে যাঁদের সাসপেন্ড, শো কজ, বহিষ্কার করার কথা, তাঁরাই দলে থেকে যায়৷’
গত বেশ কিছু দিন ধরে কলকাতা উত্তরের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হয়েছেন কুণাল ঘোষ৷ তাঁর সঙ্গে সরব হয়েছিলেন তাপস রায়ও৷ দলকে বিড়ম্বনায় ফেলে সুদীপের বিরুদ্ধে প্রকাশ্যে সরব হওয়ার জন্যই এ দিন কুণালকে শো কজ করেছেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি৷ এ দিন সকালে কুণাল যখন তাপস রায়ের বাড়িতে ছিলেন, সেই সময়ই তাঁর কাছে ওই নোটিস এসে পৌঁছয়৷ কুণাল অবশ্য জানিয়েছেন, শো কজ নোটিসে কী বলা হয়েছে না দেখে তিনি উত্তর দেবেন না৷
advertisement
advertisement
কুণালকে শো কজের কথা এ দিন সংবাদমাধ্যমের সামনে জানিয়েছেন তাপস রায়ই৷ কুণালের পরিণতিকে উদাহরণ করেই তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি৷ কটাক্ষের সুরে তাপস বলেন, ‘কুণাল আমার বাড়িতে এল আমাকে বোঝানোর জন্য, যাতে আমি দল না ছাড়ি৷ আর তখনই ওর কাছে সুব্রত বক্সির শো কজ নোটিস আসল৷ এটাই তো দল৷ এখানে যাঁদের সাসপেন্ড, শো কজ, বহিষ্কার করার কথা, তাঁরা বহাল তবিয়তে থাকেন৷’
advertisement
এ দিন অবশ্য কুণাল -ব্রাত্যর অনুরোধ সত্ত্বেও দল ছাড়ার সিদ্ধান্ত থেকে সরে আসেননি তাপস রায়৷ এমন কি, বরানগরের বিধায়ক পদ থেকেও ইস্তফা দিয়েছেন তিনি৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC show cause Kunal Ghosh: তাঁকে বোঝাতে গেলেন কুণাল, তখনই এল শো কজ নোটিস! তাপস বললেন, 'এটাই তো দল'
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement