TMC show cause Kunal Ghosh: তাঁকে বোঝাতে গেলেন কুণাল, তখনই এল শো কজ নোটিস! তাপস বললেন, 'এটাই তো দল'
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
কুণালকে শো কজের কথা এ দিন সংবাদমাধ্যমের সামনে জানিয়েছেন তাপস রায়ই৷
কলকাতা: তাপস রায়কে দল না ছাড়ার অনুরোধ করতে সোমবার সকালে তাঁর বাড়িতে গিয়েছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ৷ কুণালের সঙ্গে ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও৷ কিন্তু তিনি যখন তাপস রায়কে সিদ্ধান্ত বদলের অনুরোধ করছেন, তখনই কুণালের কাছে এল দলের শো কজ নোটিস৷ আর এই ঘটনা দেখে তাপস রায়ের কটাক্ষ, ‘এটাই তো দল৷ এখানে যাঁদের সাসপেন্ড, শো কজ, বহিষ্কার করার কথা, তাঁরাই দলে থেকে যায়৷’
গত বেশ কিছু দিন ধরে কলকাতা উত্তরের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হয়েছেন কুণাল ঘোষ৷ তাঁর সঙ্গে সরব হয়েছিলেন তাপস রায়ও৷ দলকে বিড়ম্বনায় ফেলে সুদীপের বিরুদ্ধে প্রকাশ্যে সরব হওয়ার জন্যই এ দিন কুণালকে শো কজ করেছেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি৷ এ দিন সকালে কুণাল যখন তাপস রায়ের বাড়িতে ছিলেন, সেই সময়ই তাঁর কাছে ওই নোটিস এসে পৌঁছয়৷ কুণাল অবশ্য জানিয়েছেন, শো কজ নোটিসে কী বলা হয়েছে না দেখে তিনি উত্তর দেবেন না৷
advertisement
advertisement
কুণালকে শো কজের কথা এ দিন সংবাদমাধ্যমের সামনে জানিয়েছেন তাপস রায়ই৷ কুণালের পরিণতিকে উদাহরণ করেই তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি৷ কটাক্ষের সুরে তাপস বলেন, ‘কুণাল আমার বাড়িতে এল আমাকে বোঝানোর জন্য, যাতে আমি দল না ছাড়ি৷ আর তখনই ওর কাছে সুব্রত বক্সির শো কজ নোটিস আসল৷ এটাই তো দল৷ এখানে যাঁদের সাসপেন্ড, শো কজ, বহিষ্কার করার কথা, তাঁরা বহাল তবিয়তে থাকেন৷’
advertisement
এ দিন অবশ্য কুণাল -ব্রাত্যর অনুরোধ সত্ত্বেও দল ছাড়ার সিদ্ধান্ত থেকে সরে আসেননি তাপস রায়৷ এমন কি, বরানগরের বিধায়ক পদ থেকেও ইস্তফা দিয়েছেন তিনি৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 04, 2024 3:10 PM IST