Madan Mitra: কলেজ কাণ্ডে বিতর্কিত মন্তব্য, মদনকে শো কজ তৃণমূলের! আজই কি জবাব দেবেন কামারহাটির বিধায়ক?

Last Updated:

মদনকে দলের পক্ষ থেকে যে নোটিস পাঠানো হয়েছিল তাতে তিন দিনের মধ্যে তাঁকে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়৷

কী বলল হাইকোর্ট?
কী বলল হাইকোর্ট?
দক্ষিণ কলকাতা আইন কলেজে ছাত্রীর গণধর্ষণের ঘটনায় বিতর্কিত মন্তব্য করে এবার দলের রোষে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র৷ শনিবার মদন ওই অসংবেদনশীল মন্তব্য করেন বলে অভিযোগ৷ এর পরিপ্রেক্ষিতে রবিবারই মদনকে শো কজ করেছে তৃণমূল কংগ্রেস৷
তবে মদন একা নন, তার আগে এই ঘটনায় তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যেও বিতর্ক ছড়িয়েছিল৷ দুই নেতার মন্তব্যেরই সমালোচনা  করে বিবৃতি দেয় তৃণমূল৷ দলের সাংসদ ও বিধায়কের বিতর্কিত মন্তব্যের দায়ও নেয়নি দল৷ শনিবার মদন বলেছিলেন, ওই ছাত্রী কলেজের ইউনিয়ন রুমে না গেলেই এই ঘটনা ঘটত না৷
মদনকে দলের পক্ষ থেকে যে নোটিস পাঠানো হয়েছিল তাতে তিন দিনের মধ্যে তাঁকে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়৷ সূত্রের খবর, কামারহাটির বিধায়ক আজই শো কজ নোটিসের জবাব দিয়ে দিতে পারেন৷
advertisement
advertisement
প্রসঙ্গত, কল্যাণ বন্দ্যাোপাধ্যায় এবং মদন মিত্রের এই বিতর্কিত মন্তব্যের পরই তৃণমূলের অন্দরের কাজিয়া প্রকাশ্যে চলে এসেছে৷ বিতর্কিত মন্তব্যের জন্য কল্যাণ এবং মদন নাম না করে নারী বিদ্বেষী বলে আক্রমণ করেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র৷ এর পরই প্রকাশ্যে মহুয়া মৈত্রকে তুমুল আক্রমণ করেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Madan Mitra: কলেজ কাণ্ডে বিতর্কিত মন্তব্য, মদনকে শো কজ তৃণমূলের! আজই কি জবাব দেবেন কামারহাটির বিধায়ক?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement