Madan Mitra on Law college case: কলেজে ধর্ষণ নিয়ে মন্তব্যের জের! বিধায়ক মদন মিত্রের বিরুদ্ধে কড়া পদক্ষেপ তৃণমূলের

Last Updated:

Madan Mitra on Law college case: সাউথ কলকাতা ল কলেজে ধর্ষণের ঘটনায় মদন মিত্রের মন্তব্য অস্বস্তি বাড়িয়েছিল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের। তিন দিনের মধ্যে মন্তব্যের জন্য কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে কামারহাটির বিধায়ক মদন মিত্রকে।

কী বলল দল?
কী বলল দল?
কলকাতা: সাউথ কলকাতা ল কলেজে ধর্ষণের ঘটনায় মদন মিত্রের মন্তব্য অস্বস্তি বাড়িয়েছিল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের। এবার সেই ঘটনায় কড়া অবস্থান নিল তৃণমূল কংগ্রেস। তিন দিনের মধ্যে মন্তব্যের জন্য কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে কামারহাটির বিধায়ক মদন মিত্রকে।
সম্প্রতি কসবায় ল কলেজে গণধর্ষণ নিয়ে তোলপাড় রাজ্য। এই নিয়ে মদন মিত্র মন্তব্য করেছিলেন, ‘‘মেয়েটি ওখানে না গেলে এই ঘটনা ঘটত না! যদি যাওয়ার সময় কাউকে বলে যেত, কিংবা কয়েক জন বান্ধবীকে সঙ্গে নিয়ে যেত, তা হলে হয়তো এই ঘটনা আটকানো যেত”। মদন মিত্রের এই মন্তব্য নিয়ে সমালোচনা হয় নানা স্তরে, কেন নির্যাতিতার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে সেই নিয়ে সমালোচনা হয়।
advertisement
advertisement
এই নিয়ে শাসক দলের মদন মিত্রকে দেওয়া চিঠিতে মদন মিত্রের মন্তব্যকে অপ্রয়োজনীয় এবং অসংবেদনশীল বলা হয়। পাশাপাশি মদনের মন্তব্য যে দলের ভাবমূর্তিকে আঘাত করেছে তা-ও জানিয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে ‘দলের অবস্থানের বিরুদ্ধাচরণ’ করার জন্য তিন দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
প্রসঙ্গত, মদন মিত্রের মন্তব্য নিয়ে দল আগেও সমালোচনা করেছিল। তৃণমূলের তরফ থেকে জানানো হয়, এই ধরনের মন্তব্য ব্যক্তিগত। এর সঙ্গে দলের অবস্থান ভিন্ন। মহিলাকেন্দ্রীক অপরাধ নিয়ে দল বরাবরই জিরো টলারেন্স নীতি নিয়েছে, ভবিষ্যতেও তা-ই নেবে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Madan Mitra on Law college case: কলেজে ধর্ষণ নিয়ে মন্তব্যের জের! বিধায়ক মদন মিত্রের বিরুদ্ধে কড়া পদক্ষেপ তৃণমূলের
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
  • উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা !

  • দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement