জহর সরকারকে স্বার্থপর বললেন সৌগত, 'পারলে সাংসদ পদ ছাড়ুন', করলেন চ্য়ালেঞ্জ
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
বললেন, জহর সরকার কতটা স্বার্থকেন্দ্রীক, তাঁর এই কথাতেই স্পষ্ট হয়েছে।
#কলকাতা: আগেই সাংবাদমাধ্যমের সামনে তৃণমূলের বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন ঘাসফুলেরই রাজ্যসভার সাংসদ জহর সরকার। এ বার জহরের বক্তব্য়কে পাল্টা আক্রমণ করলেন তৃণমূলের সাংসদ সৌগত রায়। জহরকে স্বার্থপর বলে তীব্র ভাষায় কটাক্ষ করলেন সৌগত। বললেন, জহর সরকার কতটা স্বার্থকেন্দ্রীক, তাঁর এই কথাতেই স্পষ্ট হয়েছে। এমন আমলারা শুধু উপকার গ্রহণ করতে রাজি আছেন, কিন্তু তার পর ক্ষতি করতে একবারও ভাবেন না।
পার্থ চট্টোপাধ্য়ায়ের গ্রেফতারি, তার পর একের পর তৃণমূল নেতার নাম শিক্ষক নিয়োগের দূর্নীতির সঙ্গে জড়িয়ে পড়া, পরেশ অধিকারী, মানিক ভট্টাচার্য থেকে সকলেই দলেরই অংশ। অন্য় দিকে গরু-পাচার মামলায় জেলের মধ্য়ে রয়েছেন অনুব্রত মণ্ডল, সেখানেও তৃণমূলের বিভিন্ন স্তরের মানুষের নাম উঠে আসছে। সেই নিয়েই সংবাদ মাধ্য়মের সামনে একরাশ ক্ষোভ উগরে দেন জহর সরকার। তিনি সংবাদমাধ্য়মে বলেন, শরীরের একদিকে পচা অংশ নিয়ে ২০২৪ সালের নির্বাচন লড়াই কার মুশকিল। এ ছাড়া পার্থ চট্টোপাধ্য়ায়কে তিনি বলেন, আমি তো টিবিতে দেখে বিশ্বাস করতে পারছিলাম না। তিনি কার সঙ্গে ঘনিষ্ঠ, তা নিয়ে আমি কী বলব। কিন্তু দুর্নীতির টাকা দিয়ে তাঁকে অলঙ্কৃত করা, দেখলে গা শিরশির করে।
advertisement
advertisement
সেই ঘটনার উত্তরেই সৌগত রায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন ক্যামেরার সামনে। তিনি বলেন, আমি কখনও জহর সরকারকে তৃণমূলের মিছিলে হাঁটতে দেখিনি। ওঁকে রাজ্য়সভার সাংসদ করেছিল দল। আর তিনিই প্রকাশ্য়ে দলবিরোধী কথা বলে দিলেন। মনে হয় এমন স্বার্থপর লোককে সাংসদ করা উচিত নয়। এক বছরের মধ্যে তিনি ওঁর রূপ বুঝিয়ে দিলেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 30, 2022 8:13 PM IST