TMC Rally: অক্সফোর্ড কাণ্ডের জের! রাজপথে শশী পাঁজা এবং চন্দ্রিমার নেতৃত্বে প্রতিবাদ মিছিল
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
West Bengal news: অক্সফোর্ড কাণ্ডের প্রতিবাদে কলকাতায় প্রতিবাদ মিছিলে তৃণমূল। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মুখ্যমন্ত্রীর ভাষণের সময়ে উত্তেজনা দেখা দেয়। যা নিয়ে আগেই বিরোধীদের নিশানা করেছিল তৃণমূল কংগ্রেস।
কলকাতা: অক্সফোর্ড কাণ্ডের প্রতিবাদে কলকাতায় প্রতিবাদ মিছিলে তৃণমূল। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মুখ্যমন্ত্রীর ভাষণের সময়ে উত্তেজনা দেখা দেয়। যা নিয়ে আগেই বিরোধীদের নিশানা করেছিল তৃণমূল কংগ্রেস।
এবার কলকাতায় প্রতিবাদ মিছিলে নামলেন শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য, স্মিতা বক্সী-সহ এক ঝাঁক প্রথম সারির নেতৃরা। শুক্রবার ওয়েলিংটন স্কোয়ার থেকে জোরিনা ক্রসিং পর্যন্ত প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। সেই মিছিলেই অক্সফোর্ডের ঘটনার তীব্র প্রতিবাদ করেন উপস্থিত নেত্রীরা।
advertisement
advertisement
পাশাপাশি এদিন মহিলাদের নিয়ে দীলিপ ঘোষের করা মন্তব্যেরও প্রতিবাদ করা হয়। গাংনাপুরে গিয়ে মহিলাদের সঙ্গে বাদানুবাদে জড়ান দিলীপ ঘোষ। বুধবার তিনি এই প্রসঙ্গে আবার বলেন, “আমি সে দিন ক’টা পুতনাকে তাড়া করেছিলাম! বলেছিলাম, গাড়ি চালিয়ে দেব বুকের উপর দিয়ে!”
advertisement
এখানেই না থেমে দিলীপ বলেন, “আমরা মা সীতা, আমার মা দ্রৌপদী, এদের মায়ের আসনে বসিয়েছি। শূর্পণখা আর পুতনাকে কখনও বসাব না। তাদের বুকের উপর দিয়ে গাড়িই চালাব!” পুতনা-প্রসঙ্গে তাঁর সংযোজন, “যে এই মহিলাকে বধ করেছে, আমরা তাকে মালা দিই, তাঁর ছবি রাখি— আর এটা ভারতবর্ষের সংস্কৃতি”।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
March 28, 2025 9:10 PM IST