TMC Manifesto for KMC Elections 2021: অভিযোগ নিষ্পত্তি সেল, পাড়ায় সমাধান অ্যাপ, তৃণমূলের ইস্তেহারে একাধিক চমক
- Published by:Debamoy Ghosh
Last Updated:
চালু করা হচ্ছে পাড়ায় সমাধান অ্যাপ। এই নতুন মোবাইল অ্যাপের মাধ্যমে নাগরিকরা যে কোনও খারাপ রাস্তা, নর্দমা বা ভ্যাটের একটি জিওট্যাগযুক্ত ছবি আপলোড করতে পারবেন ()।
#কলকাতা: কলকাতার ১০ দিগন্ত। এই নামেই ইস্তেহার প্রকাশ করল তৃণমূল কংগ্রেস (TMC Manifesto for KMC Elections 2021)। ইস্তাহারে জোর দেওয়া হয়েছে শহরের জমা জলের যন্ত্রণা দূর করার উপরে। ইস্তেহারে গুরুত্ব দেওয়া হয়েছে পানীয় জলের সরবরাহ বৃদ্ধি করার উপরেও৷ গড়িয়া, যাদবপুর, টালিগঞ্জ ও জোড়াবাগান অঞ্চলে পানীয় জল সরবরাহে জোর দেওয়া হয়েছে৷
একই সঙ্গে তৃণমূল তাদের ইস্তেহারে (TMC Manifesto) প্রশাসনিক প্রক্রিয়ায় নজর দেবে বলে ঘোষণা করেছে৷ তৃণমূল তাদের ইস্তেহার জানিয়েছে তারা চালু করতে চলেছে ওয়ার্ড পরিকল্পক কমিটি। স্থানীয় বাসিন্দা এবং সংশ্লিষ্ট সবপক্ষের প্রতিনিধিত্ব সহ একটি ওয়ার্ড এই পরিকল্পক কমিটি গঠন করা হবে৷ যার একটি কাজ হবে ওয়ার্ড পর্যায়ে উন্নয়নমূলক উদ্যোগ নিয়ে আলোচনা এবং তা বাস্তবায়নের জন্যে প্রত্যেক মাসে সভা করা।
advertisement
advertisement
এ ছাড়াও ওয়ার্ড স্তরের অভিযোগ সমাধানের জন্য থাকবে নিষ্পত্তি সেল। প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলরের অফিসে একটি অভিযোগ নিষ্পত্তি সেল স্থাপন করা হবে। যেখানে বাসিন্দারা ওয়ার্ড স্তরের অভিযোগের সাথে সাথে প্রতিকারের জন্যে সরাসরি তাঁদের কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
advertisement
এর পাশাপাশি চালু করা হচ্ছে পাড়ায় সমাধান অ্যাপ। এই নতুন মোবাইল অ্যাপের মাধ্যমে নাগরিকরা যে কোনও খারাপ রাস্তা, নর্দমা বা ভ্যাটের একটি জিওট্যাগযুক্ত ছবি আপলোড করতে পারবেন। ১৪ দিনের মধ্যে সমস্যা সমাধান হবে৷ শনিবার এই ইস্তাহার প্রকাশ করেন দলের শীর্ষ নেতারা৷ হাজির ছিলেন কলকাতা পুরসভার ১৪৪ ওয়ার্ডের তৃণমূল প্রার্থীরা।
advertisement
এ দিন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, কলকাতা তিলোত্তমা হয়েছে। তাকে আরও তিলোত্তমা করতে হবে। সেই লক্ষ্যেই এই ইস্তােহার। আমরা আশাবাদী শুধু নই, দৃঢ় প্রতিজ্ঞ। যে দাবি সনদ পেশ করেছি তা আমাদের প্রার্থীরা করে দেখাবেন। ১৪৪ আসনেই আমরা জয়যুক্ত হব। যারা পুর প্রতিনিধি হবেন, তাদের বলছি এই ইস্তেহার বেদ বাক্যের মতো সাথে নিয়ে থাকবেন। কোথায় কোথায় দুর্বলতা আছে, কোথায় কোথায় আরও কাজ করতে হবে। আর মনে রাখবেন আপনাদের যেন দেখা যায়।'
advertisement
ইতিমধ্যেই এই ইস্তাহার নিয়ে দলের তরফে প্রচারে নামতে বলা হয়েছে প্রার্থীদের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 11, 2021 4:42 PM IST