#কলকাতা: কলকাতার ১০ দিগন্ত। এই নামেই ইস্তেহার প্রকাশ করল তৃণমূল কংগ্রেস (TMC Manifesto for KMC Elections 2021)। ইস্তাহারে জোর দেওয়া হয়েছে শহরের জমা জলের যন্ত্রণা দূর করার উপরে। ইস্তেহারে গুরুত্ব দেওয়া হয়েছে পানীয় জলের সরবরাহ বৃদ্ধি করার উপরেও৷ গড়িয়া, যাদবপুর, টালিগঞ্জ ও জোড়াবাগান অঞ্চলে পানীয় জল সরবরাহে জোর দেওয়া হয়েছে৷
একই সঙ্গে তৃণমূল তাদের ইস্তেহারে (TMC Manifesto) প্রশাসনিক প্রক্রিয়ায় নজর দেবে বলে ঘোষণা করেছে৷ তৃণমূল তাদের ইস্তেহার জানিয়েছে তারা চালু করতে চলেছে ওয়ার্ড পরিকল্পক কমিটি। স্থানীয় বাসিন্দা এবং সংশ্লিষ্ট সবপক্ষের প্রতিনিধিত্ব সহ একটি ওয়ার্ড এই পরিকল্পক কমিটি গঠন করা হবে৷ যার একটি কাজ হবে ওয়ার্ড পর্যায়ে উন্নয়নমূলক উদ্যোগ নিয়ে আলোচনা এবং তা বাস্তবায়নের জন্যে প্রত্যেক মাসে সভা করা।
আরও পড়ুন: লক্ষ্মীর ভান্ডার মডেল গোয়াতেও! পাঁচশোর বদলে মাসে পাঁচ হাজার, প্রতিশ্রুতি তৃণমূলের
এ ছাড়াও ওয়ার্ড স্তরের অভিযোগ সমাধানের জন্য থাকবে নিষ্পত্তি সেল। প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলরের অফিসে একটি অভিযোগ নিষ্পত্তি সেল স্থাপন করা হবে। যেখানে বাসিন্দারা ওয়ার্ড স্তরের অভিযোগের সাথে সাথে প্রতিকারের জন্যে সরাসরি তাঁদের কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
এর পাশাপাশি চালু করা হচ্ছে পাড়ায় সমাধান অ্যাপ। এই নতুন মোবাইল অ্যাপের মাধ্যমে নাগরিকরা যে কোনও খারাপ রাস্তা, নর্দমা বা ভ্যাটের একটি জিওট্যাগযুক্ত ছবি আপলোড করতে পারবেন। ১৪ দিনের মধ্যে সমস্যা সমাধান হবে৷ শনিবার এই ইস্তাহার প্রকাশ করেন দলের শীর্ষ নেতারা৷ হাজির ছিলেন কলকাতা পুরসভার ১৪৪ ওয়ার্ডের তৃণমূল প্রার্থীরা।
আরও পড়ুন: প্রার্থী প্রিয়জন, ওয়াররুমে আপনজন! কলকাতার ভোট-বাজারে নেতাদের চালিকাশক্তিরাও
এ দিন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, কলকাতা তিলোত্তমা হয়েছে। তাকে আরও তিলোত্তমা করতে হবে। সেই লক্ষ্যেই এই ইস্তােহার। আমরা আশাবাদী শুধু নই, দৃঢ় প্রতিজ্ঞ। যে দাবি সনদ পেশ করেছি তা আমাদের প্রার্থীরা করে দেখাবেন। ১৪৪ আসনেই আমরা জয়যুক্ত হব। যারা পুর প্রতিনিধি হবেন, তাদের বলছি এই ইস্তেহার বেদ বাক্যের মতো সাথে নিয়ে থাকবেন। কোথায় কোথায় দুর্বলতা আছে, কোথায় কোথায় আরও কাজ করতে হবে। আর মনে রাখবেন আপনাদের যেন দেখা যায়।'
ইতিমধ্যেই এই ইস্তাহার নিয়ে দলের তরফে প্রচারে নামতে বলা হয়েছে প্রার্থীদের।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: KMC Elections 2021, Kolkata Municipal Corporation Elections 2021, TMC