TMC: বাঙালিয়ানাই হাতিয়ার! রাজনীতির আঙিনায় এবার 'নববর্ষ'... বিরাট কর্মসূচি তৃণমূলের

Last Updated:

জনসংযোগের জন্য লিখিত নির্দেশিকা পাঠাল ঘাসফুল শিবির। যেখানে প্রভাতফেরী, রক্তদান, মনীষীদের শ্রদ্ধা, বয়স্কদের সম্মান জ্ঞাপন-সহ নান সামাজিক অনুষ্ঠান হবে। গিরিশ পার্ক থেকে জোড়াসাঁকো পর্যন্ত মিছিল করবে তৃণমূল।

* রাজনীতির আঙিনায় এবার 'নববর্ষ'
* রাজনীতির আঙিনায় এবার 'নববর্ষ'
কলকাতা: এবার বাংলা নববর্ষকে রাজ্যের প্রতি প্রান্তে জাঁকজমক করে পালনের নির্দেশ দিল তৃণমূল। সেই সংক্রান্ত নির্দেশিকা, দলের সমস্ত স্তরের প্রতিনিধিদের পৌঁছে গিয়েছে ইতিমধ্যে। ওই দিনই আবার ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন করে রাজ্য সরকার। ইতিমধ্যেই রাজ্যসঙ্গীত গাওয়া হয় সরকারি সব অনুষ্ঠানে। বাঙালির আবেগ, সংস্কৃতি, ইতিহাস ও পরম্পরাকে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে জাগাতে চায় তৃণমূল।
তৃণমূলের অভিযোগ, গত কয়েকদিন ধরেই গো-বলয়ের রাজনীতি আমদানি করা হচ্ছে। রাম নবমী পালন নিয়ে উন্মাদনা তৈরি করতে চাইছে বিজেপি। সেই আবহে বিজেপির মোকাবিলায় বাংলা নববর্ষকে হাতিয়ার তৃণমূলের। জনসংযোগের জন্য লিখিত নির্দেশিকা পাঠিয়েছে ঘাসফুল শিবির। যেখানে প্রভাতফেরী, রক্তদান, মনীষীদের শ্রদ্ধা, বয়স্কদের সম্মান জ্ঞাপন-সহ নান সামাজিক অনুষ্ঠান হবে। গিরিশ পার্ক থেকে জোড়াসাঁকো পর্যন্ত মিছিল করবে তৃণমূল।
advertisement
advertisement
লোকসভা ভোটের আবহেই গতবার চালসায় এমনই এক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। বাঙালিয়ানা অস্ত্র হয়ে ওঠে তৃণমূলের। ২০২১ সালেও একই ভাবে এই অস্ত্রে বাজিমাত করে তৃণমূল। রাজনৈতিক মহলের মতে ‘বাংলা নিজের মেয়েকে চায়’ এই স্লোগান ছিল তারই উদাহরণ। গত কয়েকদিন ধরে রাজনৈতিক ভাবে গো-বলয়ের সংস্কৃতি বাংলায় আমদানি করছে বিজেপি, এই অভিযোগে সরব তৃণমূল। সেই অবস্থায় বাংলা ও তার সংস্কৃতিকে অস্ত্র করছে ঘাসফুল শিবির।
বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC: বাঙালিয়ানাই হাতিয়ার! রাজনীতির আঙিনায় এবার 'নববর্ষ'... বিরাট কর্মসূচি তৃণমূলের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement