TMC: ভুয়ো ভোটার ইস্যু থেকে সরছে না তৃণমূল, জেলায় জেলায় চলছে বুথ লেবেল এজেন্টদের প্রশিক্ষণ
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
নথি হবে ডিজিটাইজ, বাড়ি বাড়ি যেতে পারেন শীর্ষ নেতারাও।
আবীর ঘোষাল, কলকাতা: ভুয়ো ভোটার ইস্যু থেকে সরছে না তৃণমূল। ভুয়ো ভোটার ইস্যুতে এবার ময়দানে নামছেন শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর বুথ লেবেল এজেন্টদের মাধ্যমে ভেরিফিকেশনে জোর দেওয়া হচ্ছে। সেই কাজে দলের প্রথম সারির নেতাদের ময়দানে নামানোর সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই রাজ্য জুড়ে শুরু হয়ে গিয়েছে বুথ লেবেল এজেন্টদের প্রশিক্ষণের কাজ। বাড়ি বাড়ি গিয়ে ভোটার ভেরিফিকেশন করা হবে। সেই বিষয় সংগৃহীত হবে ডিজিটাল মাধ্যমে। অ্যাপে থাকা তথ্য আগামী বছর নির্বাচন পর্যন্ত বারবার পরীক্ষা করা হবে। ভুয়ো ভোটার রাজ্যে ঢোকানোর অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। তাই রাজ্য জুড়ে নানা ইস্যু নিয়ে বিরোধীরা সরগরম করলেও, ভুয়ো ভোটার ধরার অভিযানে দলের নিচু তলার নেতাদের ময়দানে ব্যস্ত রাখবে শাসক দল।

advertisement
বিধানসভা ভোটের এক বছরেরও বেশি সময় আগে ভোটার তালিকা নিয়ে কার্যত যুদ্ধকালীন তৎপরতা চাইছে তৃণমূল। দলীয় সভায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া নির্দেশের ভিত্তিতে একেবারে সংগঠিত কর্মসূচি নেওয়া হয়েছে। মমতার নির্দেশের পরে কলকাতা-সহ বিভিন্ন জেলায় দলীয় নেতারা ভোটার তালিকা যাচাই করতে নেমে পড়েছেন। তবে ওই নির্দেশিকায় বলা হয়েছে, জনপ্রতিনিধি ও শাখা সংগঠনের প্রতিনিধিদের দায়িত্ব ভাগ করে দিয়ে তালিকার প্রত্যেকটি ‘পার্ট’ যাচাই করতে হবে। সেখানেই দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ হিসেবে উল্লেখ করা হয়েছে ‘অনলাইন’ আবেদনের মাধ্যমে নাম তোলা ভোটারদের বিষয়টি। এই নতুন ভোটারেরা যে নথি জমা দিয়েছেন, তা যাচাই করা এবং প্রয়োজনে তাঁদের স্থানীয় ঠিকানা সম্পর্কে নিশ্চিত হতে বলা হয়েছে দলীয় নেতৃত্বকে।
advertisement
কোথাও তা নিয়ে সংশয় থাকলে যোগাযোগ করতে বলা হয়েছে জেলার নির্বাচনী প্রধান অর্থাৎ ‘রিটানিং অফিসারে’র দফতরের সঙ্গে। সেই সঙ্গেই বিধানসভা ভিত্তিক এই এই রকম ‘গরমিলের’ তথ্য একেবারে রিপোর্ট আকারে জমা দিতে বলা হয়েছে রাজ্য দফতরে। কিছুদিন আগেই সাংগঠনিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “ভোটার তালিকা হল ক্রমাগত একটি প্রক্রিয়া। আমাদের সতর্ক থাকতে হবে।’’ আপাতত এই বিষয়ে প্রশিক্ষণ পর্ব চলছে জেলায়। থাকছেন আই প্যাকের সদস্যরাও।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 11, 2025 10:13 AM IST