‘আমাকে কেউ প্রাণনাশের হুমকি দেয়নি’, বিজেপির অভিযোগ ওড়ালেন নির্বাচন কমিশনার

Last Updated:

নির্বাচন কমিশনারকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে ৷ এমনই একটি অভিযোগে গত কয়েকদিনে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি ৷

#কলকাতা: নির্বাচন কমিশনারকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে ৷ এমনই একটি অভিযোগে গত কয়েকদিনে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি ৷ রাজ্যের শাসক দলের বিরুদ্ধেই এই অভিযোগ উঠেছে বারবার ৷ কিন্তু সেই সমস্ত গুজবের এক ঝটকায় ইতি টানলেন স্বয়ং নির্বাচন কমিশনার অমেরন্দ্র সিং ৷
সোমবার সাংবাদিক সম্মেলন করে প্রাণনাশের হুমকি ‘মনগড়া অভিযোগ’ বলে খারিজ করলেন অমরেন্দ্র সিং ৷ তিনি বলেন, ‘তৃণমূল তো নয়ই ৷ এমনকী, কোনও রাজনৈতিক দলই প্রাণনাশের হুমকি দেয়নি ৷’ এদিন একথা স্পষ্ট জানিয়ে দিলেন তিনি ৷ এদিন নাম না করে রাহুল সিনহার অভিযোগকেই তুড়ি মেরে উড়িয়ে দিলেন নির্বাচন কমিশনার ৷ তিনি বলেন,
আমাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ মিথ্যে ৷ কাল এক রাজনৈতিক দল অভিযোগ করে ৷ কিন্তু আমি কোনও প্রাণনাশের হুমকি পাইনি ৷ তৃণমূল বা কোনও দল হুমকি দেয়নি ৷ আমাকে হুমকি দিলে পুলিশে অভিযোগ করতাম ৷
advertisement
advertisement
শুধু প্রাণনাশের হুমকিই নয় ৷ অমরেন্দ্র সিংয়ের ফোন কল রেকর্ড করা হচ্ছে ৷ এমন একটি গুঞ্জনও ক্রমশ জটিল হচ্ছিল ৷ সেই বিষয়টি নিয়ে রাজ্য নির্বাচন কমিশনার স্পষ্ট জানালেন,
এটি একেবারেই মিথ্যে ৷ আমার কথা বাইরের লোক রেকর্ড করছে বলে অভিযোগ ৷ এই অভিযোগটাই একেবারে মিথ্যে ৷ আমার ঘরে বাইরের লোক থাকে না ৷ ওই রাজনৈতিক দলের আমার ফোন ট্যাপিংয়ের অভিযোগ একেবারেই মিথ্যে ৷ এমনকী, ১০ তারিখের পর কোনও প্রতিনিধি দল আসেনি ৷ সব অভিযোগ একেবারেই মনগড়া ৷’
advertisement
পঞ্চায়েত ভোট নিয়ে নির্বাচন কমিশন অবহেলা করছে ৷ যথাযথ পদক্ষেপ গ্রহণ করছে না ৷ এই দাবি নিয়েই গতকালই সাংবাদিক সম্মেলনে শাসক দলের উপর ক্ষোভ উগরে দিয়েছিলেন রাহুল সিনহা ৷ তাঁর অভিযোগ,
নির্বাচন কমিশনারকে হুমকি দিয়েছে তৃণমূল ৷ কমিশনার হুমকিতে মাথা নিচু করছেন ৷ তৃণমূল সিভিক ভলান্টিয়ারের জামা বানাচ্ছে ৷ ওই জামা পড়ে ক্যাডাররা নামবে ৷ শুধু কেন্দ্রীয় বাহিনী হলেই হবে না ৷ পরিচালনার ভার দিতে হবে কমিশনকে ৷
advertisement
পঞ্চায়েত ভোট নিয়ে জটিলতা ক্রমশ বাড়ছিল ৷ আর তার মধ্যেই নির্বাচন কমিশনারের চুপ থাকা  ক্রমশ জটিল হচ্ছিল ৷  তাই তড়িঘড়ি সংবাদমাধ্যমের সামনে মুখ খুললেন নির্বাচন কমিশনার ৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
‘আমাকে কেউ প্রাণনাশের হুমকি দেয়নি’, বিজেপির অভিযোগ ওড়ালেন নির্বাচন কমিশনার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement